পূর্ণ নাম | রিগলার অ্যান্ড সেখমাইস্টার পেলেটস ভলফসবার্গার আটলেটিক ক্লুব | ||
---|---|---|---|
ডাকনাম | জিএএম এফসি | ||
প্রতিষ্ঠিত | ১৯৩১ | ||
মাঠ | লাভান্টাল-এরিনা[১] | ||
ধারণক্ষমতা | ৭,৩০০ | ||
সভাপতি | ডিটমার রিগলার | ||
ম্যানেজার | ফের্ডিনান্ড ফেল্ডহোফার[২] | ||
লিগ | অস্ট্রীয় ফুটবল বুন্দেসলিগা | ||
২০১৯–২০ | ৩য় | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
|
রিগলার অ্যান্ড সেখমাইস্টার পেলেটস ভলফসবার্গার আটলেটিক ক্লুব (ইংরেজি: Wolfsberger AC; এছাড়াও ভলফসবার্গার অ্যাথলেটিক ক্লাব অথবা শুধুমাত্র ভলফসবার্গার এসি নামে পরিচিত) হচ্ছে ভলফসবার্গ ভিত্তিক একটি অস্ট্রীয় পেশাদার ফুটবল ক্লাব।[৩] এই ক্লাবটি বর্তমানে অস্ট্রিয়ার শীর্ষ স্তরের ফুটবল লীগ অস্ট্রীয় ফুটবল বুন্দেসলিগায় খেলে। এই ক্লাবটি ১৯৩১ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ভলফসবার্গার এসি তাদের সকল হোম ম্যাচ ভলফসবার্গের লাভান্টাল-এরিনায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৭,৩০০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ফের্ডিনান্ড ফেল্ডহোফার এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ডিটমার রিগলার। অস্ট্রীয় মধ্যমাঠের খেলোয়াড় মাইকেল লিন্ডল এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৪]
ঘরোয়া ফুটবলে, ভলফসবার্গার এসি এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছে; যা হচ্ছে অস্ট্রীয় ফুটবল দ্বিতীয় লীগ।
টেমপ্লেট:ভলফসবার্গার অ্যাথলেটিক ক্লাব টেমপ্লেট:অস্ট্রীয় ফুটবল বুন্দেসলিগা