ভাইসু | |
---|---|
গ্রাম | |
স্থানাঙ্ক: ১৩°৪৯′৫০″ দক্ষিণ ১৭১°৪৭′৫৫″ পশ্চিম / ১৩.৮৩০৫৬° দক্ষিণ ১৭১.৭৯৮৬১° পশ্চিম | |
দেশ | সামোয়া |
জেলা | তুয়ামাসাগা |
জনসংখ্যা (২০১৬) | |
• মোট | ২,৬৮৬ |
সময় অঞ্চল | -১১ |
ভাইসু হল সামোয়ান দ্বীপের উপোলুর একটি গ্রাম। এটি দ্বীপের কেন্দ্রীয়-উত্তর উপকূলে, রাজধানী আপিয়ার পশ্চিমে অবস্থিত। ২০১৬ সালের হিসাবে, ভাইসুর জনসংখ্যা ছিল ২,৬৮৬ জন।[১]
২০১৯ সালে সরকার ১০৯ মিলিয়ন মার্কিন ডলারের ঘাট ও বন্দর প্রকল্পের প্রস্তাব করেছিল ভাইসুর জন্য, যা চীন থেকে একটি ঋণ দ্বারা অর্থায়ন করা হবে।[২] ২০২১ সালের সামোয়ান সাধারণ নির্বাচনের পর নবনির্বাচিত প্রধানমন্ত্রী ফিমে নাওমি মাতা'আফা আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি বাতিল করে দেন।[৩]
সম্প্রদায়ের অধিকাংশই ক্যাথলিক চার্চ মেনে চলে। ভাইসু-তাই [৪] এর প্রধান সড়ক বরাবর একটি মসজিদ এবং ভাইসু-উটাতে অ্যাসেম্বলি অফ গড (AOG) এর সদস্যদের সাথে ইসলামের সদস্যরাও রয়েছে।