ভাগ মিলখা | |
---|---|
![]() চলচ্চিত্রের পোস্টার | |
হিন্দি: भाग मिल्खा भाग | |
পরিচালক | রাকেশ ওমপ্রকাশ মেহরা |
প্রযোজক |
|
রচয়িতা | প্রসূন জোশী |
উৎস | মিলখা সিং ও সোনিয়া সানওল্কা কর্তৃক দ্য রেস অফ মাই লাইফ |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | শঙ্কর-এহসান-লয় |
চিত্রগ্রাহক | বিনোদ প্রধান |
সম্পাদক | পি. এস. ভারতী |
প্রযোজনা কোম্পানি | রাকেশ ওমপ্রকাশ মেহরা পিকচার্স |
পরিবেশক | ভায়াকম এইটিন মোশন পিকচার্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৮৯ মিনিট[১] |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ₹৩০ কোটি[২] |
আয় | ₹১৬৪ কোটি[৩] |
ভাগ মিলখা ভাগ (হিন্দি: भाग मिल्खा भाग, বাংলা অনুবাদ: দৌড়া মিলখা দৌড়া) রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত ২০১৩ সালের ভারতীয় জীবনীমূলক নাট্য চলচ্চিত্র। ভারতীয় অ্যাথলেট মিলখা সিং ও তার মেয়ে সোনিয়া সালওঙ্কার রচিত মিলখা সিংয়ের জীবনী দ্য রেস অফ মাই লাইফ[৪] থেকে চলচ্চিত্ররূপ দেন প্রসূন জোশী। এতে নাম ভূমিকায় অভিনয় করেন ফারহান আখতার। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেন মীশা শফী, পবন মালহোত্রা, অর্থ মালিক এবং সোনম কাপুর ক্যামিও চরিত্রে অভিনয় করেন।
চলচ্চিত্রটি ২০১৩ সালের ১২ জুলাই মুক্তি পায়। ₹৩০ কোটি বাজেটে নির্মিত ছবিটি ব্যবসা সফল হয় এবং দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করে। ছবিটি ৬১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ হিতকর বিনোদন প্রদানকারী জনপ্রিয় চলচ্চিত্র ও শ্রেষ্ঠ নৃত্য পরিচালনা বিভাগে পুরস্কার অর্জন করে। এছাড়া শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ ৭টি বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার, সেরা চলচ্চিত্রসহ ১৪টি বিভাগে আইফা পুরস্কার,[৫] সেরা চলচ্চিত্রসহ ৪টি বিভাগে স্ক্রিন পুরস্কার,[৬] সেরা চলচ্চিত্রসহ ৯টি বিভাগে স্টার গিল্ড পুরস্কার,[৭] এবং ৫টি বিভাগে জি সিনে পুরস্কার লাভ করে।
২০১০ সালে প্রথমে অভিষেক বচ্চন ও অক্ষয় কুমারকে এই চলচ্চিত্রের নাম ভূমিকায় নেওয়ার কথা ভাবা হয়। অভিষেক ছিলেন মেহরার পছন্দ আর অক্ষয় ছিলেন মিলখার পছন্দ।[৮] পরে কাহিনি লেখা শেষ হলে প্রধান চরিত্র সম্পর্কিত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। চলচ্চিত্র নির্মাতা-অভিনেতা ফারহান আখতারকে নাম চরিত্রের জন্য এবং সোনম কাপুরকে তার প্রেমিকার চরিত্রের জন্য নির্বাচন করা হয়।[৯] ফলে ফারহান মিলখা সিং এবং তার পরিবারের সাথে দেখা করতে পাঞ্জাব যান।[১০] পাকিস্তানি গায়িকা ও অভিনেত্রী মীশা শফী, যিনি ইতোমধ্যে দ্য রিলাকট্যান্ট ফান্ডামেন্টালিস্ট দিয়ে হলিউডে অভিষেক করেছেন, তাকে মিলখার বন্ধু পেরিজাদ চরিত্রের জন্য নির্বাচন করা হয়।[১১]
রাকেশ ওমপ্রকাশ মেহরা ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে এই ছবির শুটিং শুরু করেন।[১২] ছবির বেশির ভাগ দৃশ্য ধারণ করা হয় ভারতের পাঞ্জাবে। এছাড়া কিছু দৃশ্যের শুটিং করা হয় দিল্লী, টোকিও, মেলবোর্ন ও রোমে।
ভাগ মিলখা ভাগ | ||||
---|---|---|---|---|
কর্তৃক অ্যালবাম | ||||
মুক্তির তারিখ | ১৪ জুন ২০১৩ | |||
শব্দধারণের সময় | ২০১২-২০১৩ | |||
ঘরানা | চলচ্চিত্রের সঙ্গীত | |||
দৈর্ঘ্য | ৩৫:২৯ | |||
সঙ্গীত প্রকাশনী | সনি মিউজিক | |||
প্রযোজক | রাকেশ ওমপ্রকাশ মেহরা | |||
শঙ্কর-এহসান-লয় কালক্রম | ||||
|
ভাগ মিলখা ভাগ চলচ্চিত্রের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শঙ্কর-এহসান-লয়। গানের কথা লিখেছেন প্রসূন জোশী। প্রথমে এ. আর. রহমানকে এই চলচ্চিত্রের গানের সুর ও সঙ্গীত পরিচালনার প্রস্তাব দেওয়া হয় কিন্তু তার ব্যস্ততার কারণে মেহরা শঙ্কর-এহসান-লয় ত্রয়ীকে এই দায়িত্ব দেন। গানের স্বত্ব কিনে নেয় সনি মিউজিক। সনি এর আগে মেহরার রং দে বাসন্তী গানের স্বত্ব কিনেছিল।[১৩] ছবির গানের অ্যালবাম ২১ জুন, ২০১৩ প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হলেও পরের ভক্তদের চাহিদার কারণে এক সপ্তাহ আগে ১৪ জুন, ২০১৩ প্রকাশ করা হয়।[১৪] শঙ্কর মহাদেবনের পুত্র সিদ্ধার্থ মহাদেবনের এই চলচ্চিত্রে নেপথ্য গানে অভিষেক হয় এবং তার গাওয়া "জিন্দা" গানটি আইটিউনসের টপ চার্টে প্রথম স্থান অধিকার করে।[১৫]
নং. | শিরোনাম | কণ্ঠশিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "গুরবানি" | দলের মেহেন্দি | ১:৪০ |
২. | "জিন্দা" | সিদ্ধার্থ মহাদেবন | ৩:৩১ |
৩. | "মেরে ইয়ার" | জাভেদ বশীর | ৫:৫১ |
৪. | "মাস্তো কা ঝুন্দ" | দিব্য কুমার | ৪:৩৪ |
৫. | "ভাগ মিলখা ভাগ" | আরিফ লোহার | ৪:২৯ |
৬. | "স্লো মোশন আংরেজা" | সুখবিন্দর সিং, শঙ্কর মহাদেবন, লয় মেন্ডনসা | ৪:২০ |
৭. | "ও রংরেজ" | শ্রেয়া ঘোষাল, জাভেদ বশীর | ৬:২৫ |
৮. | "ভাগ মিলখা ভাগ (রক)" | সিদ্ধার্থ মহাদেবন | ৪:৩৯ |
পুরস্কার | বিভাগ | মনোনীত | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|
৬১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ হিতকর বিনোদন প্রদানকারী জনপ্রিয় চলচ্চিত্র | রাকেশ ওমপ্রকাশ মেহরা | বিজয়ী | [১৬] |
শ্রেষ্ঠ নৃত্য পরিচালনা | গণেশ আচর্য্য | বিজয়ী | ||
৫৯তম ফিল্মফেয়ার পুরস্কার | শ্রেষ্ঠ চলচ্চিত্র | রাকেশ ওমপ্রকাশ মেহরা পিকচার্স | বিজয়ী | [১৭] |
শ্রেষ্ঠ পরিচালক | রাকেশ ওমপ্রকাশ মেহরা | বিজয়ী | ||
শ্রেষ্ঠ অভিনেতা | ফারহান আখতার | বিজয়ী | ||
শ্রেষ্ঠ গীতিকার | প্রসূন জোশী | বিজয়ী | ||
আরডি বর্মণ পুরস্কার | সিদ্ধার্থ মহাদেবন | বিজয়ী | ||
শ্রেষ্ঠ পোশাক পরিকল্পনা | ডলি আহলুওয়ালিয়া | বিজয়ী | ||
শ্রেষ্ঠ শিল্প নির্দেশনা | আর্কোপলিস ডিজাইন | বিজয়ী |