ভাগলপুর জেলা![]() ضلع بھاگل پور | |
---|---|
বিহারের জেলা | |
![]() বিহারে ভাগলপুরের অবস্থান | |
দেশ | ভারত |
রাজ্য | বিহার |
প্রশাসনিক বিভাগ | ভাগলপুর |
সদরদপ্তর | ভাগলপুর |
সরকার | |
• লোকসভা কেন্দ্র | ভাগলপুর |
আয়তন | |
• মোট | ২,৫৭০ বর্গকিমি (৯৯০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ৩০,৩২,২২৬ |
• জনঘনত্ব | ১,২০০/বর্গকিমি (৩,১০০/বর্গমাইল) |
• পৌর এলাকা | ৬,০০,১০০ (১৯.৭৯%) |
জনতাত্ত্বিক | |
• সাক্ষরতা | ৬৪.৯৬ per cent[১] |
• লিঙ্গানুপাত | ৮৭৯/১০০০ |
প্রধান মহাসড়ক | ৩১ নং জাতীয় সড়ক, ৮১ নং জাতীয় সড়ক |
গড় বার্ষিক বৃষ্টিপাত | ১১৬৬ মিমি |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ভাগলপুর জেলা হল ভারতের বিহার রাজ্যের ৩৯টি জেলার অন্যতম। এই জেলার সদর শহর ভাগলপুর।
ভাগলপুর জেলার আয়তন ২,৫৬৯ বর্গকিলোমিটার (৯৯২ বর্গমাইল)।[২][৩] এই জেলাটি বিহারের ভাগলপুর বিভাগের অন্তর্গত। গঙ্গা নদী এই জেলার উপর দিয়ে প্রবাহিত।
১৯৯০ সালে ভাগলপুর জেলায় বিক্রমশীলা গাঙ্গেয় শুশুক অভয়ারণ্য গঠিত হয়। এই অভয়ারণ্যের দৈর্ঘ্য ০.৫ কিমি (০.৩ মা)।[৪]
২০০৬ সালে ভারত সরকারের পঞ্চায়েত মন্ত্রক দেশের ২৫০টি সর্বাধিক অনগ্রসর জেলার তালিকায় এই জেলার নাম নথিভুক্ত করে।[৫] বিহারের যে ৩৬টি জেলা অনগ্রসর অঞ্চল অনুদান তহবিল কর্মসূচির অধীনে অনুদান পেয়ে থাকে, এই জেলা তার মধ্যে অন্যতম।[৫]
২০১১ সালের জনগণনা অনুসারে, ভাগলপুর জেলার জনসংখ্যা ৩,০৩২,২২৬।[৬] এই জেলার জনসংখ্যা ওমান রাষ্ট্র[৭] বা মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যের জনসংখ্যার প্রায় সমান।[৮] জনসংখ্যার দিক থেকে ভারতের ৬৪০টি জেলার মধ্যে এই জেলার স্থান ১২০তম।[৬] ভাগলপুর জেলার জনঘনত্ব ১,১৮০ জন প্রতি বর্গকিলোমিটার (৩,১০০ জন/বর্গমাইল)।[৬] ২০০১-২০১১ দশকে এই জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ২৫.১৩%।[৬] ভাগলপুর জেলার লিঙ্গানুপাতের হার প্রতি ১০০০ পুরুষে ৮৭৯ জন মহিলা[৬] এবং সাক্ষরতার হার ৬৪.৯৬%।[৬]
মৈথিলি ভাষা ও মৈথিলির উপভাষা অঙ্গিকা এই জেলায় প্রচলিত। অন্যান্য প্রধান ভাষাগুলি হল হিন্দি, উর্দু ও বাংলা।[৯]
Obira 2,542km2
Oman 3,027,959line feed character in
|উক্তি=
at position 5 (সাহায্য)
Iowa 3,046,355line feed character in
|উক্তি=
at position 5 (সাহায্য)