ভাঙন বাটা Labeo bata | |
---|---|
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | Chordata |
উপপর্ব: | Vertebrata |
মহাশ্রেণী: | Osteichthyes |
শ্রেণী: | Actinopterygii |
বর্গ: | Cypriniformes |
পরিবার: | Cyprinidae |
গণ: | Labeo |
প্রজাতি: | Labeo bata |
দ্বিপদী নাম | |
Labeo bata (Hamilton, 1822) | |
প্রতিশব্দ | |
ভাঙন বাটা (বৈজ্ঞানিক নাম: Labeo bata) (ইংরেজি: bata Labeo) হচ্ছে Cyprinidae পরিবারের Labeo গণের একটি স্বাদুপানির মাছ।
হালকা নীলাভ-কালো পৃষ্ঠদেশ,উভয়পাশ ও অঙ্কীয়দেশ রূপালি সাদা। কানকোর প্রান্ত হালকা কমলা বর্ণের আর পাখনা (বিশেষত বক্ষ, শ্রোণী ও পায়ু পাখনা) কমলা বর্ণের। সব পাখনায় কালো বিন্দু দেখতে পাওয়া যায়। বয়সের সাথে সাথে বর্ণ কম-বেশি পরিবর্তন হয়ে থাকে। [৩]
সাধারণত নদীর মাছ হলেও মিঠা পানির পুকুরে পাওয়া যায়। বাংলাদেশ, ভারতজুড়ে বিস্তৃত। তবে নেপালেও এর প্রবেশ ঘটেছে।
প্রধান খাবার উদ্ভিদকণা(ফাইটোপ্লাংকটন)।এছাড়াও গলিত উদ্ভিদ ও উদ্ভিদাংশ এবং তলদেশের পচনশীল দ্রব্য,জৈব পদার্থ ও জীবসমূহ খেয়ে থাকে।
সাধারণত এক বছর বয়সে প্রাপ্ত বয়স্ক হয়। বর্ষাকালে প্লাবিত নদীতে প্রজনন করে থাকে।এছাড়াও কৃত্রিম পদ্ধতিতে হ্যাচারিতে এর রেণু উৎপাদন সম্ভব।
তৈলাক্ত ও অত্যন্ত সুস্বাদু হওয়ায় মৎস্যপ্রিয় মানুষের কাছে বেশ জনপ্রিয়। বাজার মূল্য বেশি ও সহজেই পোনা পাওয়া যায় বলে মৎস্য চাষিদের কাছে বেশ জনপ্রিয়।
আইইউসিএন বাংলাদেশ (২০০০) এর লাল তালিকা অনুযায়ী এই প্রজাতিটি বাংলাদেশে বিপন্ন হিসেবে বিবেচিত।[৩]
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
|আইএসবিএন=
এর মান পরীক্ষা করুন: invalid prefix (সাহায্য)।