ভাঝাচালা জলপ্রপাত | |
---|---|
വാഴച്ചാൽ വെള്ളച്ചാട്ടം | |
![]() ভাঝাচালা জলপ্রপাত | |
![]() | |
অবস্থান | ত্রিশূর জেলা, কেরালা, ভারত |
স্থানাঙ্ক | ১০°১৮′৫.১২″ উত্তর ৭৬°৩৫′৩৩.৯৫″ পূর্ব / ১০.৩০১৪২২২° উত্তর ৭৬.৫৯২৭৬৩৯° পূর্ব |
উচ্চতা | ১২০ মি (৩৯০ ফু) |
জলপ্রবাহ | চালাকুড়ি নদী |
ভাঝাচালা জলপ্রপাত হল দক্ষিণ ভারতের পশ্চিম উপকূলে কেরালা রাজ্যের ত্রিশূর জেলার অথিরাপ্পিল্লী পঞ্চায়েতে অবস্থিত । চালাকুড়ি নদীটি পশ্চিম উপকূলে প্রবাহিত হয়ে ভাঝাচালা অরন্য এবং শোলায়য়ার রেঞ্জের শেষ প্রান্তে ভাঝাচালা জলপ্রপাতটি অবস্থিত। এই জলপ্রপাতটি অথিরাপ্পিল্লী জলপ্রপাত থেকে মাত্র ৫ কিমি দূরে অবস্থিত।[১] আর চালাকুড়ি টাউন থেকে ৩৬ কিমি দূরে অবস্থিত।[২][৩] এই জলপ্রপাতের মহিমা বর্ষাকালে সবচেয়ে বেশি উপভোগ করা যায় যখন জলের প্রবাহ সর্বোচ্চ পর্যায়ে থাকে তখন। তবে এই জলপ্রপাত দেখার সবচেয়ে মায়াবী সময় হল শীতকালে যখন আরামদায়ক আবহাওয়া এবং হালকা কুয়াশা এই জলপ্রপাতগুলির চারপাশে নিজেকে আবৃত করে রাখার দৃশ্য রহস্যময়।[৪] অথিরাপ্পিল্লী জলপ্রপাত কেরালার পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম একটি। এছাড়া আরেকটি জনপ্রিয় জলপ্রপাত হল ভাঝাচালা জলপ্রপাত। চালাকুড়ি থেকে প্রাইভেট গাড়ি ভাড়া করে বা চালাকুড়ি বাস টার্মিনাল থেকে বাসে করে অথিরাপ্পিল্লী সহজেই পৌঁছানো যায়।[৫][৬]