ভাদ্র | |
---|---|
বর্ষপঞ্জি | বাংলা বর্ষপঞ্জি |
মাসের ক্রম | ৫ |
দিনের সংখ্যা |
|
ঋতু | শরৎ |
গ্রেগরীয় সমতুল্য | আগস্ট-সেপ্টেম্বর |
ভাদ্র (ভাদ্দুর, ভাদুর, বা, ভাদ্দর) বাংলা সনের পঞ্চম মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের ষষ্ঠ মাস। শরতের শুরু।
নামটি এসেছে ভদ্রা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে।
তাল ভাদ্র মাসের অন্যতম একটি ফল। এসময় এই ফলটি পাকে এবং এটি ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের প্রায় সর্বত্র পাওয়া যায়। তালের রস ও ক্বাথ থেকে প্রস্তুতকৃত পিঠা, পায়েস ও তেলে ভাজা বড়া বেশ এই মাসের অন্যতম জনপ্রিয় মুখরোচক খাবার।
ভাদ্র মাসের ব্রত ও পার্বন ভাদু। এর সঙ্গে ভাদুগান গেয়ে নাচও হয় কিছু অঞ্চলে।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |