ভানুয়াতুতে তিনটি সরকারি ভাষা প্রচলিত। এগুলো হল ইংরেজি, ফরাসি এবং বিসলামা ভাষা। বিসলামা ভাষাটি ইংরেজি থেকে বিবর্তিত একটি ক্রেওল। পোর্ট ভিলা ও লুগঁভিলের বেশির ভাগ শহুরে ভানুয়াতুয়ান বিসলামা ভাষাতে কথা বলেন। দ্বীপপুঞ্জের বাকি দ্বীপগুলিতেও বিসলামা সবচেয়ে প্রচলিত দ্বিতীয় ভাষা। বিসলামা ভাষাটি পাপুয়া নিউগিনিতে প্রচলিত টোক পিসিন ক্রেওলের অনুরূপ।
ভানুয়াতুতে মাথাপিছু ভাষিক ঘনত্বের হার বিশ্বের সর্বোচ্চ।[১] দেশটিতে মাত্র প্রায় ৩ লক্ষ লোকের বাস,[২] অথচ এখানে প্রায় ১৩৮টি আদিবাসী অস্ট্রোনেশীয় ভাষা প্রচলিত। বর্তমানে গড়ে প্রতিটি আদিবাসী ভাষাতে ১৭৬০ জন বক্তা আছে।[১] কেবল পাপুয়া নিউ গিনিতে এর চেয়ে বেশি ভাষাগত ঘনত্ব বিদ্যমান। ভানুয়াতুর অনেকগুলি আদিবাসী ভাষাই বক্তার স্বল্পতার কারণে বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে।[৩]
সাম্প্রতিককালে অভিবাসীদের আগমনের কারণে আরও কিছু ভাষা প্রচলিত, যেমন সামোয়া ভাষা, হাক্কা চীনা ভাষা ও ম্যান্ডারিন চীনা ভাষা।