![]() | ||||
ডাকনাম | উইমেন ইন ব্লু | |||
---|---|---|---|---|
সংঘ | ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড | |||
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল | ||||
আইসিসি মর্যাদা | পূর্ণাঙ্গ সদস্য (১৯২৬) | |||
আইসিসি অঞ্চল | এশিয়া | |||
আন্তর্জাতিক ক্রিকেট | ||||
প্রথম আন্তর্জাতিক | ৩১ অক্টোবর, ১৯৭৬ ব ওয়েস্ট ইন্ডিজ, বেঙ্গালুরু, ভারত | |||
টেস্ট | ||||
প্রথম টেস্ট | ![]() ![]() (বেঙ্গালুরু; ৩১ অক্টোবর, ১৯৭৬) | |||
একদিনের আন্তর্জাতিক | ||||
প্রথম ওডিআই | ![]() ![]() (কলকাতা; ১ জানুয়ারি, ১৯৭৮) | |||
বিশ্বকাপ উপস্থিতি | ৮ (১৯৭৮ সালে সর্বপ্রথম) | |||
সেরা ফলাফল | রানার-আপ (২০০৫,২০১৭) | |||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক | ||||
প্রথম টি২০আই | ![]() ![]() (ডার্বি; ৫ আগস্ট, ২০০৬) | |||
টি২০ বিশ্বকাপ উপস্থিতি | ৪ (২০০৯ সালে সর্বপ্রথম) | |||
সেরা ফলাফল | রানার-আপ (২০২০) | |||
| ||||
২৫ নভেম্বর, ২০১৫ অনুযায়ী |
ভারত মহিলা ক্রিকেট দল (হিন্দি: भारतीय महिला क्रिकेट टीम) আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ভারতের প্রতিনিধিত্বকারী জাতীয় মহিলা ক্রিকেট দল। দলের বর্তমান অধিনায়কের দায়িত্ব পালন করছেন হারমানপ্রীত কৌর।[১][২] পুরুষ ক্রিকেট দলের ন্যায় তাদের পোষাকও একই ধরনের। ৩১ অক্টোবর, ১৯৭৬ তারিখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাঙ্গালোরে সর্বপ্রথম ক্রিকেট খেলায় অংশগ্রহণ করে। ৬ খেলার ঐ টেস্ট সিরিজটি ড্রয়ে পরিণত হয়েছিল।
দলের সেরা ফলাফল হিসেবে রয়েছে ২০০৫ সালের মহিলাদের বিশ্বকাপে রানার্স-আপ অর্জন। চূড়ান্ত খেলায় দলটি অস্ট্রেলিয়া দলের বিপক্ষে পরাজিত হয়।[৩] এছাড়াও, এশিয়া কাপে একাধিকবার শিরোপা জয় করে।
সপ্তদশ শতকের শুরুর দিকে ব্রিটিশরা ভারতবর্ষে ক্রিকেট খেলার প্রচলন ঘটায়। ১৭২১ সালে প্রথমবারের মতো ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়।[৪] ১৮৪৮ সালে বোম্বেতে পার্সি সম্প্রদায় প্রথম ভারতীয় ক্রিকেট ক্লাব গঠন করে। এ ক্লাবটি ১৮৭৭ সালে ইউরোপীয়দের বিপক্ষে সর্বপ্রথম অংশগ্রহণ করে।[৫] ১৯১১ সালে আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো ভারত ক্রিকেট দল গঠিত হয় ও ইংল্যান্ড সফরে যায়। সেখানে দলটি ইংরেজ কাউন্টি দলগুলোর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে।[৬] ১৯৩২ সালে ভারত ক্রিকেট দল ইংল্যান্ডের বিপক্ষে সর্বপ্রথম টেস্ট ক্রিকেট খেলায় অংশগ্রহণ করে।[৭] একই সময়ে ১৯৩৪ সালে প্রথমবারের মতো ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল টেস্ট খেলায় অংশ নিয়েছিল।[৮] কিন্তু, ভারতে মহিলাদের ক্রিকেট খেলার প্রচলন অনেক দেরীতে হয়। ১৯৭৩ সালে ভারত মহিলা ক্রিকেট সংস্থা গঠিত হয়।[৯] এরপর ১৯৭৬ সালে ভারতের মহিলারা ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে অংশগ্রহণ করে।[১০]
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের মহিলাদের ক্রিকেটে উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে ২০০৬ সালে ভারত মহিলা ক্রিকেট সংস্থাকে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের সাথে একীভূত করা হয়।[১১]
ফেব্রুয়ারি, ২০১৭ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ২০১৭ সালের মহিলা ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বে অংশগ্রহণের লক্ষ্যে ঘোষিত ভারত মহিলা দলের সদস্যদের তালিকা নিম্নরূপ
মিতালী রাজ (অঃ), একতা বিস্ত, রাজেশ্বরী গায়কওয়াড়, ঝুলন গোস্বামী, মানসী জোশী, থিরুশ কামিনি, হারমানপ্রীত কাউর, বেদ কৃষ্ণমূর্তি, স্মৃতি মন্ধনা, মোনা মেশ্রাম, শিখা পাণ্ডে, সুকন্যা পারিদা, পুণম যাদব, দীপ্তি শর্মা, দেবিকা বৈদ্য, সুষমা বর্মা (উইঃ), সনি যাদব।
Symbol | Meaning |
---|---|
C/G | Contract grade with the BCCI[১২] |
S/N | Shirt number of the player in all formats |
Format | Denotes the player's playing format |
Name | Age | Batting style | Bowling style | Domestic team | C/G | Forms | S/N |
---|---|---|---|---|---|---|---|
একদিবসীয় ও টি২০ Captain; All-Rounder | |||||||
হারমানপ্রীত কৌর | ৩৫ | Right-handed | Right-arm off break | Punjab, মেলবোর্ন রেনেগেডস | A | Test, ODI, T20I | 7 |
T20I Vice-Captain; Batter | |||||||
স্মৃতি মন্ধনা | ২৮ | Left-handed | Right-arm medium | Maharashtra, সিডনি থান্ডার | A | Test, ODI, T20I | 18 |
Batters | |||||||
জেমিমাহ রদ্রিগেস | ২৪ | Right-handed | Right-arm off break | Mumbai, মেলবোর্ন রেনেগেডস | B | ODI, T20I | 5 |
শেফালি বর্মা | ২১ | Right-handed | Right-arm off break | Haryana, সিডনি সিক্সার্স | B | Test, ODI, T20I | 17 |
Punam Raut | ৩৫ | Right-handed | Right-arm off break | Railways | B | Test, ODI | 14 |
Priya Punia | ২৮ | Right-handed | Right-arm medium | Rajasthan | C | ODI | 16 |
Yastika Bhatia | ২৫ | Left-handed | Left-arm orthodox | Baroda | - | ODI | 11 |
All-rounders | |||||||
দীপ্তি শর্মা | ২৭ | Left-handed | Right-arm off break | Bengal, সিডনি থান্ডার | B | Test, ODI, T20I | 6 |
Pooja Vastrakar | ২৫ | Right-handed | Right-arm medium-fast | Madhya Pradesh | C | Test, ODI | 23 |
Harleen Deol | ২৬ | Right-handed | Right-arm leg break | Himachal Pradesh | C | T20I | 98 |
Wicket-keeper | |||||||
Taniya Bhatia | ২৭ | Right-handed | — | Punjab | B | Test, ODI, T20I | 28 |
রিচা ঘোষ | ২১ | Right-handed | — | Bengal, হোবার্ট হারিকেনস | C | T20I | 13 |
Sushma Verma | ৩২ | Right-handed | — | Himachal Pradesh | - | ODI | 5 |
Nuzhat Parween | ২৮ | Right-handed | — | Railways | - | T20I | 7 |
Indrani Roy | ২৭ | Right-handed | — | Jharkhand | - | - | |
Spin Bowlers | |||||||
পুনম যাদব | ৩৩ | Right-handed | Right-arm leg break | Railways, ব্রিসবেন হিট | A | ODI, T20I | 24 |
রাধা যাদব | ২৪ | Right-handed | Left-arm orthodox | Baroda, সিডনি সিক্সার্স | B | ODI, T20I | 21 |
Rajeshwari Gayakwad | ৩৪ | Right-handed | Left-arm orthodox | Railways | B | ODI, T20I | 1 |
Sneh Rana | ৩০ | Right-handed | Right-arm off break | Railways | - | Test, ODI, T20I | 2 |
Ekta Bisht | ৩৯ | Right-handed | Left-arm orthodox | Railways | - | ODI | 8 |
Pace Bowlers | |||||||
Jhulan Goswami | ৪২ | Right-handed | Right-arm medium-fast | Bengal | B | Test, ODI | 25 |
Shikha Pandey | ৩৫ | Right-handed | Right-arm medium-fast | Goa | B | Test, ODI, T20I | 12 |
Arundhati Reddy | ২৭ | Right-handed | Right-arm medium-fast | Railways | C | T20I | 20 |
Mansi Joshi | ৩১ | Right-handed | Right-arm medium-fast | Haryana | C | ODI | 10 |
Monica Patel | ২৫ | Left-handed | Left-arm medium | Karnataka | - | ODI | 2 |
Simran Bahadur | ২৫ | Left-handed | Right-arm medium | Delhi | - | T20I |
Players' salaries are as follows:
আইসিসি মহিলাদের র্যাঙ্কিংয়ে টেস্ট, ওডিআই ও টুয়েন্টি২০ আন্তর্জাতিকের ফলাফলকে একটিমাত্র র্যাঙ্কিং ব্যবস্থায় তুলে ধরেছে। টেমপ্লেট:ICC Women's Rankings
বিশ্বকাপ রেকর্ড | ||||||
---|---|---|---|---|---|---|
সাল ও স্বাগতিক | খেলা | জয় | পরাজয় | টাই | ফলাফল হয়নি | অবস্থান |
১৯৭৩ ![]() |
খেলা হয়নি | |||||
১৯৭৮ ![]() |
৩ | ০ | ৩ | ০ | ০ | ৪র্থ[১৩] |
১৯৮২ ![]() |
১২ | ৪ | ৮ | ০ | ০ | ৪র্থ[১৪] |
১৯৮৮ ![]() |
খেলা হয়নি | |||||
১৯৯৩ ![]() |
৭ | ৪ | ৩ | ০ | ০ | ৪র্থ[১৫] |
১৯৯৭ ![]() |
৫ | ৩ | ১ | ১ | ০ | |
২০০০ ![]() |
৮ | ৫ | ৩ | ০ | ০ | সেমি-ফাইনালিস্ট[১৬] |
২০০৫ ![]() |
৮ | ৫ | ২ | ০ | ১ | রানার্স-আপ |
২০০৯ ![]() |
৭ | ৫ | ২ | ০ | ০ | ৩য় স্থান[১৭][১৮] |
২০১৩ ![]() |
৪ | ২ | ২ | ০ | ০ | ৭ম স্থান[১৯] |
২০১৭ ![]() |
৯ | ৬ | ৩ | ০ | ০ | রানার্স-আপ |
সর্বমোট | ৫৪ | ২৮ | ২৪ | ১ | ১ |
বিশ্ব টুয়েন্টি২০ রেকর্ড | |||||||
---|---|---|---|---|---|---|---|
সাল | খেলা | জয় | পরাজয় | টাই | ফলাফল হয়নি | অবস্থান | পরাজয় বিপক্ষ |
২০০৯ | ৪ | ২ | ২ | ০ | ০ | সেমি-ফাইনালিস্ট | ইংল্যান্ড, নিউজিল্যান্ড |
২০১০ | ৪ | ২ | ২ | ০ | ০ | সেমি-ফাইনালিস্ট | অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড |
২০১২ | ৩ | ০ | ৩ | ০ | ০ | গ্রুপ পর্ব[২০] | অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান |
২০১৪ | ৫ | ৩ | ২ | ০ | ০ | ষষ্ঠ | ইংল্যান্ড, শ্রীলঙ্কা |
২০১৬ | ৪ | ১ | ৩ | ০ | ০ | গ্রুপ পর্ব | ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, পাকিস্তান |
২০১৮ | ৫ | ৪ | ১ | ০ | ০ | সেমি-ফাইনালিস্ট | ইংল্যান্ড |
২০২০ | ৬ | ৪ | ১ | ০ | ১ | ফাইনালিস্ট | ![]() |
সর্বমোট | ৩২ | ১৬ | ১৫ | ০ | ১ | সেমি-ফাইনালিস্ট (৩ বার), ফাইনালিস্ট (১ বার) |
সাল | খেলা | জয় | পরাজয় | টাই | ফলাফল হয়নি | অবস্থান |
---|---|---|---|---|---|---|
২০০৪ | ৫ | ৫ | ০ | ০ | ০ | চ্যাম্পিয়ন[২১] |
২০০৫ | ৫ | ৫ | ০ | ০ | ০ | চ্যাম্পিয়ন[২২] |
২০০৬ | ৫ | ৫ | ০ | ০ | ০ | চ্যাম্পিয়ন[২৩] |
২০০৮ | ৫ | ৫ | ০ | ০ | ০ | চ্যাম্পিয়ন[২৪] |
সর্বমোট | ২০ | ২০ | ০ | ০ | ০ | চ্যাম্পিয়ন (৪বার)[২৫] |
সাল | খেলা | জয় | পরাজয় | টাই | ফলাফল হয়নি | অবস্থান |
---|---|---|---|---|---|---|
২০১২ | ৪ | ৪ | ০ | ০ | ০ | চ্যাম্পিয়ন[২৬] |
অন্যান্য দলের বিপক্ষে টেস্ট রেকর্ড[১]
বনাম টেস্টভূক্ত দেশ | ||||||
প্রতিপক্ষ | খেলা | জয় | পরাজয় | টাই | ড্র | জয়/পরাজয়ের অনুপাত |
---|---|---|---|---|---|---|
বনাম ![]() |
৯ | ০ | ৪ | ০ | ৫ | ০.০০ |
বনাম ![]() |
১৪ | ৩ | ১ | ০ | ১০ | ২.০০ |
বনাম ![]() |
৬ | ০ | ০ | ০ | ৬ | ০.০০ |
বনাম ![]() |
২ | ২ | ০ | ০ | ০ | - |
বনাম ![]() |
৬ | ১ | ১ | ০ | ৪ | ১.০০ |
সর্বমোট | ৩৬ | ৫ | ৬ | ০ | ২৫ |
|coauthors=
উপেক্ষা করা হয়েছে (|author=
ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য)