শুরুর দিকে যে সকল স্বনামধন্য ব্যক্তি এই সংগঠনের সাথে যুক্ত ছিলেন তারা নমস্য।
অনুগ্রহ করে এই নিবন্ধ বা অনুচ্ছেদটি সম্প্রসারণ করে এর উন্নতিতে সহায়তা করুন। অতিরিক্ত তথ্যের জন্য আলাপ পাতা দেখতে পারেন।
|
গঠিত | ২৫ মে ১৯৪৩Bombay, Bombay Presidency, British Raj | ,
---|---|
ধরন | Cultural Organization |
President | Ranbir Sinh |
General Secretary | Rakesh |
সম্পৃক্ত সংগঠন | Communist Party of India |
ওয়েবসাইট | ipta |
ভারতীয় গণনাট্য সংঘ (ইংরেজি: Indian People's Theatre Association বা IPTA), হল বামপন্থী দলগুলোর নেতৃত্বে পরিচালিত থিয়েটার-শিল্পীদের সংগঠন। এটির লক্ষ্য ছিল ভারতের জনসাধারণের মধ্যে বামপন্থী মতাদর্শ প্রচার এবং তাদের সাংস্কৃতিক জাগরণ ঘটান।[১] এটি ছিল ভারতের কমিউনিস্ট পার্টির সাংস্কৃতিক শাখা।[২]
শুরুর দিকের এই সংগঠনের কয়েকজন সদস্য হলেন পৃথ্বীরাজ কাপুর, বিজন ভট্টাচার্য, ঋত্বিক ঘটক, উৎপল দত্ত, খাজা আহমেদ আব্বাস, সলিল চৌধুরী, পণ্ডিত রবি শংকর, জ্যোতিরিন্দ্র মৈত্র, শেখর চট্টোপাধ্যায়,নিরঞ্জন সিং মান, এস. টেরা সিং চান, জগদীশ ফরিয়াদি, খলিল ফরিয়াদি, রাজেন্দ্র রঘুবংশী সফদার মীর প্রমুখ। আদর্শগতভাবে এই সংগঠনটি বাম আন্দোলন এবং ভারতের কমিউনিস্ট পার্টির তৎকালীন সাধারণ সম্পাদক, পূরণচাঁদ জোশী এবং প্রগতিশীল লেখক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির-এর অনুপ্রেরণায় গঠিত হয়েছিল।