ভারতীয় জনতা যুব মোর্চা | |
---|---|
সভাপতি | তেজস্বী সূর্য |
প্রতিষ্ঠা | ১৯৭৮ |
সদর দপ্তর | ৬-এ, দ্বীন দয়াল উপাধ্যায় মার্জ, মাতা সুন্দরী রেলওয়ে কলোনী, মান্দি হাউস, নয়াদিল্লি ১১০০০২ |
ভাবাদর্শ | |
মাতৃ সংগঠন | ভারতীয় জনতা পার্টি |
ওয়েবসাইট | bjym |
ভারতীয় জনতা যুব মোর্চা হল ভারতীয় জনতা পার্টির যুব শাখা।।
বিজেওয়াইমের সাংগঠনিক কাঠামো বিজেপির মতো । বিজেওয়াইএমের সর্বোচ্চ কর্তৃপক্ষ হলেন জাতীয় সভাপতি। পুনম মহাজন ২০১৬ সাল থেকে বিজেওয়াইমের সভাপতি হিসেবে আছে।[১][১][২] অতীতে কালরাজ মিশ্র, প্রমোদ মহাজন, রাজনাথ সিং, জগৎ প্রকাশ নদ্দা, উমা ভারতী, শিবরাজ সিং চৌহান, ধর্মেন্দ্র প্রধান এবং অনুরাগ ঠাকুরের মত অনেক নেতা এই সংগঠনের জাতীয় সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন।[৩]
বিজেওয়াইএমের জাতীয় সংগঠন বিজেওয়াইএম সভাপতি, উপ সভাপতি, সাধারণ সম্পাদক, সচিব, সামাজিক মিডিয়া এবং আইটি ইনচার্জ এবং জাতীয় কার্য নির্বাহক সদস্য দ্বারা গঠিত।[৪]
খেলো ভারত[৫]
সহস্রাব্দ[৬]
বিজয় লক্ষী ২০১৯[৭]
বছর | নাম |
---|---|
১৯৭৮-১৯৮০ | কালরাজ মিশ্র |
১৯৮০-১৯৮৬ | সত্য দেও সিং |
১৯৮৬-১৯৮৮ | প্রমোদ মহাজন |
১৯৮৮-১৯৯০ | রাজনাথ সিং |
১৯৯০-১৯৯৪ | জগত প্রকাশ নদ্দা |
১৯৯৪-১৯৯৭ | উমা ভারতী |
১৯৯৭-২০০০ | রমাশীষ রায় |
২০০০-২০০২ | শিবরাজ সিং চৌহান |
২০০২-২০০৫ | জি. কিশান রেড্ডি |
২০০৫-২০০৭ | ধর্মেন্দ্র প্রধান |
২০০৭-২০১০ | অমিত ঠাকর অমিত ঠাকর |
২০১০-২০১৬ | অনুরাগ ঠাকুর |
২০১৬-২০১৯ | পুনম মহাজন |
২০১৯-বর্তমান | তেজস্বী সূর্য |
সভাপতি |
|
---|---|
বর্তমান সহ-সভাপতি | |
অন্যান্য বিশিষ্ট নেতা | |
প্রধানমন্ত্রী | |
বর্তমান প্রধানমন্ত্রী | |
মুখপাত্র | |
সাধারণ সম্পাদক | |
মোর্চা | |
সম্পর্কিত সংগঠন | |
অন্যান্য |