বিষয়বস্তু | |
পূর্বনাম | ইন্ডিয়ান সিভিল সার্ভিস (আইসিএস) |
---|---|
প্রতিষ্ঠা | আইসিএস: ১৮৫৮ আইএএস: ২৬ জানুয়ারি ১৯৫০ |
দেশ | ভারত |
স্টাফ কলেজ | লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমি অব অ্যাডমিনিস্ট্রেশন, মুসৌরি, উত্তরাখণ্ড |
ক্যাডার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ | ডিপার্টমেন্ট অব পার্সোনেল অ্যান্ড ট্রেনিং |
দায়ী মন্ত্রী | ভারতের প্রধানমন্ত্রী ও মিনিস্টার অব পার্সোনেল, পাবলিক গ্রিভেন্সেস অ্যান্ড পেনশনস |
আইনি ব্যক্তিত্ব | সরকারি; সিভিল সার্ভিস |
ক্যাডার বাহিনী | ৪,৯২৬ জন সদস্য (ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন দ্বারা ৩,৫১১ জন আধিকারিক সরাসরি নিযুক্ত এবং ১,৪১৫ জন আধিকারিক রাজ্য সিভিল সার্ভিস দ্বারা উন্নীত)[১][২] |
মনোনয়ন | সিভিল সার্ভিস পরীক্ষা |
সংগঠন | আইএএস (সেন্ট্রাল) অ্যাসোসিয়েশন |
সিভিল সার্ভিসের প্রধান | |
ভারতের ক্যাবিনেট সেক্রেটারি | রাজীব গৌবা, আইএএস |
ভারতীয় প্রশাসনিক সেবা[ক] বা আইএএস[খ] হচ্ছে ভারত সরকারের অখিল ভারতীয় সেবার প্রশাসনিক শাখা।[৩] অখিল ভারতীয় সেবার অপর দুই শাখা হচ্ছে ভারতীয় পুলিশ সেবা (আইপিএস) ও ভারতীয় বন সেবা (আইএফএস)। এইসব সংস্থার সদস্যগণ ভারত সরকার সহ বিভিন্ন রাজ্যদের পরিষেবা প্রদান করে। আইএএস আধিকারিকদের কনস্টিটিউশনাল বডি, স্টাফ অ্যান্ড লাইন এজেন্সি, অক্সিলিয়ারি বডি, পাবলিক সেক্টর আন্ডারটেকিং (পিএসইউ), নিয়ন্ত্রণ সংস্থা ইত্যাদি সরকারি সংস্থায় নিয়োগ করা হয়।
<ref>
ট্যাগ বৈধ নয়; :3
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নিএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |