ভারতীয় রাজ্য ফুটবল লিগসমূহ

ভারতীয় রাজ্য লিগ
সংগঠকরাজ্য ফুটবল অ্যাসোসিয়েশন
দেশভারত
কনফেডারেশনএএফসি
লিগের স্তর৫–১০ (পুরুষ)
৩ (মহিলা)
উন্নীতআই-লিগ ৩ (পুরুষ)
আইডব্লিউএল ২য় ডিভিশন (মহিলা)
অবনমিতবিভিন্ন
ওয়েবসাইটwww.the-aiff.com
২০২২–২৩

ভারতীয় রাজ্য ফুটবল লিগসমূহ হল ভারতীয় ফুটবল লিগ পদ্ধতিতে পঞ্চম থেকে নিম্নতম স্তর এবং রাজ্য অ্যাসোসিয়েশন কর্তৃক নিয়ন্ত্রিত ফুটবল লিগসমূহ। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এর সদস্য ৩৬টি রাজ্য অ্যাসোসিয়েশনের সাহায্যে এগুলি চালিত হয়।[]

বিভিন্ন রাজ্য অ্যাসোসিয়েশন তাদের নিজেদের মতো আন্তঃলিগ উত্তরণ ও অবনমন নিয়ন্ত্রণ করে থাকে। সর্বোচ্চ লিগ থেকে জাতীয় ফুটবলের চতুর্থ স্তর আই-লিগ ৩-তে উত্তীর্ণ হওয়া যায়। পূর্বে সরাসরি আই-লিগ ২-তে উত্তীর্ণ হওয়া যেত। সর্বোচ্চ ডিভিশন ইন্ডিয়ান সুপার লিগআই-লিগ ক্লাবগুলিও তাদের নিজেদের রাজ্যের লিগে অংশ নিতে পারে। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই তারা নিজেদের রিজার্ভ দল বা যুব দল মাঠে নামায়।[][] মহিলাদের ক্ষেত্রেও ফেডারেশন একই পদ্ধতি অবলম্বন করে।

উত্তর-পূর্ব ভারত

[সম্পাদনা]
রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল সর্বোচ্চ লিগ
পুরুষ মহিলা
অরুণাচল প্রদেশ
ইন্দ্রজিৎ নামছুম অরুণাচল লিগ অরুণাচল মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ
অসম
অসম রাজ্য প্রিমিয়ার লিগ
মণিপুর
মণিপুর রাজ্য লিগ মণিপুর মহিলা লিগ
মেঘালয়
শিলং প্রিমিয়ার লিগ / মেঘালয় রাজ্য লিগ এসএসএ মহিলা ফুটবল লিগ
মিজোরাম
মিজোরাম প্রিমিয়ার লিগ মিজোরাম মহিলা লিগ
নাগাল্যান্ড
নাগাল্যান্ড প্রিমিয়ার লিগ
ত্রিপুরা
চন্দ্র মেমোরিয়াল লিগ

পূর্ব ভারত

[সম্পাদনা]
রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল সর্বোচ্চ লিগ
পুরুষ মহিলা
বিহার
বিহার সকার লিগ বিহার রাজ্য মহিলা লিগ
ছত্তিশগড়
ছত্তিশগড় রাজ্য পুরুষ ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপ ছত্তিশগড় রাজ্য মহিলা ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপ
ঝাড়খণ্ড
জেএসএ লিগ[]
ওড়িশা
এফএও লিগ ওড়িশা মহিলা লিগ
সিকিম
সিকিম প্রিমিয়ার ডিভিশন লিগ
পশ্চিমবঙ্গ
কলকাতা ফুটবল লিগ কলকাতা মহিলা ফুটবল লিগ

পশ্চিম ভারত

[সম্পাদনা]
রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল সর্বোচ্চ লিগ
পুরুষ মহিলা
দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ (কে.অ.)
দাদরা ও নগর হাভেলি সিনিয়র ডিভিশন লিগ
দমন ও দিউ সিনিয়র ডিভিশন লিগ
গোয়া
গোয়া ফুটবল লিগ গোয়া মহিলা লিগ
গুজরাট
গুজরাট এসএফএ ক্লাব চ্যাম্পিয়নশিপ গুজরাট রাজ্য মহিলা লিগ
মধ্যপ্রদেশ
মধ্যপ্রদেশ প্রিমিয়ার লিগ মধ্যপ্রদেশ মহিলা প্রিমিয়ার লিগ
মহারাষ্ট্র
মুম্বই ফুটবল লিগ ডব্লিউআইএফএ মহিলা ফুটবল লিগ
রাজস্থান
আর-লিগ এ ডিভিশন

উত্তর ভারত

[সম্পাদনা]
রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল সর্বোচ্চ লিগ
পুরুষ মহিলা
চণ্ডীগড় (কে.অ.)
দিল্লি
দিল্লি প্রিমিয়ার লিগ এফডি মহিলা প্রিমিয়ার লিগ
হরিয়ানা
হিমাচল প্রদেশ
হিমাচল ফুটবল লিগ হিমাচল মহিলা লিগ
জম্মু-কাশ্মীর (কে.অ.)
জম্মু ও কাশ্মীর প্রিমিয়ার ফুটবল লিগ
পাঞ্জাব
পাঞ্জাব রাজ্য সুপার ফুটবল লিগ পাঞ্জাব মহিলা লিগ
উত্তরাখণ্ড
উত্তরাখণ্ড সুপার লিগ
উত্তরপ্রদেশ
লখনউ সুপার ডিভিশন

দক্ষিণ ভারত

[সম্পাদনা]
রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল সর্বোচ্চ লিগ
পুরুষ মহিলা
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (কে.অ.)
অন্ধ্রপ্রদেশ
কর্ণাটক
ব্যাঙ্গালোর সুপার ডিভিশন কর্ণাটক মহিলা লিগ
কেরালা
কেরালা প্রিমিয়ার লিগ / কেরালা সুপার লিগ কেরালা মহিলা লিগ
লাক্ষাদ্বীপ (কে.অ.)
কাভারাত্তি লিগ[]
পুদুচেরি (কে.অ.)
পুদুচেরি পুরুষ লিগ চ্যাম্পিয়নশিপ পুদুচেরি মহিলা লিগ
তামিলনাড়ু
চেন্নাই ফুটবল লিগ তামিলনাড়ু মহিলা লিগ
তেলেঙ্গানা
হায়দ্রাবাদ ফুটবল লিগ / এ ডিভিশন রহিম লিগ

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "State Associations"All India Football Federation। ২০১৭-১০-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৭-১০ 
  2. "State & City Leagues"The Away End। ৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২২ 
  3. "Women's Football India"The Away End। ৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২২ 
  4. "JSA League 'A' Division 2022 Fixtures Announced"Jamshedpur Football Club (ইংরেজি ভাষায়)। ২০২২-০৬-০৮। ২০২২-০৬-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৬-১০ 
  5. Menon, Sandeep (২৪ জানুয়ারি ২০২৩)। "From the Dweeps with a Lakshya"Deccan herald। ২৪ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২৩