স্থাপিত | ১৯৩৫ |
---|---|
বাজেট | ৭,১১,০০০,০০০ টাকা (২০১২)[১] |
গবেষণার ক্ষেত্র | জীববিদ্যা, রসায়ন |
অনুষদ | ৬৬[১] |
ছাত্র | ৪২৭[১] |
অবস্থান | কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত |
ক্যাম্পাস | একাধিক শিক্ষাপ্রাঙ্গন |
অন্তর্ভুক্তি | কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, অ্যাকাডেমি অফ সায়েন্টিফিক অ্যান্ড ইনোভেটিভ রিসার্চ |
কর্মরত সংস্থা | বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ |
ওয়েবসাইট | www |
ভারতীয় রাসায়নিক জীববিজ্ঞান সংস্থা (ইংরেজি: Indian Institute of Chemical Biology, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি; সংক্ষেপে IICB, আইআইসিবি) হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় অবস্থিত একটি বায়োমেডিক্যাল গবেষণা কেন্দ্র।[২] ১৯৩৫ সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ এক্সপেরিমেন্টাল মেডিসিন (আইআইইএম) নামে এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। ১৯৫৬ সালে এই সংস্থাটি কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের (সিএসআরআই) অন্তর্ভুক্ত হয়। ১৯৮২ সালে সংস্থাটির নাম পরিবর্তন করে ‘ভারতীয় রাসায়নিক জীববিজ্ঞান সংস্থা’ বা ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি’ রাখা হয়।
এই সংস্থায় বিভিন্ন রোগের রোগনির্ণয় ও রোগনিরাময়-সংক্রান্ত সমাধান আবিষ্কৃত হয়েছে।[৩][৪]
আইআইসিবি হল ভারত সরকারের সিএসআইআর-এর অধীনস্থ একটি মাল্টিডিসিপ্লিনারি গবেষণা ল্যাবরেটরি। এটির ছ’টি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ রয়েছে: