| |||
প্রধান কার্যালয় | মুম্বই, মহারাষ্ট্র, ভারত | ||
---|---|---|---|
স্থানাঙ্ক | ১৮°৫৫′৫৮″ উত্তর ৭২°৫০′১৩″ পূর্ব / ১৮.৯৩২৭৮° উত্তর ৭২.৮৩৬৯৪° পূর্ব | ||
প্রতিষ্ঠিত | ১ এপ্রিল, ১৯৩৫ | ||
গভর্নর | শক্তিকান্ত দাস | ||
এর কেন্দ্রীয় ব্যাংক | ভারত | ||
মুদ্রা | ভারতীয় টাকা প্রতীক: INR (আইএসও ৪২১৭) | ||
সঞ্চয় | ₹৫০,৪৯,৪০০ কোটি (ইউএস$ ৬১৭.২ বিলিয়ন)[১][২] | ||
ঋণের হার | ৪.০০% | ||
আমানতের হার | ৩.৩৫% | ||
ওয়েবসাইট | সরকারি ওয়েবসাইট | ||
আরবিআই ভারতের সর্বোচ্চ ব্যাঙ্কিং সংস্থা |
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) ভারতের কেন্দ্রীয় ব্যাংক। এই ব্যাঙ্ক টাকার আর্থিক নীতি এবং দেশের ৬১৬.৩২ বিলিয়ন মার্কিন ডলার (২০২৪) মুদ্রা মজুত নিয়ন্ত্রণ করে। ১৯৩৪ সালের ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আইন বলে ১৯৩৫ সালের ১ এপ্রিল এই ব্যাঙ্ক স্থাপিত হয়েছিল।[৩] সরকারের উন্নয়ন নীতির ক্ষেত্রেও ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রথম বিশ্বযুদ্ধের পর অর্থনৈতিক সমস্যার মোকাবিলায় ১৯৩৫ সালে কেন্দ্রীয় ব্যাঙ্ক স্থাপিত হয়।[৪] ভারতীয় কেন্দ্রীয় ব্যাঙ্ক স্থাপিত হয়েছিল হিলটন ইয়াং কমিশনের সুপারিশ ক্রমে। ১৯২৬ সালে উক্ত কমিশন রিপোর্ট জমা দিলেও, ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হতে আরও নয় বছর সময় লাগে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রস্তাবনায় (Preamble) ব্যাঙ্কনোট প্রচলন নিয়ন্ত্রণ, ভারতের আর্থিক স্থিতাবস্থায় বজায় রাখার স্বার্থে মজুত অর্থ রক্ষা এবং দেশের স্বার্থে মুদ্রা ও ঋণব্যবস্থা নিয়ন্ত্রণে রিজার্ভ ব্যাঙ্কের প্রধান কাজ বলে উল্লেখ করা হয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের কেন্দ্রীয় কার্যালয় প্রথমে বাংলার কলকাতায় স্থাপন করা হলেও ১৯৩৭ সালে তা স্থায়ীভাবে বোম্বাইতে (অধুনা মুম্বই) স্থানান্তরিত করা হয়। ব্রহ্মদেশে জাপানি আগ্রাসনের পূর্বে এবং পরে ১৯৪৭ সালের এপ্রিল মাস পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্ক ব্রহ্মদেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক হিসেবেও কাজ করেছে। উল্লেখ্য, ১৯৩৭ সালেই ব্রহ্মদেশকে ভারত থেকে বিচ্ছিন্ন করা হয়। ১৯৪৮ সালের জুন মাসে স্টেট ব্যাংক অফ পাকিস্তান কার্যকরী হওয়ার আগে পর্যন্ত ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাঙ্কের কাজও করেছে। শেয়ারহোল্ডারের ব্যাঙ্ক হিসেবে প্রতিষ্ঠিত হলেও ১৯৪৯ সালে রাষ্ট্রায়ত্ত্বকরণের পর ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কর্তৃত্ব সম্পূর্ণতই ভারত সরকারের হাতে চলে যায়।[৫]
IFSC কোড জানতে সংস্থার ওয়েবসাইট রয়েছে : অবস্থা