ভারতের রিপাবলিকান পার্টি (কাম্বলে) হল ভারতের একটি রাজনৈতিক দল, যা ভারতের পুরানো আম্বেদকরবাদী রিপাবলিকান পার্টির একটি বিভক্ত দল। দলের নেতা বিসি কাম্বলে।[১][২] দলিতদের মধ্যে এর উপস্থিতি মহারাষ্ট্রে সীমাবদ্ধ।
২০০৯ সালে প্রকাশ আম্বেদকরের ভরিপা বহুজন মহাসংঘ ব্যতীত আরপিআই-এর সমস্ত উপদল আবার একত্রিত হয়ে একটি সংযুক্ত ভারতের রিপাবলিকান পার্টি গঠন করে।