ভারতীয় সংখ্যা পদ্ধতি ভারতসহ বাংলাদেশ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কায় ব্যবহৃত হয়। এটা বৈদিক সংখ্যা পদ্ধতির অনুকরণে চলে যাতে ৯,৯৯৯ এর থেকে বড় সংখ্যাকে দুই-তিন অঙ্কের অংশে ভাগ করা হয় যা বহির্বিশ্বে প্রচলিত শুধুমাত্র তিন অঙ্কের অংশ থেকে আলাদা।
আরবি এবং ভারতীয় সংখ্যা পদ্ধতিকে নিচের মত করে সম্পর্কিত করা যায় :
১ লক্ষ/লাখ (১,০০,০০০) = ১০০ হাজার (১০০,০০০)
১ কোটি/ক্রোর (১,০০,০০,০০০) = ১০ মিলিয়ন (১০,০০০,০০০)
বাংলা | ভারতীয় পদ্ধতিতে সংখ্যা |
১০ এর ঘাত |
---|---|---|
এক | ১ | ১০০ |
দশ | ১০ | ১০১ |
একশত | ১০০ | ১০২ |
হাজার | ১,০০০ | ১০৩ |
দশ হাজার/অযুত | ১০,০০০ | ১০৪ |
লক্ষ | ১,০০,০০০ | ১০৫ |
নিযুত | ১০,০০,০০০ | ১০৬ |
কোটি | ১,০০,০০,০০০ | ১০৭ |
দশ কোটি | ১০,০০,০০,০০০ | ১০৮ |
একশ কোটি | ১,০০,০০,০০,০০০ | ১০৯ |
১০,০০,০০,০০,০০০ | ১০১০ | |
খরব/এক খরব | ১,০০,০০,০০,০০,০০০ | ১০১১ |
দশ খরব | ১০,০০,০০,০০,০০,০০০ | ১০১২ |
নীল/এক নীল | ১,০০,০০,০০,০০,০০,০০০ | ১০১৩ |
দশ নীল/এক কোটি কোটি |
১০,০০,০০,০০,০০,০০,০০০ | ১০১৪ |
১,০০,০০,০০,০০,০০,০০,০০০ | ১০১৫ | |
১০,০০,০০,০০,০০,০০,০০,০০০ | ১০১৬ | |
১,০০,০০,০০,০০,০০,০০,০০,০০০ | ১০১৭ | |
১০,০০,০০,০০,০০,০০,০০,০০,০০০ | ১০১৮ |