ভারতে উইকিপিডিয়া বা ভারতে উইকিমিডিয়া বলতে সমস্ত উইকিপিডিয়া এবং উইকিমিডিয়া প্রকল্পগুলিকে বোঝায় যেগুলি সম্পর্কে ভারতের লোকদের বিশেষ আগ্রহ রয়েছে বা যেখানে ভারত সম্পর্কিত বিষয়বস্তু রয়েছে।
হিন্দি ও ইংরেজি ভাষার সংস্করণ ভারতে সবচেয়ে জনপ্রিয়।[১]
ভারতীয় উইকিমিডিয়া অধ্যায় ২০১৮ সালের আগস্টে সাঁওতালি ভাষার উইকিপিডিয়া প্রতিষ্ঠার জন্য উইকিমিডিয়া সম্প্রদায়কে সংগঠিত করে।[২] এটি উপজাতীয় ভাষা বিশ্বকোষে সংযুক্ত করার প্রচেষ্টার একটি অংশ ছিল।[২]
গুগল উইকিপিডিয়া ও উইকিমিডিয়া সম্প্রদায়ের স্বেচ্ছাসেবকদের সর্বাধিক ঘন ঘন গুগল অনুসন্ধান উপর ভিত্তি করে সংশ্লিষ্ট বিষয়গুলির উপর নিবন্ধ লেখার পরামর্শ দেয়।[৩]
২০১৯ সালের সেপ্টেম্বরে ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক বিজ্ঞানের উপর হিন্দি ভাষার উইকিপিডিয়ার নিবন্ধগুলো উন্নয়নের জন্য একটি অভিপ্রায় প্রকাশ করেছিল।[৪]
স্বাস্থ্য বিশেষজ্ঞরা স্থানীয় ভাষায় ভ্যাকসিন সম্পর্কে তথ্য শেয়ার করতে উইকিপিডিয়া সম্পাদকদের সাথে সহযোগিতা করেছেন।[৫]
বিভিন্ন ভাষার পাঠকদের বিভিন্ন রকমের আগ্রহ রয়েছে। উদাহরণস্বরূপ, ২০১৯ সালে মারাঠি উইকিপিডিয়াতে শিবাজী ছিল সবচেয়ে জনপ্রিয় নিবন্ধ,[৬] একই সময়ে পাঞ্জাবি ভাষায় গুরু গ্রন্থ সাহিব[৬] এবং ভোজপুরিতে যোনি সবচেয়ে জনপ্রিয় নিবন্ধ ছিল।[৭] উইকিপিডিয়ার নিবন্ধগুলো কখনও কখনও রাজনৈতিক বিতর্কের লক্ষ্যবস্তু হয়।[৮] যে নিবন্ধগুলি নিয়ে আলোচনা এবং বিতর্ক হয়েছে তার মধ্যে রয়েছে, ২০২০ দিল্লি দাঙ্গা এবং জয় শ্রীরাম।[৮]
উইকি কনফারেন্স ইন্ডিয়া হল একটি উইকিপিডিয়া কনফারেন্স যা ভারতে প্রথম ২০১১ সালে আয়োজিত হয়েছিল।[৯]
২০০৪ সালে ভারতের উইকিমিডিয়া সম্পাদকরা একটি আঞ্চলিক সংস্থা উইকিমিডিয়া ইন্ডিয়ার পরিকল্পনা শুরু করেন।[১০] আয়োজকরা ২০০৭ সালে উপ-আইনের খসড়া তৈরি করেছিল এবং ২০০৮ সালে সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড সোসাইটির সহায়তায় সভা আহ্বান করেছিল।[১০] সংস্থাটি ২০০৯ সালের জুলাইয়ে ২৯তম উইকিমিডিয়া অধ্যায় হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।[১০]
সংগ্রাম কেশরী সেনাপতি নামে একজন ম্যাগাজিন সম্পাদক ওডিয়া উইকিপিডিয়ার উন্নয়নের জন্য প্রশংসিত হয়েছেন।[১১][১২]
উইকিপিডিয়া ইন এডুকেশন প্রোগ্রাম (ডাব্লুইপি) ২০১৩ সালে ভারতের বিভিন্ন কলেজে শুরু হয়।[১৩] ২০১১ সালে, পুনের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা উইকিপিডিয়ার একটি শিক্ষা প্রকল্পে অংশগ্রহণের জন্য স্বীকৃত হয়েছিল।[১৪][১৫] ২০২০ সালে, ডাব্লুইপি-তে অংশগ্রহণকারীরা তুলু ভাষায় বিষয়বস্তু তৈরি করছিলেন।[১৩]
২০২০ সালে, স্বেচ্ছাসেবী উইকিপিডিয়া সম্প্রদায় ভারতে বেশিরভাগ উইকি সম্প্রদায়ের কার্যকলাপে অর্থায়ন করে আসছে।[১৩]
কারাভালি উইকিমিডিয়া সম্প্রদায় বর্ণনা করেছে যে তারা ইংরেজি, কন্নড়, টুলু এবং কোঙ্কণী ভাষার উইকিপিডিয়ায় স্বাস্থ্য ও নারী সম্পর্কিত বিষয়গুলোতে সম্পাদনা করে।[১৬]
একতারা, ২০১৮ সালে উইকিমিডিয়া ফাউন্ডেশন কর্তৃক গণমাধ্যমে প্রচারিত হিন্দি ভাষার একটি বিজ্ঞাপন।[১৭]
গুগল ভারতীয় ভাষায় উইকিপিডিয়া বিষয়বস্তু বিকাশের জন্য প্রজেক্ট টাইগার প্রকল্পে স্পন্সর করেছে।[৩][১৮] গুগল ও উইকিমিডিয়া ফাউন্ডেশন ভারতীয় উইকিমিডিয়া সম্প্রদায়কে যথাক্রমে ক্রোমবুক ও ইন্টারনেট সংযোগের জন্য উপবৃত্তি প্রদান করেছিল।[৩]
উইকিমিডিয়া ফাউন্ডেশন ভারতীয় জনগণকে ফাউন্ডেশনে অনুদান প্রদানের জন্য তহবিল সংগ্রহের প্রচার চালায়।[১৯] একটি সংবাদে অনুদানের জন্য অনুরোধটিকে অদ্ভুতভাবে আবেগপ্রবণ বলে বর্ণনা করা হয়েছিল।[২০]
২০১১ সালে উইকিমিডিয়া ফাউন্ডেশন ভারতে একটি শাখা অফিস খোলে।[২১] অফিস স্থাপনের অন্যতম লক্ষ্য ছিল আঞ্চলিক তহবিলের সংগ্রহ বাড়ানো।[২২][২৩]
ভারত সরকার তথ্য প্রযুক্তি বিধিমালা, ২০২১ অনুযায়ী উইকিপিডিয়া সহ ওয়েবসাইটগুলো নিয়ন্ত্রণ করে।[২৪][২৫] যেহেতু ২০২০ সালে এই বিধিমালার খসড়া করা হয়েছিল, কিছু সংবাদমাধ্যম অনুমান করেছিল যে উইকিপিডিয়া সেই বিধিমালা মেনে চলছে না।[২৪]
↑"Sangram sets world record"। OrissaPost (English ভাষায়)। Bhadrak। ৩০ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২৩।উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (link)