ভারতের গভর্নর-জেনারেল

ভারতের ভাইসরয় এবং
গভর্নর জেনারেল
ব্রিটিশ রাজের সময় স্ট্যান্ডার্ড (১৮৫৮-১৯৪৭)
ভারত অধিরাজ্যের পতাকা (১৯৪৭-১৯৫০)
সম্বোধনরীতিHis Excellency
বাসভবন
নিয়োগকর্তা
গঠন২০ অক্টোবর ১৭৭৩ (ফোর্ট উইলিয়াম)
২২ এপ্রিল ১৮৩৪(ইষ্ট ইন্ডিয়া কোম্পানি)
প্রথমওয়ারেন হেস্টিংস (ফোর্ট উইলিয়াম)
লর্ড উইলিয়াম বেন্টিংক (ইষ্ট ইন্ডিয়া কোম্পানি)
সর্বশেষ
বিলুপ্ত২৬ জানুয়ারী ১৯৫০
এ দ্বারা প্রতিস্থাপনপাকিস্তানের গভর্নর জেনারেল (পাকিস্তান অধিরাজ্য (১৯৪৭))
গভর্নর জেনারেলের পতাকা (১৮৮৫ - ১৯৪৭)। একটি ইউনিয়ন ফ্ল্যাগের উপর ভারতের রাজকীয় মুকুটের পেছনে ভারতীয় তারকা শোভা পাচ্ছে।

ভারতের গভর্নর-জেনারেল (Governor general) (১৮৫৮ থেকে ১৯৪৯ পর্যন্ত ভারতের ভাইসরয় এবং গভর্নর-জেনারেল অথবা শুধু ভারতের ভাইসরয়) ছিলেন ভারতে ব্রিটিশ প্রশাসনের প্রধান। পরবর্তী কালে স্বাধীন ভারতের ব্রিটিশ রাজার প্রতিনিধি। ১৮৫৮ সালের সিপাহী বিদ্রোহের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিয়ন্ত্রনে থাকা যাবতিয় এলাকা এবং সম্পদ সরাসরি ব্রিটিশ রাজের অধিনে নিয়ে আসা হয়। ব্রিটিশ রাজার প্রতিনিধি হিসাবে গভর্ণর জেনারেল সমস্ত ব্রিটিশ প্রদেশগুলো শাসন করত। এদের মধ্যে ছিল পাঞ্জাব, বেঙ্গল, বোম্বে, মাদ্রাজ এবং সংযুক্ত প্রদেশ (আগ্রা ও জম্মু, কাশ্মীর)। এর পাশাপাশি অন্যান্য কিছু এলাকা ব্রিটিশদের অধিনে ছিল।[] যদিও সমগ্র ভারত সরাসরি ব্রিটিশ রাজের শাসনাধীন ছিল না। প্রায় একশতরও বেশি দেশীয় রাজ্য তখন ব্রিটিশ রাজের অধিকার স্বীকার করে নিয়ে তাদের নিজ নিজ রাজ্য শাসন করত। মুঘল সম্রাটদের উত্তরাধিকার হিসাবে তারা সরাসরি ব্রিটেনের রাজ সিংহাসনের বশ্যতা স্বীকার করে নিয়েছিল। ১৮৫৮ সালের পর গভর্নর জেনারেলকে রাজপ্রতিনিধি হিসাবে অতিরিক্ত দায়িত্ব দেয়া হলে এসকল দেশী রাজ্যগুলোর উপরও তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। তখন গভর্নর জেনারেলকে ভাইসরয় হিসাবে ডাকা হতো।

১৯৪৭ সালে ভারতপাকিস্তান নামে দুইটি দেশের জন্ম হলে ভাইসরয় উপাধির বিলোপ হয়। তবে গভর্নর জেনারেল পদটি ভারতে ১৯৫০ সাল পর্য়ন্ত ও পাকিস্তানে ১৯৫৬ সাল পর্য়ন্ত টিকে ছিল। যতদিন না পর্য়ন্ত উভয় রাষ্ট্র একটি প্রজাতন্ত্র হিসাবে আত্মপ্রকাশ করে।

১৮৫৬ সাল পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোর্ট অব ডাইরেক্টর্স গভর্নর জেনারেলকে নিয়োগ করত। এরপর ব্রিটিশ সরকারের ভারত বিষয়ক সচিব এ পদের নিয়োগ দিতেন। ১৯৪৭ সালের পর ভারত সরকারের পরামর্শক্রমে এই পদের নিয়োগ প্রদান করা হতো।

ইতিহাস

[সম্পাদনা]

ভারতীয় উপমহাদেশের অনেক অংশ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি (১৬০০ সালে প্রতিষ্ঠিত) দ্বারা পরিচালিত হয়েছিল, যা নামমাত্র মুঘল সম্রাটের এজেন্ট হিসাবে কাজ করেছিল। প্রারম্ভিক ব্রিটিশ প্রশাসকরা বেঙ্গল প্রেসিডেন্সির রাষ্ট্রপতি বা গভর্নর ছিলেন। ১৭৭৩ সালে, কোম্পানির দুর্নীতির দ্বারা অনুপ্রাণিত হয়ে, ব্রিটিশ সরকার ১৭৭৩-রেগুলেটিং আইন পাসের সাথে সাথে ভারতের শাসনের উপর আংশিক নিয়ন্ত্রণ গ্রহণ করে। বাংলার ফোর্ট উইলিয়ামের প্রেসিডেন্সির উপর শাসন করার জন্য একজন গভর্নর-জেনারেল এবং বাংলার সুপ্রিম কাউন্সিল নিযুক্ত করা হয়েছিল। এই আইনে প্রথম গভর্নর জেনারেল ও কাউন্সিলের নাম উল্লেখ করা হয়।

১৮৩৩ সালের চার্টার অ্যাক্ট গভর্নর-জেনারেল এবং ফোর্ট উইলিয়ামের কাউন্সিলকে গভর্নর-জেনারেল এবং কাউন্সিল অফ ইন্ডিয়ার সাথে প্রতিস্থাপন করে। গভর্নর-জেনারেল নির্বাচন করার ক্ষমতা কোর্ট অফ ডিরেক্টরস দ্বারা বজায় রাখা হয়েছিল, তবে পছন্দটি ইন্ডিয়া বোর্ডের মাধ্যমে সার্বভৌমের অনুমোদনের সাপেক্ষে হয়ে ওঠে।

১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের পরে, ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অঞ্চলগুলি সার্বভৌমত্বের সরাসরি নিয়ন্ত্রণে রাখা হয়েছিল। ভারত সরকার আইন ১৮৫৮ সার্বভৌমে গভর্নর জেনারেল নিয়োগের ক্ষমতা অর্পণ করে। গভর্নর-জেনারেল, পরিবর্তে, সার্বভৌমদের অনুমোদন সাপেক্ষে, ভারতের সমস্ত লেফটেন্যান্ট গভর্নর নিয়োগ করার ক্ষমতা ছিল।

১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান স্বাধীনতা অর্জন করে, কিন্তু রিপাবলিকান সংবিধান লেখা না হওয়া পর্যন্ত প্রতিটি জাতির উপর গভর্নর জেনারেল নিয়োগ অব্যাহত থাকে। বার্মার মাউন্টব্যাটেন স্বাধীনতার পর কিছু সময়ের জন্য ভারতের গভর্নর-জেনারেল ছিলেন, তবে এই দুই দেশের নেতৃত্বে ছিলেন স্থানীয় গভর্নর জেনারেল। ১৯৫০ সালে ভারত একটি ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্রে পরিণত হয়; ১৯৫৬ সালে পাকিস্তান একটি ইসলামী দেশ হয়ে ওঠে।


পতাকা এবং চিহ্ন

[সম্পাদনা]

প্রায় ১৮৮৫ সাল থেকে, ভারতের ভাইসরয়কে একটি ইউনিয়ন জ্যাক ওড়ানোর অনুমতি দেওয়া হয়েছিল, যার মধ্যে 'স্টার অফ ইন্ডিয়া' একটি ক্রাউন দ্বারা পরাভূত ছিল। এই পতাকাটি ভাইসরয়ের ব্যক্তিগত পতাকা ছিল না; এটি ভারতের গভর্নর, লেফটেন্যান্ট গভর্নর, চিফ কমিশনার এবং অন্যান্য ব্রিটিশ কর্মকর্তাদের দ্বারাও ব্যবহৃত হয়েছিল। সমুদ্রে থাকাকালীন, কেবল ভাইসরয় মূলমাস্ট থেকে পতাকাটি ওড়ান, অন্য কর্মকর্তারা এটি পূর্বমাস্ট থেকে উড়িয়ে নিয়ে যান।

১৯৪৭ থেকে ১৯৫০ সাল পর্যন্ত, ভারতের গভর্নর-জেনারেল রাজকীয় ক্রেস্ট (ক্রাউনের উপর দাঁড়িয়ে থাকা একটি সিংহ) সহ একটি গাঢ় নীল পতাকা ব্যবহার করেছিলেন, যার নীচে সোনার ম্যাজুস্কুলগুলিতে 'ভারত' শব্দটি ছিল। একই নকশা এখনও অন্যান্য অনেক কমনওয়েলথ রাজত্ব গভর্নর-জেনারেল দ্বারা ব্যবহৃত হয়। এই শেষ পতাকাটি ছিল শুধুমাত্র গভর্নর জেনারেলের ব্যক্তিগত পতাকা।

গভর্নর জেনারেলদের(বড়লাট) তালিকা

[সম্পাদনা]

বাংলার গভর্নর জেনারেল (রাজ্যপাল)

[সম্পাদনা]
এরপর গভর্নরের পদ গভর্নর জেনারেলের হাতে থাকে। ১৮৫৩ সালের চার্টার আইনানুসারে ১৮৫৪ সালে লেফটেন্যান্ট গভর্নর জেনারেল (উপরাজ্যপাল, ছোটলাট) পদ তৈরি হয়। ১৯১২ সালে দুই বঙ্গ একীভূতকরণ হওয়ার পর গভর্নর জেনারেল ও লেফটেন্যান্ট গভর্নর জেনারেল পদ পুনরায় প্রবর্তন করা হয়।যুক্তবঙ্গে লেফটেন্যান্ট গভর্নর জেনারেল একজন ছিলেন।
# নাম
(জন্ম–মৃত্যু)
প্রতিকৃতি দায়িত্ব গ্রহণ দায়িত্ব ত্যাগ দায়িত্বদাতা
বাংলার প্রেসিডেন্সীর গভর্নর, ১৭৭৪–১৮৩৩
ওয়ারেন হেস্টিংস
(১৭৩২-১৮১৮)
২০শে অক্টোবর, ১৭৭৪ ১লা ফেব্রুয়ারি, ১৭৮৫ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
স্যার জন ম্যাক্ফারসন, প্রথম ব্যারোনেট
(স্থায়ীভাবে)
(১৭৪৫-১৮২১)
১লা ফেব্রুয়ারি, ১৭৮৫ ১২ সেপ্টেম্বর, ১৭৮৬
চার্লস কর্নওয়ালিস, প্রথম মার্কুইস কর্নওয়ালিস[]
(১৭৩৮-১৮০৫)
১২ সেপ্টেম্বর, ১৭৮৬ ২৮শে অক্টোবর, ১৭৯৩
স্যার জন শোর, প্রথম ব্যারন টেইন্মাউথ
(১৭৫১-১৮৩৪)
২৮শে অক্টোবর, ১৭৯৩ ১৮ই মার্চ, ১৭৯৮
স্যার অ্যালুরেড ক্লার্ক
(ভারপ্রাপ্ত)
(১৭৪৪-১৮৩২)
১৮ই মার্চ, ১৭৯৮ ১৮ই মে, ১৭৯৮
রিচার্ড ওয়েলেস্লি, প্রথম মার্কুইস ওয়েলেস্লি []
(১৭৬০-১৮৪২)
১৮ই মে, ১৭৯৮ ৩০শে জুলাই, ১৮০৫
চার্লস কর্নওয়ালিস, প্রথম মার্কুইস কর্নওয়ালিস
(১৭৩৮-১৮০৫)
৩০শে জুলাই, ১৮০৫ ৫ই অক্টোবর, ১৮০৫
স্যার জর্জ বার্লো, প্রথম ব্যারোনেট
(ভারপ্রাপ্ত)
(১৭৬২-১৮৪৭)
১০ই অক্টোবর, ১৮০৫ ৩১শে জুলাই, ১৮০৭
গিল্বার্ট এলিয়ট-মারে-কাইনিনমাউণ্ড, প্রথম আর্ল অব মিন্টো
(১৭৫১-১৮১৪)
৩১শে জুলাই, ১৮০৭ ৪ঠা অক্টোবর, ১৮১৩
১০ ফ্রান্সিস রডন-হেস্টিংস, প্রথম মার্কুইস অব হেস্টিংস
(১৭৫৪-১৮২৬)

[]

৪ঠা অক্টোবর, ১৮১৩ ৯ই জানুয়ারী, ১৮২৩
১১ জন অ্যাডাম
(ভারপ্রাপ্ত)
(১৭৭৯-১৮২৫)
৯ই জানুয়ারী, ১৮২৩ ১লা আগস্ট, ১৮২৩
১২ উইলিয়াম আম্হার্স্ট, প্রথম আর্ল আম্হার্স্ট[]
(১৭৭৩-১৮৫৭)
১লা আগস্ট, ১৮২৩ ১৩ই মার্চ, ১৮২৮
১৩ উইলিয়াম বাটারওয়ার্থ বেলি
(ভারপ্রাপ্ত)
(১৭৮২-১৮৬০)
১৩ই মার্চ, ১৮২৮ ৪ঠা জুলাই, ১৮২৮
১৪ লর্ড উইলিয়াম বেন্টিংক
(১৭৭৪-১৮৩৯)
৪ঠা জুলাই, ১৮২৮ ১৮৩৩
ভারতের গভর্নর-জেনারেল, ১৮৩৩-১৮৫৮
লর্ড উইলিয়াম বেন্টিংক
(১৭৭৪-১৮৩৯)
১৮৩৩ ২০শে মার্চ, ১৮৩৫ ব্রিটিশ
ইস্ট ইন্ডিয়া
কোম্পানি
স্যার চার্লস মেট্কাফ, প্রথম ব্যারন মেট্কাফ
(ভারপ্রাপ্ত)
(১৭৮৫-১৮৪৬)
২০শে মার্চ, ১৮৩৫ ৪ঠা মার্চ, ১৮৩৬
জর্জ এডেন, প্রথম আর্ল অব অকল্যান্ড[]
(১৭৮৪-১৮৪৯)
৪ঠা মার্চ, ১৮৩৬ ২৮শে ফেব্রুয়ারি, ১৮৪২
এডওয়ার্ড ল, প্রথম আর্ল অব এলেন্বরা
(১৭৯০-১৮৭১)
২৮শে ফেব্রুয়ারি, ১৮৪২ জুন, ১৮৪৪
উইলিয়াম উইল্বার্ফোর্স বার্ড
(ভারপ্রাপ্ত)
(১৭৮৪-১৮৫৭)
জুন, ১৮৪৪ ২৩শে জুলাই, ১৮৪৪
হেন্রি হার্ডিঞ্জ, প্রথম ভাইকাউণ্ট হার্ডিঞ্জ[]
(১৭৮৫-১৮৫৬)
২৩শে জুলাই, ১৮৪৪ ১২ই জানুয়ারী, ১৮৪৮
জেমস ব্রাউন-রামসে, প্রথম মার্কুইস অব ডাল্হাউসি[]
(১৮১২-১৮৬০)
১২ই জানুয়ারী, ১৮৪৮ ২৮শে ফেব্রুয়ারি, ১৮৫৬
চার্লস ক্যানিং, প্রথম আর্ল ক্যানিং
(১৮১২-১৮৬২)
২৮শে ফেব্রুয়ারি, ১৮৫৬ ১লা নভেম্বর, ১৮৫৮
ভারতের গভর্নর-জেনারেল এবং ভাইসরয়, ১৮৫৮-১৯৪৭
চার্লস ক্যানিং, প্রথম আর্ল ক্যানিং[]
(১৮১২-১৮৬২)
১লা নভেম্বর, ১৮৫৮ ২১শে মার্চ, ১৮৬২ রাণী ভিক্টোরিয়া
জেমস ব্রুস, অষ্টম আর্ল অব এল্গিন
(১৮১১-১৮৬৩)
২১শে মার্চ, ১৮৬২ ২০শে নভেম্বর, ১৮৬৩
স্যার রবার্ট নেপিয়ার, প্রথম ব্যারন নেপিয়ার অব ম্যাগ্ডালা
(ভারপ্রাপ্ত)
(১৮১০-১৮৯০)
২১শে নভেম্বর, ১৮৬৩ ২রা ডিসেম্বর, ১৮৬৩
স্যার উইলিয়াম ডেনিসন
(ভারপ্রাপ্ত)
(১৮০৪-১৮৭১)
২রা ডিসেম্বর, ১৮৬৩ ১২ই জানুয়ারী, ১৮৬৪
স্যার জন লরেন্স, প্রথম ব্যারন লরেন্স
(১৮১১-১৮৭৯)
১২ই জানুয়ারী, ১৮৬৪ ১২ই জানুয়ারী, ১৮৬৯
রিচার্ড বুর্ক, ষষ্ঠ আর্ল অব মেয়ো
(১৮২২-১৮৭২)
১২ই জানুয়ারী, ১৮৬৯ ৮ই ফেব্রুয়ারি, ১৮৭২
স্যার জন স্ট্র্যাচি
(ভারপ্রাপ্ত)
(১৮২৩-১৯০৭)
৮ই ফেব্রুয়ারি, ১৮৭২ ২৩শে ফেব্রুয়ারি, ১৮৭২
ফ্রান্সিস নেপিয়ার, দশম লর্ড নেপিয়ার
(ভারপ্রাপ্ত)
(১৮১৯-১৮৯৮)
২৩শে ফেব্রুয়ারি, ১৮৭২ ৩রা মে, ১৮৭২
টমাস বেয়ারিং, প্রথম আর্ল অব নর্থব্রুক
(১৮২৬-১৯০৪)
৩রা মে, ১৮৭২ ১২ই এপ্রিল, ১৮৭৬
১০ রবার্ট বালওয়ার-লিটন, প্রথম আর্ল অব লিটন
(1831-1891)
১২ই এপ্রিল, ১৮৭৬ ৮ই জুন, ১৮৮০
১১ জর্জ রবিন্সন, প্রথম মার্কুইস অব রিপন
(১৮২৭-১৯০৯)
৮ই জুন, ১৮৮০ ১৩ই ডিসেম্বর, ১৮৮৪
১২ ফ্রেডারিক হ্যামিল্টন-টেম্পল-ব্ল্যাকউড, প্রথম মার্কুইস অব ডাফ্রিন ও আভা
(১৮২৬-১৯০২)
১৩ই ডিসেম্বর, ১৮৮৪ ১০ই ডিসেম্বর, ১৮৮৮
১৩ হেন্রি পেটি-ফিৎসমরিস, পঞ্চম মার্কুইস অব ল্যান্স্ডাউন
(১৮৪৫-১৯২৭)
১০ই ডিসেম্বর, ১৮৮৮ ১১ই অক্টোবর, ১৮৯৪
১৪ ভিক্টর ব্রুস, নবম আর্ল অব এল্গিন
(১৮৪৯-১৯১৭)
১১ই অক্টোবর, ১৮৯৪ ৬ই জানুয়ারী, ১৮৯৯
১৫ জর্জ ন্যাথানিয়েল কার্জন, প্রথম মার্কুইস কার্জন[১০]
(1859-1925)
৬ই জানুয়ারী, ১৮৯৯ ১৮ই নভেম্বর, ১৯০৫
১৬ গিল্বার্ট এলিয়ট-মারে-কাইনিনমাউণ্ড, চতুর্থ আর্ল অব মিন্টো
(১৮৪৫-১৯১৪)
১৮ই নভেম্বর, ১৯০৫ ২৩শে নভেম্বর, ১৯১০ Edward VII
১৭ চার্লস হার্ডিঞ্জ, প্রথম ব্যারন হার্ডিঞ্জ অব পেনশার্স্ট
(১৮৫৮-১৯৪৪)
২৩শে নভেম্বর, ১৯১০ ৪ঠা এপ্রিল, ১৯১৬ George V
১৮ ফ্রেডারিক থেসিজার, প্রথম ভাইকাউণ্ট চেমস্‌ফোর্ড
(১৮৬৮-১৯৩৩)
৪ঠা এপ্রিল, ১৯১৬ ২রা এপ্রিল, ১৯২১
১৯ রুফাস আইজাকস, প্রথম মার্কুইস অব রিডিং
(১৮৬০-১৯৩৫)
২রা এপ্রিল, ১৯২১ ৩রা এপ্রিল, ১৯২৬
২০ এডওয়ার্ড উড, প্রথম ব্যারন আরউইন, প্রথম আর্ল অব হ্যালিফ্যাক্স
(১৮৮১-১৯৫৯)
৩রা এপ্রিল, ১৯২৬ ১৮ই এপ্রিল, ১৯৩১
২১ ফ্রীম্যান ফ্রীম্যান-টমাস, প্রথম মার্কুইস অব উইলিংডন
(১৮৬৬-১৯৪১)
১৮ই এপ্রিল, ১৯৩১ ১৮ই এপ্রিল, ১৯৩৬
২২ ভিক্টর হোপ, দ্বিতীয় মার্কুইস অব লিন্‌লিথ্‌গো
(১৮৮৭-১৯৫২)
১৮ই এপ্রিল, ১৯৩৬ ১ লা অক্টোবর, ১৯৪৩ Edward VIII
২৩ আর্চিবল্ড ওয়াভেল, প্রথম আর্ল ওয়াভেল
(১৮৮৩-১৯৫০)
১ লা অক্টোবর, ১৯৪৩ ২১শে ফেব্রুয়ারি, ১৯৪৭ ষষ্ঠ জর্জ
২৪ লুই মাউন্টব্যাটেন, প্রথম আর্ল মাউন্টব্যাটেন
(১৯০০-১৯৭৯)
২১শে ফেব্রুয়ারি, ১৯৪৭ ১৫ই আগস্ট, ১৯৪৭
ভারত অধিরাজ্যের গভর্নর-জেনারেল, ১৯৪৭-১৯৫০
লুই মাউন্টব্যাটেন, প্রথম আর্ল মাউন্টব্যাটেন
(১৯০০-১৯৭৯)
১৫ই আগস্ট, ১৯৪৭ ২১শে জুন, ১৯৪৮ ষষ্ঠ জর্জ
চক্রবর্তী রাজাগোপালাচারী
(১৮৭৪-১৯৭২)
২১শে জুন, ১৯৪৮ ২৬শে জানুয়ারী, ১৯৫০

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. The term British India is mistakenly used to mean the same as the British Indian Empire, which included both the provinces and the Native States.
  2. ১৭৯২ সালে মার্কুইস কর্নওয়ালিস
  3. Created Marquess Wellesley in 1799.
  4. Created Marquess of Hastings in 1816
  5. Created Earl Amherst in 1826.
  6. Created Earl of Auckland in 1839.
  7. Created Viscount Hardinge in 1846.
  8. Created Marquess of Dalhousie in 1849.
  9. Created Earl Canning in 1859.
  10. The Lord Ampthill was ভারপ্রাপ্ত Governor-General in 1904

বহিঃসংযোগ

[সম্পাদনা]