ভারতের জনপরিসংখ্যান | |
---|---|
জনসংখ্যা | ১,২১০,১৯৩,৪২২ (২০১১ প্রাককলন) (২য়) |
বৃদ্ধিহার | ১.৪১% (২০০৯ প্রাককলন) (৯৩তম) |
জন্মহার | ২২.২২ জন্ম/১,০০০ জনে (২০০৯ প্রাককলন) |
মৃত্যুহার | ৬০.৪ মৃত্যু/১,০০০ জনে (২০০৯ প্রাককলন) |
গড় আয়ু | ৬৯.৮৯ বছর (২০০৯ প্রাককলন) |
• পুরুষ | ৬৭.৪৬ বছর (২০০৯ প্রাককলন) |
• মহিলা | ৭২.৬১ বছর (২০০৯ প্রাককলন) |
গর্ভহার | ২.৬৮ শিশুজন্ম/নারী (২০১০ প্রাককলন) (৮২তম) |
শিশুমৃত্যু হার | ৩০০.১৫ মৃত্যু/১,০০০ জন্মে (২০০৯ প্রাককলন) |
বয়স গঠন | |
০-১৪ বছর | ৩১.১% (পুরুষ ১৯০,০৭৫,৪২৬/মহিলা ১৭২,৭৯৯,৫৫৩) (২০০৯ প্রাককলন) |
১৫-৬৪ বছর | ৬৩.৬% (পুরুষ ৩৮১,৪৪৬,০৭৯/মহিলা ৩৫৯,৮০২,২০৯) (২০০৯ প্রাককলন) |
৬৫ বছর-তদুর্ধ্ব | 5.3% (পুরুষ ২৯,৩৬৪,৯২০/মহিলা ৩২,৫৯১,০৩০) (২০০৯ প্রাককলন) |
লিঙ্গানুপাত | |
জন্মকালে | ১.১২ পুরুষ/মহিলা (২০০৯ প্রাককলন) |
অনুর্ধ্ব ১৫ | ১.১০ পুরুষ/মহিলা (২০০৯ প্রাককলন) |
১৫-৬৪ বছর | ১.০৬ পুরুষ/মহিলা (২০০৯ প্রাককলন) |
৬৫-তদুর্ধ্ব | ০.৯০ পুরুষ/মহিলা (২০০৯ প্রাককলন) |
জাতীয়তা | |
প্রধান জাতিগোষ্ঠী | ভারতের জনগোষ্ঠী দেখুন |
ভাষা | |
সরকারি | ভারতের ভাষাসমূহ দেখুন |
ভারতের জনপরিসংখ্যান অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ। ভারত বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল রাষ্ট্র। ২০১১ সালের জনগণনা তথ্য অনুযায়ী, ভারতের জনসংখ্যা ১২১ কোটিরও বেশি; যা সমগ্র বিশ্বের জনসংখ্যার এক-ষষ্ঠাংশ। বিশ্বের সামগ্রিক জনসংখ্যার ১৭.৫% ভারতের অধিবাসী। মনে করা হচ্ছে, ২০২৫ সালের মধ্যে চীনকে ছাপিয়ে ভারত বিশ্বের সর্বাধিক জনবহুল রাষ্ট্র হয়ে উঠবে এবং ২০৫০ সাল নাগাদ ভারতের জনসংখ্যা ১৬০ কোটি ছাড়িয়ে যাবে।[১][২] যদিও ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ১.৪১%, যা বিশ্বে ৯৩তম। ভারতের বর্তমান জনসংখ্যা ১৪০,৭৫,৬৩,৮৪২।
ভারতের জনসংখ্যার ৫০%-এর বয়স ২৫-এর নিচে এবং ৬৫%-এর বয়স ৩৫-এর নিচে। মনে করা হচ্ছে, ২০২০ সালের মধ্যে ভারতীয়দের গড় বয়স দাঁড়াবে ২৯ বছর (উল্লেখ্য, চীনাদের গড় বয়স হবে ৩৭ ও জাপানিদের ৪৮)। ২০৩০ সাল নাগাদ ভারতের পোষ্য অনুপাত হবে ০.৪-এর সামান্য কিছু বেশি।[৩]
ভারতে দুই হাজারেরও বেশি জাতিগোষ্ঠীর বসবাস। বিশ্বের প্রতিটি প্রধান ধর্মাবলম্বী মানুষ ভারতে বাস করেন। মোট চারটি ভাষা পরিবার (ইন্দো-আর্য, দ্রাবিড়, অস্ট্রো-এশিয়াটিক ও টিবেটো-বার্মান ভাষাসমূহ এবং একটি বিচ্ছিন্ন ভাষা (মহারাষ্ট্র রাজ্যের নিহালি ভাষা[৪]) ভারতে প্রচলিত।
এছাড়া আয় ও শিক্ষাগত যোগ্যতার মাপকাঠিতে জনসংখ্যায় যে সামাজিক বৈচিত্র্য সৃষ্টি হয়েছে, তা-ও যথেষ্ট জটিল। কেবলমাত্র আফ্রিকা মহাদেশই ভারতীয় প্রজাতন্ত্রের থেকে ভাষাগত, জাতিগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যের বিচারে এগিয়ে রয়েছে।[৫]
ভারত বিশ্বের ২.৪% ভূভাগ অধিকার করে রয়েছে। বিশ্বের মোট জনসংখ্যার ১৭.৫% ভারতবাসী। মার্কিন যুক্তরাষ্ট্রকে বাদ দিলে সারা বিশ্বে চাষযোগ্য জমির পরিমাণ ভারতেই সর্বাধিক।[৬] অন্যদিকে কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রকে বাদ দিলে ভারতের জলভাগই বিশ্বে রাষ্ট্রগত হিসেবে সর্বাধিক। ভারতের জনসংখ্যার একটি বৃহৎ অংশ গ্রামবাসী। ছোটো ছোটো গ্রামে কৃষিকাজ ও কৃষিসংক্রান্ত কাজেই অধিকাংশ ভারতবাসীর আয়ের সংস্থান হয়। ২০০১ সালের জনগণনা অনুযায়ী, দেশের ৭২.২% মানুষ[৭] ৬৩৮,০০০টি গ্রামে[৮] এবং অবশিষ্ট ২৭.৮% মানুষ[৭] ৫,১০০টিরও বেশি শহর ও ৩৮০টি শহরপুঞ্জ অঞ্চলে বাস করেন।[৯]
ধর্ম | জনসংখ্যা | শতকরা হার |
---|---|---|
সকল ধর্ম | ১,২১০,৮৫৪,৯৭৭ | ১০০.০০% |
হিন্দু | ৯৬৬,২৬২,২৭১ | ৭৯.৮% |
মুসলিম | ১৭২,৩০৪,৬৬৩ | ১৩.৪% |
খ্রিষ্টান | ২৪,০৮০,০১৬ | ২.৩% |
শিখ | ১৯,২১৫,৭৩০ | ১.৯% |
বৌদ্ধ | ৭,৯৫৫,২০৭ | ০.৮% |
জৈন | ৪,২২৫,০৫৩ | ০.৪% |
বাহাই | ১,৯৫৩,১১২ | ০.১৮% |
অন্যান্য | ৪,৬৮৬,৫৮৮ | ০.৩২% |
ধর্ম অনুল্লিখিত | ৭২৭,৫৮৮ | ০.১% |
বিশ্বে জরথুস্ত্রবাদী, শিখ, হিন্দু, জৈন ও বাহাই ধর্মের অধিকাংশ অনুগামী ভারতে বাস করেন। ইন্দোনেশিয়া ও পাকিস্তানের পর ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার রাষ্ট্র।
ভারতের ধর্মীয় চরিত্র এক এক রাজ্যে এক এক রকমের। জম্মু ও কাশ্মীর ও লাক্ষাদ্বীপ মুসলিম-প্রধান; নাগাল্যান্ড, মিজোরাম ও মেঘালয় খ্রিষ্টান-প্রধান; পাঞ্জাব শিখ-প্রধান। তবে উল্লেখ্য বিষয় হল, জনগণনার সময় নিজের ধর্ম উল্লেখ না করার অধিকার ভারতীয়দের রয়েছে।
নিম্নলিখিত সারণিটিতে ২০০১ সালের জনগণনা তথ্য অনুযায়ী ভারতের ধর্মবিশ্বাসগুলির অবস্থা দেখানো হল:
উপাদান | হিন্দু[১১] | মুসলিম[১২] | খ্রিষ্টান[১৩] | শিখ[১৪] | বৌদ্ধ[১৫] | জৈন[১৬] | অন্যান্য[১৭] |
---|---|---|---|---|---|---|---|
২০১৮সালের জনসংখ্যার % হার | ৭৯.৩% | ১৫.১% | ২.৭% | ১.৯% | ০.৪% | ০.৪% | ০.৬% |
দশকীয় বৃদ্ধি % (১৯৯১-২০০১)[১৮]* | ২০.৩% | ২৯.৫% | ২২.৬% | ১৮.২% | ২৪.৫% | ২৬.০% | ১০৩.১% |
লিঙ্গানুপাত (গড় ৯৪৪) | ৯৩৫ | ৯৪০ | ১০০৯ | ৮৯৫ | ৯৫৫ | ৯৪০ | ১০০০ |
সাক্ষরতর হার(৭১.৭% ৭ বছর ও তদুর্ধ্ব)[১৯] | ৭৫.৫ | ৬০.০ | ৯০.৩ | ৭০.৪ | ৭৩.০ | ৯৫.০ | ৫০.০ |
কাজে অংশগ্রহণের হার | ৪০.৪ | ৩১.৩ | ৩৯.৭ | ৩৭.৭ | ৪০.৬ | ৩২.৯ | ৪৮.৪ |
গ্রামীণ লিঙ্গানুপাত[১৮] | ৯৪৪ | ৯৫৩ | ১০০১ | ৮৯৫ | ৯৫৮ | ৯৩৭ | ৯৯৫ |
পৌর লিঙ্গানুপাত[১৮] | ৯২২ | ৯০৭ | ১০২৬ | ৮৮৬ | ৯৪৪ | ৯৪১ | ৯৬৬ |
শিশু লিঙ্গানুপাত (০-৬ বছর) | ৯২৫ | ৯৫০ | ৯৬৪ | ৭৮৬ | ৯৪২ | ৮৭০ | ৯৭৬ |
দ্রষ্টব্য: সারণি থেকে মণিপুর রাজ্যের সেনাপতি জেলার মাও-মারাম, পাওমাতা ও পুরুল মহকুমা বাদ পড়েছে।
* এই তথ্য আনুমানিক নয় (অসম ও ভারত-শাসিত কাশ্মীর এখান থেকে বাদ পড়েনি); ১৯৮১ সালের জনগণনা অসমে ও ১৯৯১ সালের জনগণনা জম্মু ও কাশ্মীরে হয়নি।
† মহিলার সংখ্যা/১০০০ পুরুষে
অবস্থান | রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল | জনসংখ্যা | %[২০] | গ্রামীণ জনসংখ্যা[২১] | পৌর জনসংখ্যা[২১] | আয়তন (বর্গকিলোমিটার)[২২] | জনঘনত্ব(প্রতি বর্গকিলোমিটারে) | আয়তন (বর্গমাইল) | জনঘনত্ব (প্রতি বর্গমাইলে) | লিঙ্গানুপাত |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | উত্তরপ্রদেশ | ১৯৯,৫৮১,৪৭৭ | ১৬.৪৯% | ১৩১,৬৫৮,৩৩৯ | ৩৪,৫৩৯,৫৮২ | ২৪০,৯২৮ | ৮২৮ | ৯৩,০২২.৮ | ২১৪৬ | ৯০৮ |
২ | মহারাষ্ট্র | ১১২,৩৭২,৯৭২ | ৯.২৯% | ৫৫,৭৭৭,৬৪৭ | ৪১,১৯৯,৯৮০ | ৩০৭,৭১৩ | ৩৬৫ | ১১৮,৮০৮.৭ | ৮১৫ | ৯৪৬ |
৩ | বিহার | ১০৩,৮০৪,৬৩৭ | ৮.৫৮% | ৭৪,৩১৬,৭০৯ | ৮,৬৮১,৮০০ | ৯৪,১৬৩ | ১১০২ | ৩৬,৩৫৬.৫ | ২,৮৫৫ | ৯১৬ |
৪ | পশ্চিমবঙ্গ | ৯১,৩৪৭,৭৩৬ | ৭.৫৫% | ৫৭,৭৪৮,৯৪৬ | ২২,৪২৭,২৫১ | ৮৮,৭৫২ | ১০২৯ | ৩৪,২৬৭.৩ | ২,৬৬৬ | ৯৯৭ |
৫ | অন্ধ্রপ্রদেশ | ৮৪,৬৬৫,৫৩৩ | ৭.০০% | ৫৫,৪০১,০৬৭ | ২০,৮০৮,৯৪০ | ২৭৫,০৪৫ | ৩০৮ | ১০৬,১৯৫.৫ | ৭৯৭ | ৯৯২ |
৬ | তামিলনাড়ু | ৭২,১৩৮,৯৫৮ | ৫.৯৬% | ৩৪,৯২১,৬৮১ | ২৭,৪৮৩,৯৯৮ | ১৩০,০৫৮ | ৫৫৫ | ৫০,২১৫.৭ | ১,৪৩৭ | ৯৯৫ |
৭ | মধ্যপ্রদেশ | ৭২,৫৯৭,৫৬৫ | ৬.০০% | ৪৪,৩৮০,৮৭৮ | ১৫,৯৬৭,১৪৫ | ৩০৮,২৪৫ | ২৩৬ | ১১৯,০১৪.১ | ৬১০ | ৯৩০ |
৮ | রাজস্থান | ৬৮,৬২১,০১২ | ৫.৬৭% | ৪৩,২৯২,৮১৩ | ১৩,২১৪,৩৭৫ | ৩৪২,২৩৯ | ২০১ | ১৩২,১৩৯.২ | ৫১৯ | ৯২৬ |
৯ | কর্ণাটক | ৬১,১৩০,৭০৪ | ৫.০৫% | ৩৪,৮৮৯,০৩৩ | ১৭,৯৬১,৫২৯ | ১৯১,৭৯১ | ৩১৯ | ৭৪,০৫০.৯ | ৮২৬ | ৯৬৮ |
১০ | গুজরাত | ৬০,৩৮৩,৬২৮ | ৪.৯৯% | ৩১,৭৪০,৭৬৭ | ১৮,৯৩০,২৫০ | ১৯৬,০২৪ | ৩০৮ | ৭৫,৬৮৫.৩ | ৭৯৮ | ৯১৮ |
১১ | ওড়িশা | ৪১,৯৪৭,৩৫৮ | ৩.৪৭% | ৩১,২৮৭,৪২২ | ৫,৫১৭,২৩৮ | ১৫৫,৭০৭ | ২৬৯ | ৬০,১১৮.৮ | ৬৯৮ | ৯৭৮ |
১২ | কেরল | ৩৩,৩৮৭,৬৭৭ | ২.৭৬% | ২৩,৫৭৪,৪৪৯ | ৮,২৬৬,৯২৫ | ৩৮,৮৬৩ | ৮৫৯ | ১৫,০০৫.১ | ২,২২৫ | ১,০৮৪ |
১৩ | ঝাড়খণ্ড | ৩২,৯৬৬,২৩৮ | ২.৭২% | ২০,৯৫২,০৮৮ | ৫,৯৯৩,৭৪১ | ৭৯,৭১৪ | ৪১৪ | ৩০,৭৭৭.৭ | ১০৭১ | ৯৪৭ |
১৪ | অসম | ৩১,১৬৯,২৭২ | ২.৫৮% | ২৩,২১৬,২৮৮ | ৩,৪৩৯,২৪০ | ৭৮,৪৩৮ | ৩৯৭ | ৩০,২৮৫.১ | ১০২৯ | ৯৫৪ |
১৫ | পাঞ্জাব | ২৭,৭০৪,২৩৬ | ২.২৯% | ১৬,০৯৬,৪৮৮ | ৮,২৬২,৫১১ | ৫০,৩৬২ | ৫৫০ | ১৯,৪৪৪.৯ | ১,৪২৫৩ | ৮৯৩ |
১৬ | হরিয়ানা | ২৫,৩৫৩,০৮১ | ২.০৯% | ১৫,০২৯,২৬০ | ৬,১১৫,৩০৪ | ৪৪,২১২ | ৫৭৩ | ১৭,০৭০.৩ | ১,৪৮৫ | ৮৭৭ |
১৭ | ছত্তীসগঢ় | ২৫,৫৪০,১৯৬ | ২.১১% | ১৬,৬৪৮,০৫৬ | ৪,১৮৫,৭৪৭ | ১৩৫,১৯১ | ১৮৯ | ৫২,১৯৭.৫ | ৪৮৯ | ৯৯১ |
১৮ | জম্মু ও কাশ্মীর | ১২,৫৪৮,৯২৬ | ১.০৪% | ৭,৬২৭,০৬২ | ২,৫১৬,৬৩৮ | ২২২,২৩৬ | ৫৬ | ৮৫,৮০৫.৮ | ১৪৬ | ৮৮৩ |
১৯ | উত্তরাখণ্ড | ১০,১১৬,৭৫২ | ০.৮৪% | ৬,৩১০,২৭৫ | ২,১৭৯,০৭৪ | ৫৩,৪৮৩ | ১৮৯ | ২০,৬৪৯.৯ | ৪৯০ | ৯৬৩ |
২০ | হিমাচল প্রদেশ | ৬,৮৫৬,৫০৯ | ০.৫৭% | ৫,৪৮২,৩১৯ | ৫৯৫,৫৮১ | ৫৫,৬৭৩ | ১২৩ | ২১,৪৯৫.৫ | ৩১৯ | ৯৭৪ |
২১ | ত্রিপুরা | ৩,৬৭১,০৩২ | ০.৩০% | ২,৬৫৩,৪৫৩ | ৫৪৫,৭৫০ | ১০,৪৮৬ | ৩৫০ | ৪,০৪৮.৭ | ৯০৭ | ৯৬১ |
২২ | মেঘালয় | ২,৯৬৪,০০৭ | ০.২৪% | ১,৮৬৪,৭১১ | ৪৫৪,১১১ | ২২,৪২৯ | ১৩২ | ৮,৬৫৯.৯ | ৩৪২ | ৯৮৬ |
২৩ | মণিপুরβ | ২,৭২১,৭৫৬ | ০.২২% | ১,৫৯০,৮২০ | ৫৭৫,৯৬৮ | ২২,৩২৭ | ১২২ | ৮,৬২০.৫ | ৩১৬ | ৯৮৭ |
২৪ | নাগাল্যান্ড | ১,৯৮০,৬০২ | ০.১৬% | ১,৬৪৭,২৪৯ | ৩৪২,৭৮৭ | ১৬,৫৭৯ | ১১৯ | ৬,৪০১.২ | ৩০৯ | ৯৩১ |
২৫ | গোয়া | ১,৪৫৭,৭২৩ | ০.১২% | ৬৭৭,০৯১ | ৬৭০,৫৭৭ | ৩,৭০২ | ৩৯৪ | ১,৪২৯.৪ | ১০২০ | ৯৬৮ |
২৬ | অরুণাচল প্রদেশ | ১,৩৮২,৬১১ | ০.১১% | ৮৭০,০৮৭ | ২২৭,৮৮১ | ৮৩,৭৪৩ | ১৭ | ৩২,৩৩৩.৪ | ৪৩ | ৯২০ |
২৭ | মিজোরাম | ১,০৯১,০১৪ | ০.০৯% | ৪৪৭,৫৬৭ | ৪৪১,০০৬ | ২১,০৮১ | ৫২ | ৮,১৩৯.৪ | ১৩৪ | ৯৭৫ |
২৮ | সিক্কিম | ৬০৭,৬৮৮ | ০.০৫% | ৪৮০,৯৮১ | ৫৯,৮৭০ | ৭,০৯৬ | ৮৬ | ২,৭৩৯.৮ | ২২২ | ৮৮৯ |
কেঅ১ | দিল্লি | ১৬,৭৫৩,২৩৫ | ১.৩৮% | ৯৪৪,৭২৭ | ১২,৯০৫,৭৮০ | ১১,২৯৭ | ৯,৩৪০ | ৫৭২.৬ | ২৯,২৫৮ | ৮৬৬ |
কেঅ২ | পুদুচেরি | ১,২৪৪,৪৬৪ | ০.১০% | ৩২৫,৭২৬ | ৬৪৮,৬১৯ | ৪৭৯ | ২,৫৯৮ | ১৮৪.৯ | ৬,৭৩০ | ১,০৩৮ |
কেঅ৩ | চণ্ডীগড় | ১,০৫৪,৬৮৬ | ০.০৯% | ৯২,১২০ | ৮০৮,৫১৫ | ১১৪ | ৯,২৫২ | ৪৪.০ | ২৩,৯৭০ | ৮১৮ |
কেঅ৪ | আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | ৩৭৯,৯৪৪ | ০.০৩% | ২৩৯,৯৫৪ | ১১৬,১৯৮ | ৮,২৪৯ | ৪৬ | ৩,১৮৫.০ | ১১৯ | ৮৭৮ |
কেঅ৫ | দাদরা ও নগর হাভেলি | ৩৪২,৮৫৩ | ০.০৩% | ১৭০,০২৭ | ৫০,৪৬৩ | ৪৯১ | ৬৯৮ | ১৮৯.৬ | ১,৮০৮ | ৭৭৫ |
কেঅ৬ | দমন ও দিউ | ২৪২,৯১১ | ০.০২% | ১০০,৮৫৬ | ৫৭,৩৪৮ | ১১২ | ২,১৬৯ | ৪৩.২ | ৫,৬২৩ | ৬১৮ |
কেঅ৭ | লাক্ষাদ্বীপ | ৬৪,৪২৯ | ০.০১% | ৩৩,৬৮৩ | ২৬,৯৬৭ | ৩২ | ২,০১৩ | ১২.৪ | ৫,১৯৬ | ৯৪৬ |
সর্বমোট | ভারত | ১,২১০,১৯৩,৪২২ | ১০০.০০% | ৭৪২,৪৯০,৬৩৯ | ২৮৬,১১৯,৬৮৯ | ৩,২৮৭,২৪০ | ৩৮২ | ১,২৬৯,২১০.৫ | ৯৫৪ | ৯৪০ |