ভারতের জাতীয় গেমসে ফুটবল

ভারতের জাতীয় গেমসে ফুটবল
প্রতিষ্ঠিতপুরুষ: ১৯৮৬
মহিলা: ১৯৯৯
অঞ্চলভারত
বর্তমান চ্যাম্পিয়নপুরুষ: সার্ভিসেস
মহিলা: ওড়িশা
(২০২৩)
সবচেয়ে সফল দলপুরুষ: পাঞ্জাবপশ্চিমবঙ্গ (৩টি করে শিরোপা)
মহিলা: মণিপুর (৫টি শিরোপা)
২০২৩

ভারতের জাতীয় গেমসে ফুটবল ১৯৮৫ সাল থেকে ভারতের জাতীয় গেমসে একটি খেলা হয়ে আসছে এবং ১৯৯৯ সালের সংস্করণে মহিলাদের ফুটবল টুর্নামেন্ট চালু করা হয়েছিল। ১৯৮৫ সালের জাতীয় গেমস ১৯২৪ সালে প্রতিষ্ঠার পর থেকে অনুষ্ঠিত প্রথম আধুনিক জাতীয় গেমস ছিল এবং অলিম্পিকের ধাঁচে এটিই প্রথম অনুষ্ঠিত হয়েছিল।[]

পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গ বর্তমানে পুরুষদের ইভেন্টে ৩টি স্বর্ণ পদক সহ সবচেয়ে সফল রাজ্য এবং মণিপুর মহিলাদের ইভেন্টে ৫টি স্বর্ণপদক নিয়ে সবচেয়ে সফল।[][] ২০২২ সংস্করণে, পশ্চিমবঙ্গ পুরুষদের ইভেন্টে তৃতীয় স্বর্ণপদক জিতেছে,[][] আর মহিলাদের ইভেন্টে পঞ্চম সোনা জিতেছে মণিপুর।[]

ফলাফল

[সম্পাদনা]

পুরুষদের টুর্নামেন্ট

[সম্পাদনা]
বছর আয়োজক ফাইনাল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ
১স্বর্ণপদক ফলাফল ২রৌপ্যপদক ৩ব্রোঞ্জপদক ফলাফল চতুর্থ স্থান
১৯৮৫ দিল্লি পাঞ্জাব পশ্চিমবঙ্গ
১৯৮৭ কেরালা কেরালা পাঞ্জাব বিহার
১৯৯৪ পুনে পশ্চিমবঙ্গ কেরালা
১৯৯৭ বেঙ্গালুরু কেরালা গোয়া কর্ণাটক
১৯৯৯ মণিপুর মহারাষ্ট্র আসাম পশ্চিমবঙ্গ
২০০১ পাঞ্জাব পাঞ্জাব ১–০ গোয়া মহারাষ্ট্র ১–০ সার্ভিসেস
২০০২ হায়দ্রাবাদ পাঞ্জাব ২−১ পশ্চিমবঙ্গ তামিলনাড়ু ১–১
(৫−৪ পে.)
সার্ভিসেস
২০০৭ গুয়াহাটি আসাম ১–১
(৬−৫ পে.)
তামিলনাড়ু মেঘালয় ১–০ পশ্চিমবঙ্গ
২০১১ ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ১−০ পাঞ্জাব গোয়া ৩–১ সার্ভিসেস
২০১৫ কেরালা মিজোরাম ১−০ পাঞ্জাব মহারাষ্ট্র ৩–১ গোয়া
২০২২ গুজরাট পশ্চিমবঙ্গ ৫−০ কেরালা সার্ভিসেস ৪–০ কর্ণাটক
২০২৩ গোয়া সার্ভিসেস ৩−১ মণিপুর কেরালা ০–০
(৪–৩ পে.)
পাঞ্জাব

মহিলাদের টুর্নামেন্ট

[সম্পাদনা]
বছর আয়োজক ফাইনাল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ
১স্বর্ণপদক ফলাফল ২রৌপ্যপদক ৩ব্রোঞ্জপদক ফলাফল চতুর্থ স্থান
১৯৯৯ মণিপুর মণিপুর পশ্চিমবঙ্গ কেরালা
২০০১ পাঞ্জাব মণিপুর ৩−২ পাঞ্জাব পশ্চিমবঙ্গ ৩–১ বিহার
২০০২ হায়দ্রাবাদ মণিপুর ১−০ পশ্চিমবঙ্গ উড়িষ্যা ৪–০ অন্ধ্রপ্রদেশ
২০০৭ গুয়াহাটি উড়িষ্যা ০−০
(৪−২ পে.)
মণিপুর পশ্চিমবঙ্গ ২–১ গোয়া
২০১১ ঝাড়খণ্ড উড়িষ্যা ৩–১ মণিপুর পশ্চিমবঙ্গ ১–০ তামিলনাড়ু
২০১৫ কেরালা মণিপুর ১−১
(৪−২ পে.)
ওড়িশা হরিয়ানা ২–০ কেরালা
২০২২ গুজরাট মণিপুর ২–০ ওড়িশা তামিলনাড়ু ৫–১ আসাম
২০২৩ গোয়া ওড়িশা ২−১
(৪−২ পে.)
মণিপুর হরিয়ানা ১–০ পশ্চিমবঙ্গ

পদক তালিকা

[সম্পাদনা]

পুরুষদের পদক তালিকা

[সম্পাদনা]
দল স্বর্ণপদক রৌপ্যপদক ব্রোঞ্জপদক
পাঞ্জাব ৩ (১৯৮৫, ২০০১, ২০০৩) ৩ (১৯৯৭, ২০১১, ২০১৫)
পশ্চিমবঙ্গ ৩ (১৯৯৪, ২০১১, ২০২২) ২ (১৯৮৫, ২০০২) ১ (১৯৯৯)
কেরালা ২ (১৯৮৭, ১৯৯৭) ২ (১৯৯৪, ২০২২) ১ (২০২৩)
মিজোরাম ১ (২০১৫)
আসাম ১ (২০০৭) ১ (১৯৯৯)
মহারাষ্ট্র ১ (১৯৯৯) ২ (২০০১, ২০১৫)
সার্ভিসেস ১ (২০২৩) ১ (২০২২)
গোয়া ২ (১৯৯৭, ২০০১) ১ (২০১১)
তামিলনাড়ু ১ (২০০৭) ১ (২০০২)
মণিপুর ১ (২০২৩)
বিহার ১ (১৯৮৭)
কর্ণাটক ১ (১৯৯৭)
মেঘালয় ১ (২০০৭)

মহিলাদের পদক তালিকা

[সম্পাদনা]
দল স্বর্ণপদক রৌপ্যপদক ব্রোঞ্জপদক
মণিপুর ৫ (১৯৯৯, ২০০১, ২০০২, ২০১৫, ২০২২) ৩ (২০০৭, ২০১১, ২০২৩)
ওড়িশা ৩ (২০০৭, ২০১১, ২০২৩) ২ (২০১৫, ২০২২) ১ (২০০২)
পশ্চিমবঙ্গ ২ (১৯৯৯, ২০০২) ৩ (২০০১, ২০০৭, ২০১১)
পাঞ্জাব ১ (২০০১)
কেরালা ১ (১৯৯৯)
হরিয়ানা ২ (২০১৫, ২০২৩)
তামিলনাড়ু ১ (২০২২)

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "National Games"olympic.ind.in। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২৩ 
  2. "List of Winners/Runners-Up of the National Games Men's Football Tournament"। indianfootball.de। ৩ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২২ 
  3. "List of Winners/Runners-Up of the National Games Women's Football Tournament"। indianfootball.de। ৩ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২২ 
  4. "National Games: W Bengal hammer Kerala 5–0 to clinch gold in men's football"wap.business-standard.com। Business Standard India। IANS। ১২ অক্টোবর ২০২২। ১২ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০২২ 
  5. Sarangi, Y. B. (১১ অক্টোবর ২০২২)। "National Games: West Bengal routs Kerala 5–0, wins men's football gold medal after 11 years"sportstar.thehindu.comSportstarThe Hindu। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০২২ 
  6. "National Games 2022, October 10 HIGHLIGHTS: Manipur wins women's football gold; Tamil Nadu tops Group A in men's volleyball"Sportstar। ১০ অক্টোবর ২০২২।