ভারতের জাতীয় জলপথ আইন, ২০১৫ | |
---|---|
ভারতীয় জাতীয় সংসদ | |
প্রণয়নকারী | ভারতীয় জাতীয় সংসদ |
প্রণয়নকাল | ১০ মার্চ ২০১৬ |
প্রণয়নকাল | ১৫ মার্চ ২০১৬ |
উপস্থাপনকারী | নিতিন গডকরী |
অবস্থা: অজানা |
জাতীয় জলপথ আইন, ২০১৫ একটি প্রস্তাবিত বিধেয়ক; যা ৫ মে ২০১৫ সালে ভারতের পরিবহন মন্ত্রী শ্রী নিতিন গডকরী দ্বারা ভারতের লোকসভায় উপস্থাপন করা হয়।
জাতীয় জলপথ আইন, ২০১৫ ভারতের নৌপরিবহন ও পরিবহন মন্ত্রী নিতিন গডকরী দ্বারা লোকসভায় উপস্থাপনকরা হয়।[১][২] এই বিধেয়কটি ২০১৫-এর ২১ ডিসেম্বর লোকসভাতে ও ৯ মার্চ ২০১৬ সালে রাজ্যসভাতে মঞ্জুরি দেওয়া হয়।[৩][৪] তারপর ১৫ মার্চ ২০১তে রাজ্যসভার সংশোধনী অনুযায়ী এটি আবার লোকসভায় পাস করা হয়[৩]