ভারতের নদীর তালিকা

এটি ভারতের নদীগুলির একটি তালিকা যা পশ্চিমে শুরু হয়ে ভারতের উপকূল ধরে দক্ষিণে, তারপর উত্তর দিকে অগ্রসর হয়। উপনদী নদীগুলি প্রবাহিত ক্রম অনুসারে শ্রেণিবদ্ধভাবে তালিকাভুক্ত করা হয়েছে।

বঙ্গোপসাগরে প্রবাহিত নদী

[সম্পাদনা]

মেঘনা নদীর অববাহিকা

[সম্পাদনা]

মেঘনা-সুরমা-বারাক নদী ব্যবস্থাটি ভারত এবং বাংলাদেশে অবস্থিত।

গঙ্গা নদীর অববাহিকা

[সম্পাদনা]
গঙ্গার মানচিত্র (কমলা), ব্রহ্মপুত্র (বেগুলি) এবং মেঘনা (সবুজ) নিকাশী অববাহিকা

ব্রহ্মপুত্র নদী অববাহিকা

[সম্পাদনা]

পশ্চিমবঙ্গ উপকূলীয়

[সম্পাদনা]

ওড়িশা উপকূলীয়

[সম্পাদনা]

গোদাবরী নদীর অববাহিকা

[সম্পাদনা]
গোদাবরী, অন্ধ্র প্রদেশ,-- ভারতের অন্যতম বিস্তৃত নদী

কৃষ্ণা নদীর অববাহিকা

[সম্পাদনা]

মহারাষ্ট্রের প্রধান উপনদী নদী:

কাবেরী নদীর উপরে হোগেনাক্কাল জলপ্রপাত
  • কাবেরী নদী
    • কোলিডাম (বিতরণকারী)
    • অমরাবতী নদী
    • আরকাবতী নদী
    • ভবানী নদী
    • সরবঙ্গা নদী
    • নওয়াল নদী
    • হেমবতী নদী
    • কাবিনী নদী
    • লক্ষ্মণ তীর্থ নদী

তামিলনাড়ু উপকূলীয় নদীসমূহ

[সম্পাদনা]
  • থমিরবারণি নদী
  • পালার নদী
  • ভাইগাই নদী
  • ভাইপ্পার নদী
  • ভেলার নদী (উত্তর তামিলনাড়ু)
  • ভেলার নদী (দক্ষিণ তামিলনাড়ু)
  • অগ্নিয়ার নদী
  • বশিষ্ঠ নাদি
  • সোয়েথা নদী
  • কৌম নদী
  • আদির নদী
  • পোনাইয়ার নদী
  • কাবেরী নদী

আরব সাগরে প্রবাহিত নদী

[সম্পাদনা]
সিন্ধু অববাহিকার প্রধান নদীগুলির মানচিত্র

নর্মদা নদীর অববাহিকা

[সম্পাদনা]

কেরালা উপকূলীয় নদী

[সম্পাদনা]

আরব সাগরে যোগদানের জন্য কেরালার উপকূলীয় তিনটি জেলা দিয়ে প্রবাহিত নদীগুলি।

  • পেরিয়ার নদী
  • ভারতপুজা নদী
  • পাম্বা নদী
  • চালিয়ার নদী
  • চন্দ্রগিরি নদী
  • করিয়াংোদ নদী

তথ্যসূত্র

[সম্পাদনা]

আরও পড়া

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]