ভারত দক্ষিণ এশিয়ার একটি দেশ। এটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত একটি ফেডারেশন। এর মধ্যে কয়েকটি রাজ্য এবং অঞ্চল রাজ্য বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহারের জন্য দাপ্তরিকভাবে রাজ্য সংগীত গ্রহণ করেছে। অন্যান্য রাজ্যের গানগুলো প্রস্তাবিত হয়েছে কিংবা জনপ্রিয়, প্রচলিত এবং এগুলোর আনুষ্ঠানিক ব্যবহার রয়েছে।
রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল | গানের নাম | অনূদিত নাম | ভাষা | গীতিকার (গণ) | সুরকার (গণ) | গৃহীত |
---|---|---|---|---|---|---|
অন্ধ্রপ্রদেশ | মা তেলুগু থালিকি [১] | আমাদের তেলুগু মাতার প্রতি | তেলুগু | শঙ্করম্বদী সুন্দরচরী | সূর্যকুমারী | ১৯৫৬ |
আসাম | অ’ মোর আপোনার দেশ | হে আমার প্রিয় দেশ! | অসমীয়া | লক্ষ্মীনাথ বেজবরুয়া | কমলা প্রসাদ আগরওয়ালা | ১৯২৭ |
উত্তরাখণ্ড | উত্তরাখণ্ড দেবভূমি মাতৃভূমি[২][৩][৪] | উত্তরাখণ্ড, দেবতার ভূমি, মাতৃভূমি! | হিন্দি, গড়ওয়ালি এবং কুমোনি | হেমন্ত বিশট | নরেন্দ্র সিং নেগি | ২০১৬ |
ওড়িশা | বন্দে উৎকল জননী [৫] | তোমার বন্দনা করি, হে মা উতকল! | ওড়িয়া | লক্ষ্মীকান্ত মহাপাত্র | লক্ষ্মীকান্ত মহাপাত্র | ১৯৩৬ |
কর্ণাটক | জয় ভারত জননীয় তনুজতে [৬] | ভারত মাতার কন্যা, মাতা কর্ণাটকের বিজয়! | কন্নড় | কুপ্পালি ভেঙ্কটাপ্পা পুত্তাপ্পা | মহীশূর অনন্তস্বামী | ২০০৪ |
গুজরাত | জয় জয় গরবী গুজরাত [৭] | গর্বিত গুজরাতের বিজয়! | গুজরাতি | নর্মদাশঙ্কর দাভে | অজানা | ২০১১ |
ছত্তিশগড় | অরপা পৈরী কে ধার | অরপা এবং পৈরীর জলপ্রবাহ | ছত্তিশগড়ি | নরেন্দ্র দেব বর্মা | নরেন্দ্র দেব বর্মা | ২০১৯ |
তামিলনাড়ু | তামিল তায় ওয়ালত্তু [৮] | তামিলমাতৃৃ বন্দনা | তামিল | মনোন্মণীয়ম সুন্দরম পিল্লাই | এমএস বিশ্বনাথন | ১৯৭০ |
তেলেঙ্গানা | জয় জয় হে তেলঙ্গানা [৯] | মা তেলেঙ্গানার বিজয়! | তেলুগু | অ্যান্ডি শ্রী | অ্যান্ডি শ্রী | ২০১৪ |
পশ্চিমবঙ্গ | বাংলার মাটি বাংলার জল | বাংলার মাটি বাংলার জল | বাংলা | রবীন্দ্রনাথ ঠাকুর | রবীন্দ্রনাথ ঠাকুর | ২০২৩ |
পুদুচেরি | তামিল তায় ওয়ালত্তু [১০] | তামিলমাতৃৃ বন্দনা | তামিল | ভর্তিদাসন | এল কৃষ্ণন | ২০০৭ |
বিহার | মেরে ভারত কে কণ্ঠহার | আমার ভারতের গলার হার | হিন্দি | সত্য নারায়ণ | হরিপ্রসাদ চৌরাসিয়া ও শিবকুমার শর্মা | ২০১২ |
মধ্যপ্রদেশ | মেরা মধ্য প্রদেশ [১১] | আমার মধ্য প্রদেশ | হিন্দি | মহেশ শ্রীবাস্তব | মহেশ শ্রীবাস্তব | ২০১০ |
রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল | গানের নাম | অনূদিত নাম | ভাষা | গীতিকার (গণ) | সুরকার (গণ) |
---|---|---|---|---|---|
অরুণাচল প্রদেশ | হামারা অরুণাচল [১২][১৩] | আমাদের অরুণাচল | হিন্দি | ভূপেন হাজারিকা | ভূপেন হাজারিকা |
মহারাষ্ট্র | জয় জয় মহারাষ্ট্র মাজা | আমার মহারাষ্ট্রের বিজয়! | মারাঠি | রাজা বাদে | শ্রীনিবাস খালে |
মণিপুর | সানা লাইবাক মণিপুর [১৪][১৫] | মণিপুর, স্বর্ণভূমি | মণিপুরী | বি জয়ন্তকুমার শর্মা | আরিবাম সিয়াম শর্মা |
সিকিম | জাহান বাগচা তিস্তা রঙ্গীত [১৬][১৭] | যেখানে তিস্তা এবং রঙ্গীত প্রবাহিত হয় | নেপালি | সানু লামা | দুশায়ন্ত লামা |
উত্তর প্রদেশ | জয় জয় উত্তর প্রদেশ [১৮] | উত্তরপ্রদেশের বিজয়! | হিন্দি | রমেশ কবি ও রসিয়া কুমার | পঙ্কজ প্রীতম |
গোয়া [১৯], কেরল [২০][২১] সরকারকর্তৃক বর্তমানে সরকারি রাজ্য গান বাছাই প্রক্রিয়াধীন রয়েছে।