ভারতের রাষ্ট্রপতি নির্বাচন, ২০১২|
|
|
|
|
ভারতে চতুর্দশ রাষ্ট্রপতি নির্বাচন ১৯ জুলাই, ২০১২ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনের মাধ্যমে ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৩০ জুন। ভোট গণনা হয় ২২ জুলাই।[১][২][৩][৪]রাষ্ট্রপতি পদের জন্য দুই নেতৃস্থানীয় প্রার্থী ছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী পশ্চিমবঙ্গের প্রণব মুখোপাধ্যায় এবং প্রাক্তন লোকসভার স্পিকার মেঘালয়ের পি. এ. সাংমা।
২২ জুলাই প্রণব মুখোপাধ্যায়কে বিজয়ী ঘোষণা করা হয়।[৫][৬] ২৫ জুলাই বেলা সাড়ে ১১টায় তিনি শপথ নেন।[৭]
পার্টি / জোট
|
শতকরা [৮]
|
UPA - TMC
|
37.6%
|
NDA
|
28%
|
SP
|
6.2%
|
Left
|
4.7%
|
TMC
|
4.4%
|
BSP
|
3.9%
|
AIADMK
|
3.3%
|
BJD
|
2.7%
|