ভার্নার ভন হাইডেনস্টাম | |
---|---|
জন্ম | কার্ল গুস্তাফ ভার্নার ভন হাইডেনস্টাম ৬ জুলাই ১৮৫৯ ওলশামার, ওরেব্রো কাউন্টি, সুইডেন |
মৃত্যু | ২০ মে ১৯৪০ ওভরালিড, ওস্টারগোটল্যান্ড, সুইডেন | (বয়স ৮০)
পেশা | কবি, ঔপন্যাসিক |
জাতীয়তা | সুয়েডীয় |
উল্লেখযোগ্য পুরস্কার | সাহিত্যে নোবেল পুরস্কার ১৯১৬ |
দাম্পত্যসঙ্গী | এমিলিয়া উগ্লা (ম. ১৮৮০, মৃত্যু ১৮৯৩); অল্গা উইবার্গ (বি. ১৮৯৩, বিচ্ছেদ); গ্রেটা সজোবার্গ (বি. ১৯০০, বিচ্ছেদ) |
আত্মীয় | গুস্তাভ ভন হাইডেনস্টাম (পিতা) |
কার্ল গুস্তাফ ভার্নার ভন হাইডেনস্টাম (৬ জুলাই ১৮৫৯[১] - ২০ মে ১৯৪০[২]) হলেন একজন সুইডিশ কবি ও ঔপন্যাসিক। তিনি ১৯১৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। [৩] তিনি ১৯১২ সাল থেকে সুইডিশ একাডেমির সদস্য ছিলেন। [৪] তার কবিতা এবং গদ্য কাজ জীবনের একটি মহান আনন্দে ভরা, কখনও কখনও সুইডিশ ইতিহাস, প্রাকৃতিক দৃশ্যাবলীর প্রতি ভালবাসায় আচ্ছন্ন।