ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | ভালেন্তিন গেওর্গে | ||
জন্ম | ১৪ ফেব্রুয়ারি ১৯৯৭ | ||
জন্ম স্থান | প্লোইয়েশ্ত, রোমানিয়া | ||
উচ্চতা | ১.৭৫ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | আস্ত্রা জুর্জু | ||
জার্সি নম্বর | ১১ | ||
যুব পর্যায় | |||
২০১২–২০১৬ | আস্ত্রা জুর্জু | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৬– | আস্ত্রা জুর্জু | ১০৫ | (২০) |
জাতীয় দল‡ | |||
২০১৮–২০১৯ | রোমানিয়া অনূর্ধ্ব-২১ | ১ | (০) |
২০২১– | রোমানিয়া অনূর্ধ্ব-২৩ | ৫ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৪:২৩, ১৬ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:২৩, ১৬ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
ভালেন্তিন গেওর্গে (রোমানীয়: Valentin Gheorghe; জন্ম: ১৪ ফেব্রুয়ারি ১৯৯৭) হলেন একজন রোমানীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে রোমানিয়ার পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর লিগা ১-এর ক্লাব আস্ত্রা জুর্জু এবং রোমানিয়া অনূর্ধ্ব-২৩ দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৮ সালে, গেওর্গে রোমানিয়া অনূর্ধ্ব-২১ দলের হয়ে রোমানিয়ার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।
ভালেন্তিন গেওর্গে ১৯৯৭ সালের ১৪ই জানুয়ারি তারিখে রোমানিয়ার প্লোইয়েশ্তে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
গেওর্গে জাপানে অনুষ্ঠিত ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য ২০২১ সালের জুলাই মাসে প্রকাশিত রোমানিয়া অনূর্ধ্ব-২৩ দলে স্থান পেয়েছেন।[১][২]