ভাল্টার বোটে | |
---|---|
জন্ম | জানুয়ারি ৮, ১৮৯১ ওরানিয়েনবুর্গ, জার্মান সাম্রাজ্য |
মৃত্যু | ৮ ফেব্রুয়ারি ১৯৫৭ | (বয়স ৬৬)
জাতীয়তা | জার্মান |
পরিচিতির কারণ | কোইনসিডেন্স বর্তনীর উদ্ভাবক |
পুরস্কার | পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৫৪) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | পদার্থবিজ্ঞান |
ভাল্টার ভিলহেল্ম গেয়র্গ বোটে (জার্মান উচ্চারণ: [ˈvaltɐ ˈboːtə] (; ৮ জানুয়ারি ১৮৯১ – ৮ ফেব্রুয়ারি ১৯৫৭) )[১] স্বনামধন্য জার্মান পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, রসায়নবিদ এবং নোবেল বিজয়ী। তিনি মাক্স বর্ন-এর সাথে যৌথভাবে ১৯৫৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। [২] কোইনসিডেন্স বর্তনী উদ্ভাবনের জন্য তারা এই পুরস্কার লাভ করেছিলেন।