পূর্ণ নাম | ভাস্কো দা গামা রেগাতাস ক্লাব | |||
---|---|---|---|---|
ডাকনাম |
| |||
প্রতিষ্ঠিত | ২১ আগস্ট ১৮৯৮ | |||
মাঠ | সান জানুয়ারিও স্টেডিয়াম | |||
ধারণক্ষমতা | ২১,৮৮০[২] | |||
সভাপতি | জোর্জে সালগাদো | |||
ম্যানেজার | মাউরিসিও বারবিয়েরি | |||
লিগ | ||||
| ||||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
ভাস্কো দা গামা রেগাতাস ক্লাব (পর্তুগিজ: CR Vasco da Gama, পর্তুগিজ উচ্চারণ: [ˈklubi dʒi ʁeˈgatɐʃ ˈvaʃku dɐ ˈgɐ̃mɐ]; সাধারণত ভাস্কো দা গামা, ভাস্কো এবং সংক্ষেপে সিআর ভাস্কো দা গামা নামে পরিচিত) হচ্ছে রিউ দি জানেইরু ভিত্তিক একটি ব্রাজিলীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ব্রাজিলের শীর্ষ স্তরের স্তরের ফুটবল লিগ কাম্পেওনাতো ব্রাজিলেইরো সেরিয়ে আতে প্রতিযোগিতা করে। এই ক্লাবটি ১৮৯৮ সালের ২১শে আগস্ট তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। ২১,৮৮০ ধারণক্ষমতাবিশিষ্ট সান জানুয়ারিও স্টেডিয়ামে ভাস্কো নামে পরিচিত ক্লাবটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে।[৩] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ব্রাজিলীয় সাবেক ফুটবল খেলোয়াড় মাউরিসিও বারবিয়েরি এবং সভাপতির দায়িত্ব পালন করছেন জোর্জে সালগাদো। বর্তমানে ব্রাজিলীয় রক্ষণভাগের খেলোয়াড় আন্দেরসন কোনসেইকাও এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৪][৫]
ঘরোয়া ফুটবলে, ভাস্কো দা গামা এপর্যন্ত ৩৫টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে চারটি কাম্পেওনাতো ব্রাজিলেইরো সেরিয়ে আ, একটি কোপা দো ব্রাজিল এবং একটি কাম্পেওনাতো ব্রাজিলেইরো সেরিয়ে বি শিরোপা রয়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এপর্যন্ত ৩টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে একটি কোপা লিবের্তাদোরেস শিরোপা রয়েছে।
ক্লাব প্রতিষ্ঠার প্রায় ৭৩ বছর পর, ১৯৭১–৭২ মৌসুমে ভাস্কো দা গামা প্রথমবারের মতো ব্রাজিলের পেশাদার ফুটবলের শীর্ষ স্তর কাম্পেওনাতো ব্রাজিলেইরো সেরিয়ে আতে অংশগ্রহণ করতে সক্ষম হয়েছিল। ১৯৭১ সালের সালের ৭ই আগস্ট তারিখে, কাম্পেওনাতো ব্রাজিলেইরো সেরিয়ে আতে ক্লাব ইতিহাসে নিজেদের প্রথম ম্যাচে আদমিলদো চিরোলের অধীনে ভাস্কো দা গামা ফোর্তালেজার সাথে ০–০ গোলে ড্র করেছিল। ১৯৭১–৭২ কাম্পেওনাতো ব্রাজিলেইরো সেরিয়ে আতে ভাস্কো দা গামা ৭টি জয় এবং ৯টি ড্রয়ে সর্বমোট ২৩ পয়েন্ট অর্জন করে পয়েন্ট তালিকায় ১২তম স্থান অর্জন করেছিল।[৬]