ভি. শান্তারাম | |
---|---|
জন্ম | শান্তারাম রাজারাম বঙ্কুদ্রে ১৮ নভেম্বর ১৯০১ |
মৃত্যু | ৩০ অক্টোবর ১৯৯০ | (বয়স ৮৮)
জাতীয়তা | ব্রিটিশ ভারতীয় (১৯০১-১৯৪৭) ভারতীয় (১৯৪৭-১৯৯০) |
অন্যান্য নাম | আন্নাসাহেব, শান্তারাম বাপু |
পেশা |
|
কর্মজীবন | ১৯২১-১৯৮৭[১] |
দাম্পত্য সঙ্গী |
|
পুরস্কার | পূর্ণ তালিকা |
ভি. শান্তারাম বা শান্তারাম বাপু নামে সুপরিচিত শান্তারাম রাজারাম বঙ্কুদ্রে (১৮ নভেম্বর ১৯০১ - ৩০ অক্টোবর ১৯৯০) ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, অভিনেতা ও চিত্রনাট্যকার। তিনি হিন্দি ও মারাঠি ভাষার চলচ্চিত্রে কাজের জন্য সুপরিচিত। তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল - ডক্টর কোটনিস কী অমর কহানি (১৯৪৬), অমর ভূপালী (১৯৫১), ঝনক ঝনক পায়েল বাজে (১৯৫৫), দো আঁখেঁ বারহ হাত (১৯৫৭), নবরঙ্গ (১৯৫৯), কুঙ্কু (১৯৩৭), পিঞ্জরা (১৯৭২), চানি, আয়ে মারাঠিচে নাগারি ও জুঞ্জ।
বছর | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র. |
---|---|---|---|---|
জাতীয় চলচ্চিত্র পুরস্কার | ||||
১৯৫৫ | শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সর্বভারতীয় মেধার সনদ | ঝনক ঝনক পায়েল বাজে | বিজয়ী | [২] |
শ্রেষ্ঠ হিন্দি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে রাষ্ট্রপতির রৌপ্য পদক | বিজয়ী | |||
১৯৫৭ | সর্বভারতীয় শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে রাষ্ট্রপতির স্বর্ণ পদক | দো আঁখেঁ বারহ হাত | বিজয়ী | [৩] |
শ্রেষ্ঠ হিন্দি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে রাষ্ট্রপতির রৌপ্য পদক | বিজয়ী | |||
ফিল্মফেয়ার পুরস্কার | ||||
১৯৮২ | শ্রেষ্ঠ পরিচালক | ঝনক ঝনক পায়েল বাজে | মনোনীত | |
বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব | ||||
১৯৫৮ | ওসিআইসি পুরস্কার | দো আঁখেঁ বারহ হাত | বিজয়ী | [৪] |
রৌপ্য ভল্লুক (বিশেষ পুরস্কার) | বিজয়ী | |||
গোল্ডেন গ্লোব পুরস্কার | ||||
১৯৫৯ | স্যামুয়েল গোল্ডউইন আন্তর্জাতিক চলচ্চিত্র | দো আঁখেঁ বারহ হাত | বিজয়ী | [৫] |