ভিক্তোর আক্সেলসেন | |
---|---|
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | [১] ওদেন্সে, ডেনমার্ক | ৪ জানুয়ারি ১৯৯৪
উচ্চতা | ১.৯৪ মিটার (৬ ফুট ৪+১⁄২ ইঞ্চি) |
কার্যকাল | ২০১০–বর্তমান |
হাত | ডান-হাতি |
ভিক্তোর আক্সেলসেন (ডেনীয়: Viktor Axelsen; জন্ম: ৪ জানুয়ারি ১৯৯৪) হলেন একজন ডেনীয় ব্যাডমিন্টন খেলোয়াড়, যিনি মূলত ডেনমার্কের প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন।[২]
২০১০ সালে ব্যাডমিন্টনে অভিষেক করা আক্সেলসেন ডেনমার্কের হয়ে ২০১৬, ২০২০ এবং ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন, যেখানে তিনি ২টি স্বর্ণ পদকসহ সর্বমোট ৩টি পদক জয়লাভ করেছেন।
ভিক্তোর আক্সেলসেন ১৯৯৪ সালের ৪ঠা জানুয়ারি তারিখে ডেনমার্কের ওদেন্সেতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আক্সেলসেন ডেনমার্কের প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে শুধুমাত্র একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[২]
তিনি ব্যাডমিন্টনে পুরুষদের একক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[১] গ্রুপ পর্বে তিন ম্যাচে জয়লাভ করে তিনি গ্রুপ পি-এ প্রথম স্থান অধিকার করে নকআউট পর্বে অংশগ্রহণ করেছিলেন।[৩] কোয়ার্টার-ফাইনালে আক্সেলসেন সিঙ্গাপুরের লোহ কিন ইয়েউয়ের মুখোমুখি হয়েছিলেন, উক্ত ম্যাচে ২–০ সেট পয়েন্টের ব্যবধানে জয়লাভ করে তিনি পরবর্তী পর্বে উত্তীর্ণ হয়েছিলেন।[৪] অতঃপর সেমি-ফাইনালে লক্ষ্য সেনকে পরাজিত করে স্বর্ণ পদক ম্যাচে অংশগ্রহণ করেছিলেন;[৪] যেখানে তিনি কুনলাভুত ভিতিদসার্নকে পরাজিত করে স্বর্ণ পদক জয়লাভ করেছেন।[৪][৫][৬]