ভিতরিয়া (পর্তুগিজ: Vitória) পূর্ব ব্রাজিলের একটি শহর এবং এস্পিরিতো সান্তু রাজ্যের রাজধানী। এস্পিরিতু সান্তু উপসাগরের একটি দ্বীপের উপর অবস্থিত বন্দর শহর, যা সেতুর মাধ্যমে মূল ভূখণ্ডের সাথে যুক্ত। শহরটি রাজ্যের প্রধান বাণিজ্যিক কেন্দ্র। এখান থেকে চিনি, কফি, কাঠ, চাল ও মানিয়োক রপ্তানি হয়। শহরের নিকটে অবস্থিত তুবারাঁউ একটি খনিজ-লোহা রপ্তানীকেন্দ্র। ভিতরিয়াতে এস্পিরিতু সান্তু সরকারী বিশ্ববিদ্যালয় (১৯৬১) অবস্থিত। শহরটি ১৫৩৫ সালে স্থাপিত হয়। বর্তমান জনসংখ্যা প্রায় ৩ লক্ষ।