![]() | |||
পূর্ণ নাম | ভিতোরিয়া স্পোর্ট ক্লুবে | ||
---|---|---|---|
ডাকনাম | ওস ভিমারানেন্সেস (গিমারায়েস থেকে আগত) ওস কনকিস্তাদোরেস (বিজেতা)[১] | ||
প্রতিষ্ঠিত | ২২ সেপ্টেম্বর ১৯২২ | ||
মাঠ | এস্তাদিও ডি. আফোনসো হেনরিকেস | ||
ধারণক্ষমতা | ৩০,১৪৬[২] | ||
সভাপতি | ![]() | ||
ম্যানেজার | ![]() | ||
লিগ | প্রিমেইরা লিগা | ||
২০১৯–২০ | ৭ম | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
| |||
ভিতোরিয়া স্পোর্ট ক্লুবে (ইংরেজি: Vitória SC; এছাড়াও ভিতোরিয়া দে গিমারায়েস অথবা ভিতোরিয়া এসসি নামে পরিচিত) হচ্ছে গিমারায়েস ভিত্তিক একটি পর্তুগিজ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে পর্তুগালের শীর্ষ স্তরের ফুটবল লীগ প্রিমেইরা লিগায় খেলে। এই ক্লাবটি ১৯২২ সালের ২২শে সেপ্টেম্বর তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। ভিতোরিয়া এসসি তাদের সকল হোম ম্যাচ গিমারায়েসের এস্তাদিও ডি. আফোনসো হেনরিকেসে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩০,১৪৬। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন জোয়াও এনরিকেস এবং সভাপতির দায়িত্ব পালন করছেন মিগেল পিন্তো লিসবোয়া। ব্রাজিলীয় মধ্যমাঠের খেলোয়াড় আন্দ্রে আন্দ্রে এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
ঘরোয়া ফুটবলে, ভিতোরিয়া এসসি এপর্যন্ত ২টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি তাসা দা পর্তুগাল এবং ১টি সুপারতাসা কান্দিদো দে অলিভেইরা শিরোপা রয়েছে।