ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
জন্ম | ২২ জানুয়ারি ১৯৯২ | ||
জন্ম স্থান | ইয়াউন্দে, ক্যামেরুন | ||
উচ্চতা | ১.৮৪ মিটার (৬ ফুট ১⁄২ ইঞ্চি)[১] | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | আল নাসর | ||
জার্সি নম্বর | ২৬ | ||
যুব পর্যায় | |||
২০০৬–২০০৮ | কোতোঁ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৯–২০১০ | কোতোঁ | ১৫ | (৭) |
২০১০–২০১৩ | ভালঁসিয়েন | ৭২ | (৯) |
২০১৩–২০১৪ | লরিয়াঁ | ৩৫ | (১৬) |
২০১৪–২০২০ | পোর্তু | ৮৩ | (৩৬) |
২০১৯ | পোর্তু বি | ১ | (০) |
২০১৬–২০১৭ | → বেশিকতাশ (ধার) | ৩৩ | (১২) |
২০২০–২০২১ | বেশিকতাশ | ২৬ | (১৫) |
২০২১– | আল নাসর | ১৪ | (৬) |
জাতীয় দল‡ | |||
২০০৯ | ক্যামেরুন অনূর্ধ্ব-২০ | ১৪ | (৪) |
২০১০– | ক্যামেরুন | ৮২ | (৩১) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১০:৩২, ৩১ জানুয়ারি ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১০:৩২, ৩১ জানুয়ারি ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
ভিনসেন্ট আবু বকর (আরবি: فينسنت أبو بكر; জন্ম: ২২ জানুয়ারি ১৯৯২) হলেন একজন ক্যামেরুনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়।[২] তিনি বর্তমানে সৌদি আরবীয় ক্লাব আল নাসর এবং ক্যামেরুন জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় এবং দ্বিতীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০০৬–০৭ মৌসুমে, ক্যামেরুনীয় ফুটবল ক্লাব কোতোঁর যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে আবু বকর ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং এই দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০০৯–১০ মৌসুমে, কোতোঁর মূল দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; কোতোঁর হয়ে মাত্র এক মৌসুমে ১৫ ম্যাচে ৭টি গোল করার পর ২০১০–১১ মৌসুমে তিনি ফরাসি ক্লাব ভালঁসিয়েনে যোগদান করেছেন। ভালঁসিয়েনে তিন মৌসুম অতিবাহিত করার পর লরিয়াঁর সাথে চুক্তি স্বাক্ষর করেছেন, যেখানে তিনি সকল প্রতিযোগিতায় ১২৪ ম্যাচে ৫৭টি গোল করেছেন। পরবর্তীকালে, তিনি বেশিকতাশের হয়ে খেলেছেন। ২০২১–২২ মৌসুমে, তিনি বেশিকতাশ হতে সৌদি ক্লাব আল নাসরে যোগদান করেছেন।
২০০৯ সালে, আবু বকর ক্যামেরুন অনূর্ধ্ব-২০ দলের হয়ে ক্যামেরুনের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ১ বছর যাবত ক্যামেরুনের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১০ সালে ক্যামেরুনের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ক্যামেরুনের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৮২ ম্যাচে ৩১টি গোল করেছেন।
ভিনসেন্ট আবু বকর ১৯৯২ সালের ২২শে জানুয়ারি তারিখে ক্যামেরুনের ইয়াউন্দেতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আবু বকর ক্যামেরুন অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলার মাধ্যমে ক্যামেরুনের প্রতিনিধিত্ব করেছেন।
২০১০ সালের ২৯শে মে তারিখে, ১৮ বছর, ৪ মাস ও ৭ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী আবু বকর স্লোভাকিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ক্যামেরুনের হয়ে অভিষেক করেছেন।[৩] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[৪][৫] ম্যাচটি ১–১ গোলে ড্র করেছিল।[৬] ক্যামেরুনের হয়ে অভিষেকের বছরে আবু বকর সর্বমোট ৭ ম্যাচে ১টি গোল করেছেন।
আবু বকর ক্যামেরুনে অনুষ্ঠিত ২০২১ আফ্রিকা কাপ অব নেশন্সের জন্য ২০২১ সালের ২৪শে ডিসেম্বর তারিখে ঘোষিত ক্যামেরুন দলে স্থান পেয়েছেন।[৭][৮][৯][১০]
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
ক্যামেরুন | ২০১০ | ৭ | ১ |
২০১১ | ৫ | ০ | |
২০১২ | ৫ | ০ | |
২০১৩ | ৪ | ০ | |
২০১৪ | ১০ | ৫ | |
২০১৫ | ১২ | ৬ | |
২০১৬ | ৫ | ২ | |
২০১৭ | ১৬ | ৫ | |
২০১৮ | ১ | ১ | |
২০১৯ | ২ | ০ | |
২০২০ | ২ | ৩ | |
২০২১ | ৮ | ২ | |
২০২২ | ৫ | ৬ | |
সর্বমোট | ৮২ | ৩১ |