ভিন্স চ্যাম্প

ভিনসন হোরেস চ্যাম্প (জন্ম ১২ সেপ্টেম্বর, ১৯৬১) একজন প্রাক্তন মার্কিন কৌতুকাভিনয়শিল্পী এবং একজন দোষী সাব্যস্ত ধর্ষক। তিনি ১৯৯২ সালে স্টার সার্চের বিজয়ী ছিলেন। ১৯৯৭ সালে, তাকে একজন ধারাবাহিক ধর্ষক হিসেবে চিহ্নিত করা হয় যখন তার ডিএনএ এবং সফরের সময়সূচী কলেজ ক্যাম্পাসে ধারাবাহিক ধর্ষণের সাথে মিলে যায়। [] তিনি বর্তমানে নেব্রাস্কা অঙ্গরাজ্যের অপরাধীদিগের সংশোধনাগারে ৩০ থেকে ৪০ বছরের সাজা ভোগ করছেন। তার প্রত্যাশিত মুক্তির তারিখ ২০৩৩ সালে,[] যার পরে তিনি আইওয়াতে পরপর দুটি যাবজ্জীবন সাজা শুরু করবেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Alleged Rapist A 'Nice Guy'. Comic's Arrest Chills Friends"Chicago Tribune। মে ১৯, ১৯৯৭। ২০১৫-০২-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০১-২২ 
  2. "Vinson Champ"Nebraska State Penitentiary। ২০১৫। সংগ্রহের তারিখ ২০১৫-০১-২৩ 
  3. Reist, Margaret (মে ২১, ২০১১)। "Lincoln Journal Star, "Epilogue: No longer a victim, woman learns from attack, is stronger for it""journalstar.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১১-১৯