ভিভিয়ন ডীসেনা | |
---|---|
জন্ম | [১] | ২৮ জুন ১৯৮৮
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ২০০৮–বর্তমান |
পরিচিতির কারণ | ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি ৭, শক্তি - অস্তিত্ব কে এহসাস কি, প্যার কি ইয়ে এক কহানি, মধুবালা – এক ইশক এক জুনুন |
দাম্পত্য সঙ্গী | বাহবিজ দোরাবজি (বি. ২০১৩)[২][৩] |
ভিভিয়ন ডীসেনা হলেন একজন ভারতীয় টেলিভিশন অভিনেতা। প্যার কী এ এক কহানী ধারাবাহিকে তিনি অভয় রাইচন্দ নামে এক ভ্যাম্পায়ার চরিত্রে অভিনয় করেন।[৪] এই চরিত্রে অভিনয় করে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন। এরপর তিনি মধুবালা-এক ইশক্ এক জুনুন ধারাবাহিকে ঋষভ কুন্দ্রা চরিত্রে দৃষ্টি ধামীর বিপরীতে অভিনয় করেন।[৫] বর্তমানে ভিভিয়ান কালারস্ টিভিতে শক্তি - অস্তিত্ব কে এহশাস কী ধারাবাহিকে প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করছেন।
ভিভিয়নের মা হিন্দু ও বাবা পর্তুগিজ বংশোদ্ভূত খ্রিস্টান।[১] একটি সাক্ষাৎকারে ভিভিয়ন বলেন যে, তাঁর মা ছিলেন ভারতীয় রেলের এক অ্যাথলেট এবং বাবা ছিলেন ভারতীয় রেলেরই ফুটবলার। তাই মাত্র ১০ বছর বয়স থেকে ফুটবল ছিল ভিভিয়নের বিশেষ প্রিয় এক খেলা। তিনি ফুটবলার লিওনেল মেসির অনুরাগী।[৬][৭]
২০১৩ সালে ভিভিনয় বাহবিজ দোরাবজিকে বিবাহ করেন। বাহবিজ ছিলেন প্যার কি ইয়ে এক কহানি ধারাবাহিকে তাঁর সহ-অভিনেত্রী। কিন্তু ২০১৬ সালে তাঁরা বিবাহবিচ্ছেদের মামলা করেন।[৩][৮][৯]
বছর | নাম | চরিত্র | চ্যানেল | বিশেষ দ্রষ্টব্য |
---|---|---|---|---|
২০০৮-২০০৯ | কসম সে | ভিকি জয় ওয়ালিয়া | জি টিভি | |
২০১০ | অগ্নিপরীক্ষা জীবন কি – গঙ্গা | শিবম | কালার্স টিভি | |
২০১০-২০১১ | প্যার কি ইয়ে এক কহানি | অভয় রাইচন্দ/অভয়েন্দ্র সিং | স্টার ওয়ান | [১০] |
২০১২-২০১৪ | মধুবালা – এক ইশক এক জুনুন | ঋষভ কুন্দ্রা/কেবল রাজ খুশওয়াহা/রাজা কেবল খুশওয়াহা | কালার্স টিভি | [১১][১২] |
২০১৫ | ঝলক দিখলা যা ৮ | প্রতিযোগী | কালার্স টিভি | সপ্তম সপ্তাহে (৩০ অগস্ট, ২০১৫) বাদ পড়েন[১৩] |
২০১৬ | ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি ৭ | প্রতিযোগী | কালার্স টিভি | ওয়াইল্ড কার্ড এন্ট্রি[১৪] |
২০১৬-২০১৯ | শক্তি — অস্তিত্ব কে এহসাস কি | হরমন সিং | কালার্স টিভি | [১৫][১৬][১৭] |
বছর | পুরস্কার | বিভাগ | কাজ | ফলাফল |
---|---|---|---|---|
২০১২ | ইন্ডিয়ান টেলিভিশন অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস | গ্রেট! পারফর্মার অফ দ্য ইয়ার - পুরুষ | মধুবালা - এক ইশক্ এক জুনুন | বিজয়ী[১৮] |
২০১৩ | ইন্ডিয়ান টেলি অ্যাওয়ার্ডস | প্রধান ভূমিকায় অভিনয়কারী অভিনেতা | মনোনীত[১৯] | |
পর্দার শ্রেষ্ঠ জুটি (দৃষ্টি ধামীর সঙ্গে যুগ্মভাবে) | বিজয়ী[১৯] | |||
জি গোল্ড অ্যাওয়ার্ডস | প্রধান (পুরুষ) চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা (বিচারক) | বিজয়ী[২০] | ||
২০১৪ | এশিয়ান ভিউয়ার্স টেলিভিশন অ্যাওয়ার্ডস | বছরের শ্রেষ্ঠ টেলিভিশন ধারাবাহিক ব্যক্তিত্ব (পুরুষ) | মধুবালা - এক ইশক্ এক জুনুন | বিজয়ী[২১] |
২০১৬ | এশিয়ান ভিউয়ার্স টেলিভিশন অ্যাওয়ার্ডস | বছরের শ্রেষ্ঠ অভিনেতা | শক্তি –অস্তিত্ব কে এহশাস কী | মনোনীত[২২] |
২০১৭ | গোল্ডেন পেটাল অ্যাওয়ার্ডস | শ্রেষ্ঠ অভিনেতা | শক্তি –অস্তিত্ব কে এহশাস কী | বিজয়ী[২৩] |