সমকামী অধিকার : ভিয়েতনাম | |
---|---|
সমকামী অধিকার? | বৈধ |
লিঙ্গ স্বীকৃতি | হিজড়াদের লিঙ্গ পরিবর্তনের অনুমতি আছে |
সামরিক চাকরিতে | সামরিক বাহিনীতে নারী হোক আর পুরুষ হোক সবাই ঢুকতে পারে, এক্ষেত্রে সমকামী/বিষমকামী কোনো বিবেচ্য বিষয় নয় |
বৈষম্য নিরাপত্তা | আছে, তবে সব সমাজের সব জায়গাতে নেই |
পারিবারিক অধিকার | |
সম্পর্কের স্বীকৃতি | হ্যাঁ, সমলৈঙ্গিক প্রেমের সম্পর্কের সামাজিক স্বীকৃতি আছে |
সন্তান দত্তক | না, এক্ষেত্রে সুযোগ নেই, আবার থাকেলও কম |
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম একটি সমাজতন্ত্রবাদী দেশ এবং এদেশটিতে একসময় হো চি মিনের মত সমাজতন্ত্রবাদী বিপ্নবী নেতাদের শাসন লক্ষ্য করা গেছে। মানুষের প্রেম ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং যৌনতার ক্ষেত্রে ভিয়েতনামীয় সমাজ সবসময়ই প্রতিবেশী দেশ থাইল্যান্ড, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের চেয়ে অনেক উদারতাবাদী এবং নম্র।[১] সরকারীভাবে কখনোই কোনো ধরনের সম্মতিমূলক প্রেম বা যৌনতা নিষেধাজ্ঞার কবলে ভিয়েতনাম কখনোই পড়েনি। বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় সহ সমাজের সব জায়গাতেই প্রেম-ভালোবাসার পদচারণা চলে। যদিও সমাজে সমকামী যুগলদের ক্ষেত্রে বিয়ে করার মত স্বাধীনতা নেই কারণ রাষ্ট্রীয় আইনে বিয়ে শুধু নারী এবং পুরুষের মধ্যেই হয়।[২] তবে সামাজিকভাবে বিয়ে ছাড়াই একত্রবাসের মত পশ্চিমা ব্যবস্থা রয়েছে সব ধরনের যুগলদের ক্ষেত্রে।[৩][৪]