ভিরুমান্ডি | |
---|---|
পরিচালক | কমল হাসন |
প্রযোজক |
|
রচয়িতা | কমল হাসন |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | ইলাইয়ারাজা |
চিত্রগ্রাহক | কেশব প্রকাশ |
সম্পাদক |
|
প্রযোজনা কোম্পানি | রাজ কমল ফিল্মস ইন্টারন্যাশনাল |
পরিবেশক | রাজ কমল ফিল্মস ইন্টারন্যাশনাল |
মুক্তি | ১৪ জানুয়ারী ২০০৪ |
স্থিতিকাল | ১৭৫ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | তামিল |
নির্মাণব্যয় | ₹১০ কোটি |
আয় | ₹৪০ কোটি |
ভিরুমান্ডি (তামিল: விருமாண்டி) হচ্ছে ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত একটি তামিল সহিংসতাবাদী নাট্য চলচ্চিত্র যেটির রচনা এবং পরিচালনা করেছিলেন কমল হাসন[১], কমল ছিলেন চলচ্চিত্রটির সহ-সম্পাদক এবং তিনি চলচ্চিত্রটি প্রযোজনা করা সহ "ভিরুমান্ডি" চরিত্রে অভিনয়ও করেছিলেন।[২] চলচ্চিত্রটির কাহিনী দুইজন অপরাধীর কারাজীবন নিয়ে[৩], একজন হচ্ছে কোটালা তেবর যে যাবজ্জীবন কারাদন্ডাদেশ পেয়েছে আর আরেকজন ভিরুমান্ডি তেবরকে নিয়ে যে মৃত্যুদণ্ডাদেশ পেয়েছে। অপরাধী দুজন নিজেদের অপরাধ নিয়ে আফসোস করে এবং বর্ণনা করে যে কীভাবে তারা তাদের জীবন ধ্বংস করেছে। অভিনেতা পশুপতি ছিলেন কোটালা চরিত্রে।
চলচ্চিত্রটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন অভিরামী, রোহিনী, নছর, নেপোলিয়ন দুরাইস্বামী এবং শানমুগারাজন। চলচ্চিত্রটির গানগুলোর সুর এবং আবহ সঙ্গীত পরিচালনা করেছিলেন ইলাইয়ারাজা। চলচ্চিত্রটি ব্যবসাসফল ছিলো।
চলচ্চিত্রটির নাম প্রথমে 'সান্ডিয়ার' রাখার কথা ভাবা হলেও পরে ভিরুমান্ডিতে পরিবর্তন করা হয়।[৪]
জাল্লিকাট্টুর (ষাঁড়ের লড়াই) জন্য প্রশিক্ষণপ্রাপ্ত ষাঁড় ব্যবহার করা হয়েছিলো এবং শুটিং ভেন্যুতে নুয়েন্ডু ম্যাশিন রাখা হয়েছিলো।[৫] কমল হাসন কিছু সমস্যার কারণে শুটিং মাদুরাই থেকে চেন্নাইতে স্থানান্তর করেছিলেন।
চিত্রগ্রাহক কেশব প্রকাশ যিনি পরিচালক রবি কে. চন্দ্রনের সহকারী হিশেবে কাজ করতেন তাকে কমল হাসন নিজে এই চলচ্চিত্রের চিত্রগ্রহণের জন্য নির্বাচন করেছিলেন।[৫]