ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | ভির্জিল এউজেন গিৎসা | ||
জন্ম | ৪ জুন ১৯৯৮ | ||
জন্ম স্থান | পিতেশ্ত, রোমানিয়া | ||
উচ্চতা | ১.৮৬ মিটার (৬ ফুট ১ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ফারুল কোন্সতানৎসা | ||
জার্সি নম্বর | ২৩ | ||
যুব পর্যায় | |||
২০০৩–২০১০ | পিতেশ্ত | ||
২০১০–২০১১ | পিতেশ্ত | ||
২০১১–২০১৭ | গেওর্গে হাজি | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৭– | ফারুল কোন্সতানৎসা | ৭৬ | (৬) |
জাতীয় দল‡ | |||
২০১৪–২০১৫ | রোমানিয়া অনূর্ধ্ব-১৭ | ৬ | (১) |
২০১৬ | রোমানিয়া অনূর্ধ্ব-১৮ | ১ | (০) |
২০১৭–২০২০ | রোমানিয়া অনূর্ধ্ব-২১ | ৯ | (১) |
২০২১ | রোমানিয়া অনূর্ধ্ব-২৩ | ৫ | (০) |
২০২১– | রোমানিয়া | ১ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১১:৩৯, ২ অক্টোবর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:৩৯, ২ অক্টোবর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
ভির্জিল এউজেন গিৎসা (রোমানীয়: Virgil Ghiță; জন্ম: ৪ জুন ১৯৯৮; ভির্জিল গিৎসা নামে সুপরিচিত) হলেন একজন রোমানীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে রোমানিয়ার পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর লিগা ১-এর ক্লাব ফারুল কোন্সতানৎসা এবং রোমানিয়া জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৪ সালে, গিৎসা রোমানিয়া অনূর্ধ্ব-১৭ দলের হয়ে রোমানিয়ার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। রোমানিয়ার বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২১ সালে রোমানিয়ার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; রোমানিয়ার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন। দলগতভাবে, গিৎসা এপর্যন্ত ২টি শিরোপা জয়লাভ করেছেন, যার উভয়ই ফারুল কোন্সতানৎসার হয়ে জয়লাভ করেছেন।
ভির্জিল এউজেন গিৎসা ১৯৯৮ সালের ৪ঠা জুন তারিখে রোমানিয়ার পিতেশ্তে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
গিৎসা জাপানে অনুষ্ঠিত ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য ২০২১ সালের জুলাই মাসে প্রকাশিত রোমানিয়া অনূর্ধ্ব-২৩ দলে স্থান পেয়েছেন।[১][২]