ভিলি | |
---|---|
भीली | |
দেশোদ্ভব | ভারত |
অঞ্চল | মধ্য প্রদেশ, গুজরাত, রাজস্থান, মহারাষ্ট্র |
জাতি | ভিল জনগোষ্ঠী |
মাতৃভাষী | ৩,২০৬,৫৩৩ (২০১১-এর আদমশুমারি)[১]
|
ইন্দো-ইউরোপীয়
| |
দেবনাগরী, গুজরাতি[২] | |
ভাষা কোডসমূহ | |
আইএসও ৬৩৯-৩ | বিভিন্ন প্রকার:bhb – ভিলি (ভাগরিয়া, ভিলবলি, পাতেলিয়া)gas – আদিবাসী গারাসিয়াgra – রাজপুত গারাসিয়া (দুংরি) |
গ্লোটোলগ | bhil1251 (ভিলি)[৩]rajp1235 (রাজপুত গারাসিয়া)[৪]adiw1235 (আদিবাসী গারাসিয়া)[৫] |
ভিলি ভাষা (ভিলি: भीली) পশ্চিম-মধ্য ভারতে প্রচলিত ইন্দো-আর্য ভাষাসমূহের একটি। এই ভাষা রাজস্থান, গুজরাত, মহারাষ্ট্র ও মধ্য প্রদেশে ব্যবহৃত হয়ে থাকে।[৬] এই ভাষার অন্যান্য নামসমূহ হল ভাগোরিয়া ও ভিলবলি; কয়েকটি স্থানে গারাসিয়াও বলা হয়ে থাকে। ভিলি গুজরাতি ও রাজস্থানি ভাষার সাথে সম্পর্কিত ভিল ভাষাসমূহ পরিবারের সদস্য। এই ভাষা দেবনাগরী লিপিতে লেখা হয়ে থাকে।