ভিলেন | |
---|---|
![]() প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার | |
পরিচালক | বি. আনিকৃষ্ণান |
প্রযোজক | রকলাইন ভেঙ্কটেশ |
চিত্রনাট্যকার | বি. আনিকৃষ্ণাণ |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার |
|
চিত্রগ্রাহক | |
সম্পাদক | শামীর মোহাম্মদ |
প্রযোজনা কোম্পানি | রকলাইন এন্টারটেইমেন্টস |
পরিবেশক |
|
মুক্তি |
|
স্থিতিকাল | ১৪৪ মিনিট[১] |
দেশ | ভারত |
ভাষা | মালয়ালম |
ভিলেন হলো ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় মালয়ালম ভাষার অপরাধ ও নাট্য ধর্মী চলচ্চিত্র। এটি পরিচালনা করেন বি. আনিকৃষ্ণাণ এবং প্রযোজনা করেন রকলাইন ভেঙ্কটেশ।[২]
২০১৮ সালে চলচ্চিত্রটি "কন হেয় ভিলেন" শিরোনামে হিন্দি ভাষায় ডাবিং করেন আরকে স্টুডিওস।[৩]
ভিলেন চলচ্চিত্রের গানসমূহ স্কোর ও কম্পোজ করেন সুশীন সিয়াম।[৪] ভিলেন চলচ্চিত্রের সাউন্ড ট্র্যাক অ্যালবাম ডিজিটালি ও ডিভিডি আকারে ১৩ সেপ্টেম্বর ২০১৭ সালে মুক্তি পায়।[৫]
ভিলেন | ||||
---|---|---|---|---|
নং. | শিরোনাম | রচয়িতা | পারফরমার | দৈর্ঘ্য |
১. | "Angakale Chengathiraniye" | Engandiyoor Chandrasekharan | Shakthisree Gopalan, Niranj Suresh | ০৩:৫১ |
২. | "Kandittum" | B. K. Harinarayanan | K. J. Yesudas | ০৪:০৪ |
৩. | "Kandittum Kandittum" | B. K. Harinarayanan | Sithara | ০৪:০৪ |
৪. | "Pathiye Nee" | B. K. Harinarayanan | Haritha Balakrishnan | ০৪:৩৪ |
৫. | "Villain Theme" | B. K. Harinarayanan | Niranj Suresh, Raashi Khanna | ০৩:২৮ |
মোট দৈর্ঘ্য: | ২০:০১ |
ভিলেন চলচ্চিত্রের টিজার ট্রেইলার ২৭শে এপ্রিল ২০১৭ তারিখে অনলাইনে মুক্তি পায়, মুক্তির ৩ ঘণ্টার ভিতরে এটি এক মিলিয়ন বার দেখা (view) হয়।[৬][৭][৮] চলচ্চিত্রটি ২৭শে অক্টোবর ২০১৭ ভারতের ২৭৩ টি স্ক্রিনে মুক্তি পায়।[৯][১০]
ভিলেন চলচ্চিত্রের মুক্তির প্রথম দিনেই এটি কেরালা বক্স অফিসে ৪.৯১ কোটি রূপি আয় করে, সর্বোচ্চ আয় করা মালয়লাম চলচ্চিত্রের তালিকায় নাম লেখায়।[১১][১২] এটি মুক্তির প্রথম তিন সপ্তাহে ১২ কোটি রূপি আয় করে।[১৩] এটি বক্স অফিসে সবচেয়ে বেশি টিকেট বিক্রির তালিকায় ৯ম স্থান লাভ করে, মালয়লাম।[১৪]