পূর্ণ নাম | ভিসেল কোবে | |||
---|---|---|---|---|
ডাকনাম | উশি | |||
প্রতিষ্ঠিত | ১৯৬৬[১] | |||
মাঠ | নোয়েভির স্টেডিয়াম কোবে | |||
ধারণক্ষমতা | ৩০,১৩৪ | |||
সভাপতি | কাতসুয়া ইশিয়ামা | |||
ম্যানেজার | আতসুহিরো মিউরা | |||
লিগ | জে১ লিগ | |||
২০২০ | ১৪তম | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
ভিসেল কোবে (ইংরেজি: Vissel Kobe, জাপানি: ヴィッセル神戸) হচ্ছে কৌবে ভিত্তিক একটি জাপানি পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে জাপানের শীর্ষ স্তরের ফুটবল লিগ জে১ লিগে প্রতিযোগিতা করে। এই ক্লাবটি ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ভিসেল কোবে তাদের সকল হোম ম্যাচ কৌবের নোয়েভির স্টেডিয়াম কোবে আয়োজন করে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩০,১৩৪। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন জাপানি সাবেক ফুটবল খেলোয়াড় আতসুহিরো মিউরা এবং সভাপতির দায়িত্ব পালন করছেন কাতসুয়া ইশিয়ামা। স্পেনীয় মধ্যমাঠের খেলোয়াড় আন্দ্রেস ইনিয়েস্তা এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[২]
ঘরোয়া ফুটবলে, ভিসেল কোবে এপর্যন্ত ৭টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি এম্পেরর'স কাপ, ১টি জাপানি সুপার কাপ এবং ৫টি চুগোকু সকার লিগ শিরোপা রয়েছে। কুনিয়ে কিতামোতো, হিদেও তানাকা, কাং-জো পার্ক, ইয়োশিতো ওকুবো এবং কাজুমা ওয়াতানাবের মতো খেলোয়াড়গণ ভিসেল কোবের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।