এই নিবন্ধটিতে সাম্প্রতিক করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী সম্পর্কিত তথ্য উপস্থাপন করা হয়েছে। ঘটনার অগ্রগতির সাথে সাথে এই ঘটনাটি সম্পর্কিত তথ্যগুলি খুব দ্রুত পরিবর্তিত হতে পারে। যদিও এই নিবন্ধটি বেশ দ্রুত হালনাগাদ করা হবে, কিন্তু এটি এই বিষয়টি নিশ্চিত করে না যে এখানে করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী সম্পর্কিত সর্বশেষ সকল তথ্য পাওয়া যাবে। |
২০২০ ভুটানে করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী | |
---|---|
রোগ | কোভিড-১৯ |
ভাইরাসের প্রজাতি | সার্স-কোভ-২ |
স্থান | ভুটান |
প্রথম সংক্রমণের ঘটনা | পারো |
আগমনের তারিখ | ৬ মার্চ ২০২০ (৪ বছর, ৮ মাস, ৩ সপ্তাহ ও ২ দিন) |
নিশ্চিত আক্রান্ত | ১৭২৪[১] |
সক্রিয় আক্রান্ত | ৩০৭ |
সুস্থ | ১৪১৬ |
মৃত্যু | ১ |
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট | |
www.gov.bt/covid19 |
এই নিবন্ধটিতে ২০২০ সালে ভুটানের উপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক ঘোষণাকৃত করোনাভাইরাসঘটিত মহামারী ব্যাধির প্রভাব সম্পর্কে আলোকপাত করা হয়েছে। এতে সমসাময়িক সকল ঘটনা এবং পরিসংখ্যান নাও থাকতে পারে।
২০২০ সালের ৬ মার্চ ভুটান প্রথম কোনো কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তির কথা নিশ্চিত করে। আক্রান্ত ব্যক্তি ছিলেন ৭৬ বছর বয়সী একজন মার্কিন পুরুষ, যিনি ভারত হয়ে দেশটিতে গমন করেন। এ ঘটনায় তার ৫৯ বছর বয়সী স্ত্রী, গাড়ি চালক এবং গাইড সহ তার সাথে সরাসরি যোগাযোগ করা প্রায় ৯০ জনকে সঙ্গনিরোধ (কোয়ারেন্টাইন) করা হয়েছিল।[২]
ভুটান তাৎক্ষণিকভাবে দুই সপ্তাহের জন্য দেশটিতে বিদেশী পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছিল। রাজধানী থিম্পু সহ তিনটি অঞ্চলের স্কুল বন্ধ করে দেওয়া হয়েছিল।[২]
কোভিড-১৯ আক্রান্ত সেই ৭৬ বছর বয়সী মার্কিন পুরুষকে ১৩ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রে সরিয়ে নেওয়া হয়।
২০ মার্চে সেই মার্কিন পর্যটকের স্ত্রীর কোভিড-১৯ ধরা পড়ে। আর গাড়ি-চালক এবং গাইড উভয়ের কোভিড-১৯ পরীক্ষার ফলাফল নেগেটিভ পাওয়া যায়। তবুও, তাদের দুজনের কোয়ারেন্টাইনের সময়সীমা বর্ধিত করা হয়।[৩]
২২ মার্চ ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে দেশটির স্থল সীমানা বন্ধ করে দেওয়া ঘোষণা দেন।[৪]
টেমপ্লেট:২০১৯–২০২০ করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী উপাত্ত/ভুটান মেডিকেল কেস
ভুটানে বিমান পরিবহনের সেবা দিতে শুধুমাত্র ড্রুক এয়ার চালু রেখে বাকি সব ফ্লাইট বন্ধ করে দিয়েছে ভুটান এয়ারলাইন্স। ২৩ মার্চে, দেশটিতে কেবল একজন পর্যটক অবস্থান করছিলেন।[৫]
কারিগরি সমস্যার কারণে গ্রাফ এই মূহুর্তে অস্থায়ীভাবে অনুপলব্ধ রয়েছে। |