ভূষণ কুমার | |
---|---|
জন্ম | |
পেশা | |
কর্মজীবন | ১৯৯৮–বর্তমান |
উপাধি | টি-সিরিজের সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক |
দাম্পত্য সঙ্গী | দিব্যা খোসলা কুমার |
সন্তান | ১ |
পিতা-মাতা |
|
আত্মীয় | কৃষাণ কুমার দুয়া (চাচা) তুলসী কুমার (বোন) |
ভূষণ কুমার দুয়া (জন্ম ২৭ নভেম্বর ১৯৭৭)[১] হচ্ছেন একজন ভারতীয় চলচ্চিত্র প্রযোজক ও সংগীত প্রযোজক। তিনি সুপার ক্যাসেটস ইন্ডাস্ট্রিজ লিমিটেড বা টি-সিরিজের সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক। তিনি বলিউডে তার কাজের জন্য পরিচিত ।
ভূষণ কুমার ২৭ নভেম্বর ১৯৭৭ সালে দিল্লিতে টি-সিরিজের প্রতিষ্ঠাতা ও সত্ত্বাধিকারী গুলশান কুমার এবং তাঁর স্ত্রী সুদেশ কুমারী দুয়ারের ঘরে জন্মগ্রহণ করেছিলেন।[১] ভূষণ কুমার ১৩ ফেব্রুয়ারি ২০০৫ সালে কাটরার বৈষ্ণ দেবীর মন্দিরে দিব্যা খোসলাকে বিয়ে করেন।[২] ২০১১ সালের অক্টোবরে তাদের একটি ছেলে সন্তান জন্মগ্রহণ করে।[৩]
ভূষণ কুমার তার বাবা গুলশান কুমার হত্যাকাণ্ডের পর ১৯৯৭ সালে মাত্র ১৯ বছর বয়সে সংগীত সংস্থা টি-সিরিজের নিয়ন্ত্রণ নেন। তিনি ভারতের এই এক নম্বর সংগীত সংস্থার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হয়েছিলেন।[৪][৫]
একজন ব্যবস্থাপনা পরিচালক হিসাবে, ভূষণ কুমার ইলেক্ট্রনিক্স, সিডি, অডিও/ভিডিও টেপ ও ক্যাসেট এবং চলচ্চিত্র প্রযোজনায় সংস্থার ব্যবসাকে বৈচিত্র্যময় করে তুলেছিলেন। এজন্য এবং বিদেশে ভারতীয় সংগীতকে জনপ্রিয় করার জন্য তিনি ভারত সরকারের ইলেকট্রনিক্স এবং সফটওয়্যার এক্সপোর্ট প্রচার কাউন্সিল কর্তৃক সম্মাননায় ভূষিত হয়েছেন।[তথ্যসূত্র প্রয়োজন]
ভূষণ ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি, ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই দোবারা!!, চেন্নাই এক্সপ্রেস, সত্যগ্রহ, লুটেরা, দাবাং ২,[৬] তালাশ: দ্য আনসার লাইজ উইথিন,[৭] সন অফ সরদার,[৮] ককটেল, জিসম ২, দেশী বয়েজ, রা.. ওয়ান, রাজ থ্রিডি, কিয়া সুপার কুল হ্যায় হাম, এক ম্যায় অর এক তু, দ্য ডার্টি পিকচার, বডিগার্ড, জিন্দেগী না মিলেগি দোবারা, রেডি, ও তেনু ওয়েডস মানুর মতো সাম্প্রতিক চলচ্চিত্রগুলোর সঙ্গীত অ্যালবামগুলো প্রযোজনা করে সংগীত বাজারে একটি যথাযোগ্য স্থান তৈরি করে নেন।[৯][১০] তিনি পা, গুজারিশ, ফ্যাশন, দাবাং, আনজানা আঞ্জানী, প্যার কে পার্শ্ব প্রতিক্রিয়া, ওম শান্তি ওম, জব উই মেট এবং ডনর মতো পুরানো চলচ্চিত্রগুলোর সাউন্ডট্র্যাক প্রযোজনা করেছেন। চলচ্চিত্রের সাউন্ডট্র্যাক ছাড়াও তিনি নিয়মিত ভক্তিমূলক অ্যালবামও তৈরি করেছেন।
আজ টি-সিরিজ চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি মোবাইল, অনলাইন ডিজিটাল, আইপিটিভি, এফএম এবং স্যাটেলাইট রেডিওর মতো নতুন মিডিয়ায়ও কেবল সাউন্ডট্র্যাক প্রযোজনা করে জনপ্রিয় অর্জন করেন।
ভূষণ কুমার বলিউড সংগীতকে সফলভাবে আন্তর্জাতিক মূলধারার বাজারে বিতরণ করে পাঁচটি মহাদেশে ২৪টিরও বেশি দেশে পৌঁছে দিতে সহায়তা করেছেন। তিনি মিঠুন, হিমেশ রেশাম্মিয়া ও ফকিরের মতো নতুন প্রতিভাদের তুলে এনেছেন। সম্প্রতি ভূষণ তার সংগীত ভিডিও "জিন্দেগী রাহা হুন ম্যা"র জন্য আতিফ আসলামকে নিয়ে এসেছিলেন, যার সংগীত পরিচালনা করেছিলেন আমল মালিক, যেখানে তিনি টাইগার শ্রফকে অভিনয় করিয়েছিলেন। এরপর তিনি টাইগার শ্রফ এবং কৃতি সাননের সমন্বিত সংগীত ভিডিও "চল ওহান জাতে হ্যায়" নির্মাণ করেন, যা গেয়েছেন অরিজিৎ সিং, সংগীত ভিডিও পরিচালনা করেছেন আহমেদ খান, সংগীত পরিচালক ছিলেন আমল মল্লিক এবং গানের কথা লিখেছেন রশ্মি বিরাগ।
২০১৮ সালে ভূষণ কুমার ভারতের "মি টু" আন্দোলনের মাধ্যমে মেরিনা কুয়ারের কর্তৃক যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন।[১১][১২]
২০১৮ সালের ডিসেম্বরে, কুমারের বিরুদ্ধে আয়কর বিভাগ কর ফাঁকি দেওয়ার এবং বেনামি উপায়ে সম্পত্তি কেনার জন্য শত কোটি টাকা বিদেশে পাড়ি দেওয়ার অভিযোগ এনেছিল।[১৩]
বছর | চলচ্চিত্র | প্রযোজক | টীকা |
---|---|---|---|
২০০১ | তুম বিন | হ্যাঁ | |
২০০২ | জি আইয়ান নু | হ্যাঁ | পাঞ্জাবি ফিল্ম |
২০০৫ | লাকি: নো টাইম টু লাভ | হ্যাঁ | |
২০০৭ | ডার্লিং | হ্যাঁ | |
২০০৮ | কর্জ | হ্যাঁ | |
২০১০ | আশাইয়ে | হ্যাঁ | |
কাজরারে | হ্যাঁ | ||
২০১১ | পাতিয়ালা হাউজ | হ্যাঁ | |
রেডি | হ্যাঁ | ||
গার্ল গ্যাম্বল | |||
২০১২ | দ্য স্টোরি অব মাদ্রাজ | ||
২০১৩ | নোটাঙ্কি সালা | হ্যাঁ | |
আশিকি ২ | হ্যাঁ | ||
২০১৪ | ইয়ারিয়া | হ্যাঁ | |
ইউ আর মাই শাইনিং স্টার | |||
কৃচার থ্রিডি | হ্যাঁ | ||
ভূতনাথ রিটার্নস | হ্যাঁ | ||
হেট স্টোরি ২ | হ্যাঁ | ||
২০১৫ | বেবি | হ্যাঁ | |
রায় | হ্যাঁ | ||
এক পেহলি লিলা | হ্যাঁ | ||
সলিড পেনি | |||
আই লাভ নিউ ইয়ার | হ্যাঁ | ||
ফেমিনা ফিউশন | |||
আল ইজ ওয়েল | হ্যাঁ | ||
ভাগ জনি | হ্যাঁ | ||
ব্লাডস্টর্ম | |||
হেট স্টোরি ৩ | হ্যাঁ | ||
২০১৬ | গেম ওভার | ||
এয়ারলিফট | হ্যাঁ | ||
মিল গায়া হীর রানজা | |||
২০১৭ | নুর | হ্যাঁ | |
২০১৮ | ব্লাকমেইল | হ্যাঁ | |
সোনু কে টিটু কি সুইটি | হ্যাঁ | ||
হেট স্টোরি ৪ | হ্যাঁ | ||
রেইড | হ্যাঁ | ||
১০২ নট আউট | হ্যাঁ | ||
ফানি খান | হ্যাঁ | ||
বাত্তি গুল মিটার চালু | হ্যাঁ | ||
২০১৯ | দে দে প্যায়ার দে | হ্যাঁ | |
ভারত | হ্যাঁ | ||
সাহো | হ্যাঁ | সহ-প্রযোজক | |
মারজাওয়া | হ্যাঁ | ||
২০২০ | তানহাজী | হ্যাঁ | সহ-প্রযোজক |
স্ট্রিট ড্যান্সার | হ্যাঁ | ||
মালাং | হ্যাঁ | ||
থাপ্পড় | হ্যাঁ | সহ-প্রযোজক | |
ভুজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া | হ্যাঁ | চিত্রায়ণ | |
সাইনা (চলচ্চিত্র) | হ্যাঁ | ||
মোগল | হ্যাঁ | প্রাক-প্রযোজনা | |
২০২১ | অতরঙ্গি রে | হটস্টার রিলিজ | |
২০২২ | রাধে শ্যাম | হ্যাঁ | প্রযোজনা-পরবর্তি |
২০২৩ | আদিপুরুষ |
বছর | শ্রেণী | কাজ | ফলাফল | রেফ. |
---|---|---|---|---|
২০১৮ | সেরা চলচ্চিত্র | হিন্দি মিডিয়াম | জিতেছে | |
২০২১ | থাপ্পড | জিতেছে | ||
তানহাজী | মনোনীত | |||
লুডো | মনোনীত |