কনমেবল | |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯২৬[১] |
সদর দপ্তর | কারাকাস, ভেনেজুয়েলা |
ফিফা অধিভুক্তি | ১৯৫২[১] |
কনমেবল অধিভুক্তি | ১৯৫২ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
ভেনেজুয়েলীয় ফুটবল ফেডারেশন (স্পেনীয়: Federación Venezolana de Fútbol, ইংরেজি: Venezuelan Football Federation; এছাড়াও সংক্ষেপে এফভিএফ নামে পরিচিত) হচ্ছে ভেনেজুয়েলার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯২৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ২৬ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি একই বছরে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা কনমেবলের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অবস্থিত।
এই সংস্থাটি ভেনেজুয়েলার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২০ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে ভেনেজুয়েলীয় প্রথম বিভাগ, ভেনেজুয়েলীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ এবং কোপা ভেনেজুয়েলার মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে ভেনেজুয়েলীয় ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তমাস আলবারেস।
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | |
সহ-সভাপতি | |
সাধারণ সম্পাদক | তমাস আলবারেস |
কোষাধ্যক্ষ | |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | নেস্তর বোমঁত |
প্রযুক্তিগত পরিচালক | মানুয়েল গন্সালেস |
ফুটসাল সমন্বয়কারী | রাফায়েল আলমার্সা |
জাতীয় দলের কোচ (পুরুষ) | হোসে পেসেইরো |
জাতীয় দলের কোচ (নারী) | পামেলা কোন্তি |
রেফারি সমন্বয়কারী | লেওনার্দো তারিকানি |