ভেনেরা ১৫ | |||||
---|---|---|---|---|---|
![]() ভেরেনা ১৫/১৬ মহাকাশ প্রোব প্রেরিত শুক্রের ভূমিরূপের চিত্র। | |||||
অভিযানের ধরন | শুক্র কক্ষ-পরিভ্রমণকারী | ||||
পরিচালক | সোভিয়েত একাডেমি অভ সায়েন্সেস[১] | ||||
সিওএসপিএআর আইডি | ১৯৮৩-০৫৩এ | ||||
এসএটিসিএটি নং | ১৪১০৪[২] | ||||
অভিযানের সময়কাল | সর্বমোট: ১ বছর, ১ মাস, ৭ দিন শুক্রে: ৯ মাস | ||||
মহাকাশযানের বৈশিষ্ট্য | |||||
মহাকাশযান | ৪ভি-২ | ||||
মহাকাশযানের ধরন | ৪ভি-২ নং. ৮৬০[৩] | ||||
বাস | ৪এমভি | ||||
প্রস্তুতকারক | ল্যাভোচ্কিন[৩] | ||||
উৎক্ষেপণ ভর | ৫,২৫০ কিগ্রাম (১১,৫৭০ পা)[৩] | ||||
শুষ্ক ভর | ৪,০০০ কিগ্রাম (৮,৮০০ পা) | ||||
অভিযানের শুরু | |||||
উৎক্ষেপণ তারিখ | ০২ জুন ১৯৮৩, ০২:৩৮:৩৯ইউটিসি[৩] | ;||||
উৎক্ষেপণ রকেট | প্রোটন-কে/ডি-১ ৮কে৮২কে[৩] | ||||
উৎক্ষেপণ স্থান | বাইকোনুর, সাইট ২০০/৪০[৩] | ||||
অভিযানের সমাপ্তি | |||||
সর্বশেষ যোগাযোগ | জানুয়ারি ৫, ১৯৮৫[৩] | ||||
কক্ষপথের বৈশিষ্ট্যসমূহ | |||||
তথ্য ব্যবস্থা | সাইথেরোকেন্দ্রিক কক্ষপথ | ||||
পরাক্ষ | ৩৮,৮৪৮ কিলোমিটার (২৪,১৩৯ মাইল) | ||||
উৎকেন্দ্রিকতা | ০.৮২১১ | ||||
পেরিসাইথেরিয়ন | ৭,০৮১ কিলোমিটার (৪,৪০০ মাইল) | ||||
অ্যাপোসাইথেরিয়ন | ৭২,০৭৯ কিলোমিটার (৪৪,৭৮৮ মাইল) | ||||
নতি | ৯২.৫° | ||||
পর্যায় | ২৪ ঘন্টা | ||||
কক্ষীয় প্রসঙ্গ-সময়বিন্দু | অক্টোবর ৯, ১৯৮৩[৪] | ||||
শুক্র কক্ষ-পরিভ্রমণ | |||||
Invalid parameter | ১০ অক্টোবর ১৯৮৩ | ||||
কক্ষপথ | ২৬০ | ||||
----
|
ভেরেনা ১৫ (রুশ: Венера 15; অর্থ: ভেনাস ১৫) হলো ১৯৮৩ সালে মহাশূণ্যে প্রেরণ করা একটি সোভিয়েত মনুষ্যবিহীন নভোযান। এই অভিযানটিকে সোভিয়েত ভেনেরা কর্মসূচির অংশ হিসাবে আন্তঃগ্রহ মহাকাশ অভিযান হিসেবে চিহ্নিত করা হয় এবং এটি ভেনাসে অন্বেষণের উদ্দেশ্যে প্রেরণ করা হয়। এই মহাকাশযাটি ছিলো একটি শুক্র কক্ষ-পরিক্রমণকারী যান যা এর পৃষ্ঠের চিত্র সংগ্রহের জন্য প্রেরিত স্পেস প্রোব।
১৯৮৩ সালের ২ জুন তারিখ ০২:৩৮:৩৯ ইউটিসিতে এটিকে উৎক্ষেপণ করা হয়।[৩] এটি ১৯৮৩ সালের ১০ অক্টোবর তারিখে শুক্রের কক্ষপথে প্রবেশ করে।[৫]