ভেনেরা ২ | |||||
---|---|---|---|---|---|
নাম | ভেনেরা ১ভিএ নং. ২ স্পুটনিক-৮ | ||||
অভিযানের ধরন | শুক্র পার্শ্ব-উড্ডয়ন[১] | ||||
পরিচালক | ওকেবি-১ | ||||
সিওএসপিএআর আইডি | ১৯৬৫-০৯১এ[২] | ||||
এসএটিসিএটি নং | ১৭৩০[২] | ||||
অভিযানের সময়কাল | ৩ মাস ১৫ দিন | ||||
মহাকাশযানের বৈশিষ্ট্য | |||||
মহাকাশযানের ধরন | ৩এমভি-৪ নং. ৪ | ||||
প্রস্তুতকারক | ওকেবি-১ | ||||
উৎক্ষেপণ ভর | ৯৬৩ কিলোগ্রাম (২,১২৩ পা) | ||||
অভিযানের শুরু | |||||
উৎক্ষেপণ তারিখ | ১২ নভেম্বর ১৯৬৫, ০৫:০২ইউটিসি[৩] | ;||||
উৎক্ষেপণ রকেট | মোলনিয়া ৮কে৭৮এম | ||||
উৎক্ষেপণ স্থান | বাইকোনুর, সাইট ৩১/৬ | ||||
অভিযানের সমাপ্তি | |||||
সর্বশেষ যোগাযোগ | ফেব্রুয়ারি ১৯৬৬ পার্শ্ব-উড্ডয়নের সামান্য পূর্বে | ||||
কক্ষপথের বৈশিষ্ট্যসমূহ | |||||
তথ্য ব্যবস্থা | ভূকেন্দ্রিক কক্ষপথ | ||||
আমল | নিম্ন পৃথিবী কক্ষপথ | ||||
পেরিজিইই | ২০৫ কিমি (১২৭ মা) | ||||
অ্যাপোজিইই | ৩১৫ কিমি (১৯৬ মা) | ||||
নতি | ৫১.৮° | ||||
পর্যায় | ৮৯.৭১ মিনিট | ||||
শুক্র পার্শ্ব-উড্ডয়ন | |||||
Invalid parameter | ২৭ ফেব্রুয়ারি ১৯৬৬, ০২:৫২; ইউটিসি | ||||
"distance" should not be set for missions of this nature | ২৩,৮১০ কিলোমিটার (১৪,৭৯০ মা) | ||||
----
|
ভেরেনা ২ (রুশ: Венера 2; অর্থ: ভেনাস ২) যা ৩এমভি-৪ নং. ৪ নামেও পরিচিত, হলো ১৯৬৫ সালে মহাশূণ্যে প্রেরণ করা একটি সোভিয়েত নভোযান। এই অভিযানটিকে সোভিয়েত ভেনেরা কর্মসূচির অংশ হিসাবে আন্তঃগ্রহ মহাকাশ অভিযান হিসেবে চিহ্নিত করা হয় এবং এটি ভেনাস অন্বেষণের উদ্দেশ্যে প্রেরণ করা হয়। এই অভিযানে একটি ৩এমভি-৪ মহাকাশযান উৎক্ষেপন করা হয় যা শুক্র গ্রহের পাশ দিয়ে উড়ে যাবার সময়ের তথ্য প্রেরণ করতে ব্যর্থ হয়।
ভেরেনা ২-কে মোলনিয়া ৮কে৭৮এম উৎক্ষেপক যানে করে বাইকোনুর কসমোড্রোমের সাইট ৩১/৬ থেকে উৎক্ষেপণ করা হয়।[৩] ১৯৬৫ সালের ১২ নভেম্বর তারিখে ০৫:০২ ইউটিসিতে এর উৎক্ষেপণ কার্যক্রম সম্পন্ন করা হয়।