পূর্ণ নাম | স্পোর্টভেরায়ন ভেয়ার্ডার ব্রেমেন ফন ১৮৯৯ ইভি | |||
---|---|---|---|---|
ডাকনাম | ডি ভেয়ার্ডারানার (নদী দ্বীপবাসী)[১] ডি গ্রুন-ভায়সেন (সবুজ-সাদা)[২] | |||
সংক্ষিপ্ত নাম | ব্রেমেন | |||
প্রতিষ্ঠিত | ৪ ফেব্রুয়ারি ১৮৯৯[২] | |||
মাঠ | ভনইনভেস্ট ভেজারস্টাডিওন[২] | |||
ধারণক্ষমতা | ৪২,১০০[৩][৪] | |||
সভাপতি | মার্কো বোডে | |||
প্রধান নির্বাহী | ফ্রাঙ্ক বাউমান | |||
প্রধান কোচ | ফ্লোরিয়ান কোহফেল্ট | |||
লিগ | বুন্দেসলিগা | |||
২০১৯–২০ | ১৬তম | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
স্পোর্টভেরায়ন ভেয়ার্ডার ব্রেমেন ফন ১৮৯৯ ইভি (সাধারণত এসভি ভেয়ার্ডার ব্রেমেন (জার্মান উচ্চারণ: [ˈvɛɐ̯dɐ ˈbʁeːmən]), ভেয়ার্ডার ব্রেমেন অথবা শুধুমাত্র ভেয়ার্ডার নামে পরিচিত) হচ্ছে ব্রেমেন ভিত্তিক একটি জার্মান পেশাদার ফুটবল ক্লাব।[২] এই ক্লাবটি বর্তমানে জার্মানির শীর্ষ স্তরের ফুটবল লীগ বুন্দেসলিগায় খেলে। এই ক্লাবটি ১৮৯৯ সালের ৪ঠা ফেব্রুয়ারি তারিখে প্রতিষ্ঠিত হয়েছে।[২] এসভি ভেয়ার্ডার ব্রেমেন তাদের সকল হোম ম্যাচ ব্রেমেনের ভনইনভেস্ট ভেজারস্টাডিওনে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৪২,১০০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ফ্লোরিয়ান কোহফেল্ট এবং সভাপতির দায়িত্ব পালন করছেন মার্কো বোডে। ফিনীয় রক্ষণভাগের খেলোয়াড় নিকলাস মোইসান্ডের এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
ঘরোয়া ফুটবলে, এসভি ভেয়ার্ডার ব্রেমেন এপর্যন্ত ১৫টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৪টি বুন্দেসলিগা, ১টি ২. বুন্দেসলিগা, ৬টি ডিএফবি-পোকাল, ১টি ডিএফবি-লিগাপোকাল এবং ৩টি ডিএফবি-সুপারকাপ শিরোপা রয়েছে।[৫] অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এপর্যন্ত ২টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি উয়েফা কাপ উইনার্স কাপ এবং ১টি উয়েফা ইন্টারটোটো কাপ শিরোপা রয়েছে।[৫][৬][৭][৮][৯]
উয়েফা ইউরোপা লীগ/উয়েফা কাপ[৭][৮]