ভ্যালারি সোলানাস

ভ্যালারি সোলানাস
১৯৬৭ সালে ভ্যালারি
১৯৬৭ সালে ভ্যালারি
জন্মভ্যালারি জন সোলানাস
(১৯৩৬-০৪-০৯)৯ এপ্রিল ১৯৩৬
নিউ জার্সি, যুক্তরাষ্ট্র
মৃত্যু২৫ এপ্রিল ১৯৮৮(1988-04-25) (বয়স ৫২)
সান ফ্রান্সিস্কো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
পেশালেখিকা
নাগরিকত্বমার্কিন
বিষয়চরমপন্থী নারীবাদ
সাহিত্য আন্দোলনচরমপন্থী নারীবাদ
উল্লেখযোগ্য রচনাবলিস্কাম ইশতেহার (১৯৬৭)

স্বাক্ষর

ভ্যালারি সোলানাস (১৯৩৬-১৯৮৮) মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কট্টরপন্থী নারীবাদী ছিলেন।[] তিনি ষাটের দশকে সাড়া জাগানো বই 'স্কাম ইশতেহার' (১৯৬৭) লেখেন, ইংরেজিতে স্কাম অর্থ ছিলো 'সোসাইটি ফর কাটিং আপ মেন'; সোলানাস পুরুষশাসনমুক্ত পৃথিবীর স্বপ্ন দেখতেন।[] তিনি মোট তিনটি বই লিখেছিলেন, আরো দুইটি হলোঃ 'আপ ইয়োর এ্যাস' (১৯৬৫) এবং 'এ ইয়াং গার্লস প্রিমিয়ার অন হাউ টু এ্যাটেন্ড দ্যা লেইজার ক্লাস' (১৯৬৬), এগুলোও ছিলো পুরুষবিদ্বেষী। মার্কিন চলচ্চিত্রের ষাটের দশকের পরিচালক-প্রযোজক এ্যান্ডি ওয়ারহোলকে হত্যা প্রচেষ্টার জন্যও সোলানাস স্মরণীয় হয়ে আছেন, এ্যান্ডি ওয়ারহোল যদিও একজন সমকামী ছিলেন এবং সোলানাসকে তিনি কখনো যৌন হয়রানি করেননি।[]

সোলানাসের সৎ বাবা সোলানাসকে অল্পবয়সে যৌন হয়রানি করতেন। 'স্কাম ম্যানিফ্যাস্টো' বা 'পুরুষবিদ্বেষী ইশতেহার'-এ সোলানাস নারীদেরকে উদ্বুদ্ধ করেন এইভাবে যে, "সরকারকে উৎখাত করতে হবে, মুদ্রা ব্যবস্থা মুছে ফেলতে হবে এবং পুরুষাধিপত্যকে বিলুপ্ত করতে হবে।" সোলানাস নিজে ব্যক্তিগত জীবনে সমকামী ছিলেন এবং তিনি এও বলতেন যে পুরুষেরা নারীদের যোনি দেখে ঈর্ষা করে।[] তিনি এই 'যোনি-ঈর্ষার' ক্ষেত্রে মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েড এর 'পেনিস এনভি' (শিশ্ন অসূয়া বা নারীদের পুংশিশ্নের প্রতি হিংসা) মতবাদের বিপরীতে সোলানাস 'পুশি এনভি' মতবাদ চালু করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Katy Woldman (১ আগস্ট ২০১৯)। ""Valerie" Is an Extraordinary Love Letter to a Radical Feminist"newyorker.com 
  2. Rob Doyle (২৭ জুলাই ২০১৯)। "SCUM Manifesto by Valerie Solanas (1968)"irishtimes.com 
  3. "A historic and perfect quarantine book about Andy Warhol"buffalonews.com। ১৫ মে ২০২০। 
  4. Joyce Chen (১৯ সেপ্টেম্বর ২০১৭)। "Valerie Solanas: 5 Things To Know About Lena Dunham's 'American Horror Story' Character Andy Warhol's would-be assassin penned the SCUM Manifesto in 1967, which urged women to "eliminate the male sex""rollingstone.com 
  5. T Clutch Fleischmann। "The Second Valerie Solanas Book You Should Read"brooklynrail.org