ভ্যালারি সোলানাস | |
---|---|
জন্ম | ভ্যালারি জন সোলানাস ৯ এপ্রিল ১৯৩৬ নিউ জার্সি, যুক্তরাষ্ট্র |
মৃত্যু | ২৫ এপ্রিল ১৯৮৮ সান ফ্রান্সিস্কো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র | (বয়স ৫২)
পেশা | লেখিকা |
নাগরিকত্ব | মার্কিন |
বিষয় | চরমপন্থী নারীবাদ |
সাহিত্য আন্দোলন | চরমপন্থী নারীবাদ |
উল্লেখযোগ্য রচনাবলি | স্কাম ইশতেহার (১৯৬৭) |
স্বাক্ষর |
ভ্যালারি সোলানাস (১৯৩৬-১৯৮৮) মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কট্টরপন্থী নারীবাদী ছিলেন।[১] তিনি ষাটের দশকে সাড়া জাগানো বই 'স্কাম ইশতেহার' (১৯৬৭) লেখেন, ইংরেজিতে স্কাম অর্থ ছিলো 'সোসাইটি ফর কাটিং আপ মেন'; সোলানাস পুরুষশাসনমুক্ত পৃথিবীর স্বপ্ন দেখতেন।[২] তিনি মোট তিনটি বই লিখেছিলেন, আরো দুইটি হলোঃ 'আপ ইয়োর এ্যাস' (১৯৬৫) এবং 'এ ইয়াং গার্লস প্রিমিয়ার অন হাউ টু এ্যাটেন্ড দ্যা লেইজার ক্লাস' (১৯৬৬), এগুলোও ছিলো পুরুষবিদ্বেষী। মার্কিন চলচ্চিত্রের ষাটের দশকের পরিচালক-প্রযোজক এ্যান্ডি ওয়ারহোলকে হত্যা প্রচেষ্টার জন্যও সোলানাস স্মরণীয় হয়ে আছেন, এ্যান্ডি ওয়ারহোল যদিও একজন সমকামী ছিলেন এবং সোলানাসকে তিনি কখনো যৌন হয়রানি করেননি।[৩]
সোলানাসের সৎ বাবা সোলানাসকে অল্পবয়সে যৌন হয়রানি করতেন। 'স্কাম ম্যানিফ্যাস্টো' বা 'পুরুষবিদ্বেষী ইশতেহার'-এ সোলানাস নারীদেরকে উদ্বুদ্ধ করেন এইভাবে যে, "সরকারকে উৎখাত করতে হবে, মুদ্রা ব্যবস্থা মুছে ফেলতে হবে এবং পুরুষাধিপত্যকে বিলুপ্ত করতে হবে।" সোলানাস নিজে ব্যক্তিগত জীবনে সমকামী ছিলেন এবং তিনি এও বলতেন যে পুরুষেরা নারীদের যোনি দেখে ঈর্ষা করে।[৪] তিনি এই 'যোনি-ঈর্ষার' ক্ষেত্রে মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েড এর 'পেনিস এনভি' (শিশ্ন অসূয়া বা নারীদের পুংশিশ্নের প্রতি হিংসা) মতবাদের বিপরীতে সোলানাস 'পুশি এনভি' মতবাদ চালু করেন।[৫]