ভ্লাদিমির পেনিয়াকফ


ভ্লাদিমির পেনিয়াকফ

জন্ম(১৮৯৭-০৩-৩০)৩০ মার্চ ১৮৯৭
হুই, লাইজ, বেলজিয়াম
মৃত্যু১৫ মে ১৯৫১(1951-05-15) (বয়স ৫৪)
ব্লুমসবারি, লন্ডন, ইংল্যান্ড
সমাধি
উইক্সো, সাফোক, ইংল্যান্ড
আনুগত্যফ্রান্স/যুক্তরাজ্য
সেবা/শাখাফ্রান্স সেনাবাহিনী
ব্রিটিশ সেনাবাহিনী
কার্যকাল১৯১৭–১৯১৮ (ফ্রান্স)
১৯৪০–১৯৪৬ (যুক্তরাজ্য)
পদমর্যাদালেফটেন্যান্ট কর্নেল
সার্ভিস নম্বর159661
নেতৃত্বসমূহপপস্কির প্রাইভেট আর্মি
যুদ্ধ/সংগ্রামপ্রথম বিশ্বযুদ্ধ
দ্বিতীয় বিশ্বযুদ্ধ
পুরস্কারডিস্টিঙ্গুইশড সার্ভিস অর্ডার
মিলিটারি ক্রস
ওয়্যার ক্রস
আফ্রিকা স্টার

লেফটেন্যান্ট কর্নেল ভ্লাদিমির "পপস্কি" পেনিয়াকফ (৩০ মার্চ ১৮৯৭ - ১৫ মে ১৯৫১) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১ নং ডেমোলিশন স্কোয়াড্রন, পিপিএ এর প্রতিষ্ঠাতা এবং কমান্ডিং অফিসার ছিলেন, যা "পপস্কির প্রাইভেট আর্মি" নামে পরিচিত ছিল।

জীবনের প্রথমার্ধ

[সম্পাদনা]

ভ্লাদিমির পেনিয়াকফ ১৮৯৭ সালের ৩০ শে মার্চ বেলজিয়ামের হুই তে রাজনৈতিক কারণে বাস্তুচ্যুত ধনী ইহুদি রাশিয়ান পিতামাতার কাছে জন্মগ্রহণ করেন যেখানে তার বাবা দিমিত্রি একটি অ্যালুমিনিয়াম কারখানার মালিক ছিলেন এবং পরিচালনা করতেন। ১৯১৪ সালের আগস্ট মাসে বেলজিয়ামে জার্মান আক্রমণের কারণে তার পড়াশোনা ব্যাহত হওয়ার পূর্বে পেনিয়াকফ ১৫ বছর বয়সে ব্রাসেলসের ফ্রি বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে পড়াশোনা শুরু করেছিলেন।[][]

তার বাবা তাকে ইংল্যান্ডে নিয়ে যান যেখানে পেনিয়াকফ কেমব্রিজের সেন্ট জনস কলেজে পুনরায় গণিত পড়া শুরু করেন। তিনি ফরাসি আর্টিলারিতে একজন স্বেচ্ছাসেবক গানার হিসেবে ফ্রান্সে যান, শুরুতে এই সংঘাতে অংশগ্রহণের বিষয়ে আপত্তি ছিল। তিনি ফরাসি সেনাবাহিনীতে সার্ভিস প্রদানের সময় সময় আহত হন এবং নভেম্বর ১৯১৮ সালে সেনাবাহিনী থেকে চলে আসেন।[]

১৯২৪ সালে পেনিয়াকফ মিশরে চলে যান যেখানে তিনি একটি চিনি প্রস্তুতকারক কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করেছিলেন। তার জীবনের এই সময়কালে তিনি মরুভূমির মধ্য দিয়ে যানবাহন চালাতে, উড়তে, নেভিগেট করতে শিখেছিলেন এবং রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির একজন ফেলো হয়েছিলেন। পেনিয়াকফ ছিলেন একজন বহুভাষী যিনি ইংরেজি, রাশিয়ান, ইতালীয়, জার্মান, ফরাসি এবং আরবি ভালো বলতেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ

[সম্পাদনা]

১৯৪০ সালের ৪ অক্টোবর লিবিয়ার আরব বাহিনীতে পেনিয়াকফকে দ্বিতীয় লেফটেন্যান্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়।[] তিনি মধ্যপ্রাচ্য এবং ইতালিতে "পপস্কির প্রাইভেট আর্মি" নামে পরিচিত ইউনিটের নেতৃত্ব দিয়েছিলেন। শেষপর্যন্ত লেফটেন্যান্ট কর্নেল পদে উন্নীত হয়েছিলেন।

সংঘর্ষের সময় তিনি ২৬ নভেম্বর ১৯৪২ সালে মিলিটারি ক্রস লাভ করেন[] এবং ১৯৪৫ সালের ২৬ এপ্রিল তিনি ডিস্টিঙ্গুইশড সার্ভিস অর্ডারে (ডিএসও) ভূষিত হন।[]

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, পেনিয়াকফ তার বাম হাতে দুটি আঘাত পেয়েছিলেন; প্রথমটি, মরুভূমি অভিযানের সময় একটি আঙুল হারান, দ্বিতীয়টি, ইতালির যুদ্ধের শেষের দিকে, তখন পুরো হাত কেটে ফেলতে হয়।[]

পেনিয়াকফ ব্রিটিশ লেখক এবং সম্প্রচারক হিসাবে খ্যাতি অর্জনের আগে ভিয়েনায় ব্রিটিশ-রাশিয়ান লিয়াজোঁ অফিসার হয়েছিলেন। ১৯৫০ সালে তিনি তার অভিজ্ঞতা নিয়ে প্রাইভেট আর্মি বইটি লিখেছিলেন; এটি খুব ভাল বিক্রি হয়েছিল, সেই বছর বেশ কয়েকবার পুনরায় মুদ্রিত হয়েছিল, এবং একবিংশ শতাব্দীতে (পপস্কির প্রাইভেট আর্মি নামে) পুনরায় মুদ্রিত হয়েছে।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

তিনি ১৯২৮ সালের ১০ নভেম্বর মিশরে জন্মগ্রহণকারী বেলজিয়ামের জোসেফ লুইস কোলেট "জোসেট" সিসেনসকে বিয়ে করেন এবং ১৯৩০ ও ১৯৩২ সালে জন্মগ্রহণকারী ওলগা ও অ্যান নামে তার দুই কন্যা সন্তান ছিল। কমিশন গ্রহণের পর তিনি মার্চ ১৯৪১ সালে জোসেফকে তালাক দেন এবং পরিবারকে দক্ষিণ আফ্রিকায় পাঠিয়ে দেন।[] ১৯৪৮ সালের ২ এপ্রিল তিনি চেলসিতে পামেলা ফার্থকে বিয়ে করেন।[]

মৃত্যু

[সম্পাদনা]

পেনিয়াকফ ১৯৫১ সালের ১৫ মে লন্ডনের ন্যাশনাল হসপিটাল ফর নিউরোলজি অ্যান্ড নিউরোসার্জারিতে মস্তিষ্কের টিউমারের কারণে মারা যান। তাকে সাফোক কাউন্টির সেন্ট লিওনার্ডস চার্চ, উইক্সোর কবরস্থানে সমাধিস্থ করা হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Willett. Popski. Willett interviewed many of Popski's surviving Jewish relatives after World War II.
  2. "Vladimir Peniakoff: "Popski""। Friends of Popski's Private Army। ২৮ জানুয়ারি ২০১২। ৩১ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৭ 
  3. "Vladimir Peniakoff: "Popski""। Friends of Popski's Private Army। ২৮ জানুয়ারি ২০১২। ৩১ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৭ 
  4. "নং. 35063"দ্যা লন্ডন গেজেট (সম্পূরক) (ইংরেজি ভাষায়)। ৩১ জানুয়ারি ১৯৪১। 
  5. "নং. 35799"দ্যা লন্ডন গেজেট (সম্পূরক) (ইংরেজি ভাষায়)। ২৪ নভেম্বর ১৯৪২। 
  6. "নং. 37051"দ্যা লন্ডন গেজেট (সম্পূরক) (ইংরেজি ভাষায়)। ২৪ এপ্রিল ১৯৪৫। 
  7. 'Private Army', V. Peniakoff, ISBN 978-0192852380
  8. "Pamela Matthews" (ইংরেজি ভাষায়)। The Times। ১৯ ডিসেম্বর ২০০৫। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২১ 

আরও পড়ুন

[সম্পাদনা]
  • ভিলেট, জন (১৯৫৪)। পপস্কি: এ লাইফ অফ ভ্লাদিমির পেনিয়াকফ, ডি.এস.ও., এম.সি.। ম্যাকগিবন অ্যান্ড কী। 

বহিঃসংযোগ

[সম্পাদনা]